![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়াজের ঝাঁজে পকেট ফাঁকা
লঙ্কা তে লঙ্কা কাণ্ড।
বেগুণের গায়ে লেগেছে আগুন
মহামতির বাক্কা আনন্দ।
চালের ছাল তুলতে বাকী
আলু অসুখে কাঁদে
নুন আনতেও পান্তা ফুরায়
গৃহিণী পানি রাঁধে।
পাঙ্গাশ বাবা,পাঙ্গাশই মা
বাকী সব রাঘবের দলে,
রাস্তার ধারের হেলেঞ্চা গুলোও
ঘাড় উঁচিয়ে চলে।
তেল হলো বিশ্ববাজারের
গম,চিনি আমদানির,
সৎ মুদ্রায় সীমা যে আঁকা
সততা ডরে মানহানির।
ডাল টাই আজ বড় ভরসা
হউক না পানি ময়লা,
সত্যি বলছি,এমন দেশটি,
কোথাও খুঁজে পাবে না।
০৮ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:০৫
চির চেনা বলেছেন: ধন্যবাদ ---
২| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৯
রুরু বলেছেন: বাংলাদেশে দক্ষ বাজার মনিটরিং এর অভাব
০৮ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:০৬
চির চেনা বলেছেন: সব তো দুর্নীতির ছাতার তলে,অন্য বিষয় শুধু প্রত্যাশাই করতে পারি। ব্যাজার মনিটর কি দুর্নীতিবাজদের বাইরে কেউ করবে ?
৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: চারপাশ দেখে শুনে মনে হচ্ছে- আসলেই
এমন দেশটি কোথাও খুঁজে পাবে না।
০৮ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:০৭
চির চেনা বলেছেন: দুঃখজনক
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:১৫
ব্লগ সার্চম্যান বলেছেন: অসাধারন কবিতা।