![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে সবচেয়ে পছন্দের সঙ্গীত কোনগুলো?
বেশীরভাগ মানুষের ক্ষেত্রে দুঃখের গানগুলো বা বিরহের গানগুলো অনেক প্রিয়।
মানে একাকী থাকা অবস্থায় সে এসব গানই শুনে কিন্তু এসব গান যে তার প্রিয় এগুলো সে কাউকে বলে না।
আসলে বেশীরভাগ মানুষ দুঃখবিলাসী।
মূলত এটা হচ্ছে এক ধরনের স্লো পয়জন বা সিরিয়াল কিলার।
প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃখ অবধারিত,কেউ অতি দুঃখের সাগরে কেউবা অল্প স্বল্প কিন্তু দুঃখ নেই এমন মানুষ এখন পর্যন্ত পৃথিবীতে নেই।(পাগলদের এই আওতায় আনা যাবে না,কারণ তাদের সেন্স নেই)। আর দুঃখের মুহূর্তে এখনকার সময়ে গান হচ্ছে সবচেয়ে ভালো সঙ্গী।ফেইসবুক এঁর পাশাপাশি বিভিন্ন ধরনের গান মানুষকে একাকী করে দিয়ে তার একটা জগত তৈরি করে এবং বিশেষত গানের মিউজিক গুলো এতো চমৎকার যে তা মানুষের সেন্সে এমনভাবে গেঁথে যায় যে এই গানগুলোতেই একমাত্র আনন্দ এবং এই গানগুলোর মধ্যেই একাকীত্ব নিরসনের উপায় খুঁজে পাওয়া যায়।এটা কোন কাল্পনিক লিখা না,অতি বাস্তব।
এঁর মাধ্যমে মানুষ আস্তে আস্তে নিজেকে এমন এক জগতে নিয়ে যায় যেখানে একধরনের আবহ তৈরি হয় আর এই আবহ থেকে একধরনের মোহ এবং অস্থিতিশীলতা আর তা থেকে শূন্যতা এবং শূন্যতা থেকে হতাশা এবং শূন্যে হাতড়ানোর মত অবস্থা।
আর একজন মানুষ এঁর প্রতিটি জগত আস্তে আস্তে মৃত্যু বরণ করতে থাকে।এক সময় এ থেকেই হয়তো আত্মহত্যার মত চিন্তা গুলোই ঘুরেফিরে আসে।যে কারণ এই দুঃখের গানগুলো আসলে পারত পক্ষেই একটি সিরিয়াল কিলার।এমনকি একজন মুসলিম শুধুমাত্র এরকম হতাশার সাগরে ডুবে ইবাদত থেকেও মুখ ফিরিয়ে নেয়।
দুঃখ যদি সাপোর্ট পায় তবে তা হতাশায় রূপান্তরিত হয়।এবং হতাশা একজন মানুষের জন্য খারাপ এবং ইসলামে তা নিষিদ্ধ।
মূলত হতাশা ও নিরাশা হলো শয়তানের বৈশিষ্ট্য। শয়তানের এক নাম ইবলিশ, যার অর্থ হলো ‘নিরাশ’ বা ‘হতাশ’।
আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সূরা জুমার : ৫৩)।
আল্লাহ তায়ালা বলেন, ‘হে ঈমানদারগণ! ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো।’ (সূরা বাকারা : ১৫৩)।
হজরত সুহাইব রা: বর্ণিত রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘মুমিনের অবস্থা বিস্ময়কর। নিঃসন্দেহে তার প্রতিটি অবস্থাই উত্তম। মুমিন ছাড়া এমনটি আর কারো ভাগ্যে জোটে না। তাহলে আনন্দ অর্জিত হলে সে আল্লাহর শোকর আদায় করে। এটি তার জন্য উত্তম। আর কষ্ট হলে সে ধৈর্যধারণ করে। এটিও তার জন্য উত্তম।’ (মুসলিম)।
দুঃখের গান গুলো বর্জন করুন,বিরহের গান, বিরহের নাটক,এসব ও বর্জন করুক।
২| ০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো লেগেছে।
৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মানুষের জীবনে রৌদ্র ছায়ার মতো সুখ দুঃখও নিত্যসঙ্গী। এসব মেনে নিয়েই আমাদের চলতে হয়। তবে হতাশ বা নিরাশ হওয়া উচিৎ নয়। জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিৎ।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো বলেছেন।