![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়াজের দামে মুরগী পাওয়া যেত,
ইতিহাস লিখবে এমন !
পড়বে শিশুরা,টাশকি খাবে বসে,
কতইনা সুখ ছিল তখন!
এই ভেবে সবাই ঘুমিয়ে পড়,
ভবিষ্যতের খাতার সুখী তোমরা।
পেঁয়াজের দামে পাচ্ছ মুরগী,
ব্যাপারটা কিন্তু চাট্টিখানি না।
ওরে বলদা,এমন সোনা ভাগ্য,
জুটে বল দেখি কজনার!
খা মুরগী,খা মজা করে খা
সুযোগ আসে না বারবার।
পেঁয়াজের রসে কান্দুন আসে
মুরগী আহা কত স্বাদের,
চিকেন ফ্রাই,মুরগীর স্যুপ
কেমনে যে বুঝাই তোদের!
পেঁয়াজ,পেঁয়াজ করে চিল্লাইস না
মুরগী কি বানে ভাসা !
মুরগীরে যদি করিস অপমান!
চুয়ান্ন তে পড়বি ফাঁসা।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৪৯
চির চেনা বলেছেন: ভাই মুরগী ওঁ কিনতে পারতেন ----
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: গতকাল বাজার থেকে পেয়াজ কিনলাম ১৩০ টাকা কেজিতে।