![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্রিকেটীয় টাচিং পোস্ট।
মাশরাফি-শুভাশিস ঘটনা নিয়ে দিনের সেরা কমেন্ট
"শুভাশিসের ফাঁসী চাই" -
ক্রিকেটীয় দৃষ্টির বাইরেও ব্যাপারটি বেশ জঘন্য হয়েছে কারণ মাশরাফি ব্যাক্তি হিসেবে অনন্য তবে তারপরেও ব্যাপারটি খেলার মাঠে হয়ে যাওয়ার পর শাস্তি বা ক্ষমার কিছু ঘটনার মাধ্যমে শেষ হবে কিন্তু এই যে ফাঁসী চাওয়ার ব্যাপারটা বাঙ্গালীদের যেন এক নিত্য নৈমত্তিক ফরজ দায়িত্ব হয়ে গেছে মনে হয়।
কেউ নাস্তিক,ফাঁসী চাই,
কেউ উল্টাপাল্টা কিছু করলো ফাঁসী চাই
কেউ একজন আলেমের বিরোধিতা করলো,ফাঁসী চাই।
কিছু হলেই ফাঁসী চাওয়া কোন সুস্থতার লক্ষণ না।কিছু হলেই কাউকে নাস্তিক গালি দেয়া সুস্থতার লক্ষণ না।ভিন্নমতের হলেই সরকারও যেভাবে দমন পীড়ন করছে তা রাষ্ট্রীয় অসুস্থতার লক্ষণ।
আর এ থেকেই হিংস্রতা এবং জঙ্গিবাদ বা সন্ত্রাস ছড়িয়ে পড়ে।
লঘু ও গুরু পাপ বিবেচনায় শাস্তির বিধান যেমন আছে শোধরানোর নিমিত্তে ক্ষমার বিধান ও আছে এবং সব কিছুর সাথে সহনশীলতা এবং ভদ্রতা এই ব্যাপারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
ব্যাক্তি মাশরাফির লাস্টের কথাটুকু ছিল অনেক চমৎকার,
"ছেলেরা এখন অনেক স্মার্ট,ভালো"
মানে এই আধুনিকতার নামে স্মার্টনেস আসলে মানুষকে পশুতে রূপান্তরিত করছে।তাতে যে হিমু টাইপ চরিত্রগুলো সমাজের কিলবিল করছে তারই ফলাফল সমাজে অন্ধকার নিয়ে আসছে।
(বিঃদ্রঃ ঘটনা নিয়ে আমার কোন লিখা না,মাশরাফির বিনয় সকল মানুষের অন্তরে জীবিত হউক আপন আপন ক্ষেত্রে,শুধু আইকন বলে উদাহরণের ক্ষেত্রে না)
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩২
চির চেনা বলেছেন: বাংলাদেশীদের মধ্যে সে অবশ্যই একজন গ্রেট ---- তবে গ্রেটদের সম্মান দিতে গিয়ে যেন আমরা পাগল না হয়ে যাই।বরং গ্রেটদের মত গ্রেট হওয়ার চেষ্টা করতে হবে
২| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩
রাজীব নুর বলেছেন: রাজাকারের ফাঁসি চাইতে-চাইতে এখন আমরা সকলের ফাঁসি চাই।
সেদিন কোন ব্লগার যেন আমার এক পোষ্টে মন্তব্য করেছে- আপনার ফাঁসি চাই।
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪০
চির চেনা বলেছেন: এটা একটা রোগ হয়ে গেছে ---
৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: কিছু হলেই ফাঁসী চাওয়া কোন সুস্থতার লক্ষণ না।কিছু হলেই কাউকে নাস্তিক গালি দেয়া সুস্থতার লক্ষণ না।ভিন্নমতের হলেই সরকারও যেভাবে দমন পীড়ন করছে তা রাষ্ট্রীয় অসুস্থতার লক্ষণ।
আর এ থেকেই হিংস্রতা এবং জঙ্গিবাদ বা সন্ত্রাস ছড়িয়ে পড়ে।
লঘু ও গুরু পাপ বিবেচনায় শাস্তির বিধান যেমন আছে শোধরানোর নিমিত্তে ক্ষমার বিধান ও আছে এবং সব কিছুর সাথে সহনশীলতা এবং ভদ্রতা এই ব্যাপারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
++++
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪০
চির চেনা বলেছেন: ধন্যবাদ
৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
উচ্ছল বলেছেন: গত কয়েক বছর যাবৎ যেই ঘৃণার চাষাবাদ হয়েছে দেশে, তার ফল তো জাতি ভোগ করবেই.. আশ্চর্যের কিছু নাই।
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪২
চির চেনা বলেছেন: এই বিষে দেশ মৃত্যুর কোলে ঢলে পড়তে যাচ্ছে
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২৫
এম আর তালুকদার বলেছেন: গ৾েট মাশরাফি।