![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা ঘরের বাইরে ছড়িয়ে ছিটিয়ে ময়লা ফেলে তাদের ঘর কি এরকম নোংরা !!
ঘরে গিয়ে দেখেন,কম বেশী সবাই ঘর কে পরিষ্কার করেই রাখে।
কেন?
কারণ ওই ঘরে একটা সরকার আছে,পরিচালনা কমিটি আছে,কর্মী আছে এবং নিয়ন্ত্রক ও আইন এবং সংবিধান আছে।তারা ঘরের খায়,ঘরের পড়ে এবং ঘরকে নিয়ন্ত্রণ এবং স্তায়িত্বের জন্য ঘর পরিষ্কার রাখে। "--------"
কিন্তু তারাই বাইরে যত্রতত্র ময়লা ফেলে কারণ কি?
তার আগে একটা কথায় আসি।সিটি কর্পোরেশন এর লোকজন না হয় পিঠ বাঁচানোর জন্য একটা ডায়ালগ দেয় কিন্তু জনগণ কেন সেই ডায়ালগ আওরায় !
"মানুষ যদি নিজের আশেপাশে পরিষ্কার না করে তবে কেমনে কি"!
কি চমৎকার ডায়ালগ পাশাপাশি ছবিও ভাইরাল করে "দেখছেন,দেখছেন কি কারবার! কত ময়লা বাইরে ফালাইয়া রাখছে,এদের ডেঙ্গু হবে না তো কি হবে"
ওয়াও !
মানুষ যদি ঘর বাহির সব ঠিক করে রাখে তবে সিটি কর্পোরেশন কে নির্বাচিত করে ক্ষমতা দিয়ে বেতন দিয়ে পাবলিক রেখেছে কেন?
মূল কথায় আসি,
লন্ডন আমেরিকার উদাহরণ টেনে কিংবা ছবি দেখিয়ে অনেক মজাদার রাতের টপিক বানানো যায় আর পাবলিককে আচ্ছা এক হাত নেয়া যায় কিন্তু!
লন্ডন-প্যারিস-নিইয়র্ক এর রাস্তা ঘাট একদিনে পরিষ্কার হয়নি।সিটি কর্পোরেশনের ময়লা পরিষ্কারের গাড়ী প্রতিটি অলিতে গলিতে সপ্তাহে ৬ দিন কমপক্ষে একবার এমনকি দুইবার করে আসে এবং ময়লা পরিষ্কার করে নিয়ে যায়।তাদেরকে সরবরাহ করা হয় ডাস্টবিন এবং রাস্তায় রাস্তায় ময়লার বিন একটু পর পর পরিষ্কার করা হয়।
সেই সাথে মোড়ে মোড়ে সিসি ক্যামেরা দেয়া যেখানে কেউ একটু অনিয়ম করলেই পুলিশ এসে তাঁকে জরিমানা করবে অথবা তার জীবন বৃত্তান্তে একটা লাল দাগ দিয়ে যাবে।
জনগণ এমনিতেই সোজা! এমনিতেই ভদ্র !
প্রথমত স্কুল কলেজে বাচ্চাদের শিখানো হয় হাতে কলমে,দ্বিতীয়ত সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করে যথাযথ,তৃতীয়ত আইন এবং তার প্রয়োগ দুইটাই জোরদার।
সব মিলিয়ে মানুষের তৈরি হয়েছে একটা অভ্যাস,তাই তাদের হাত নিশপিশ করে সবকিছু ডাস্টবিনে ফেলার জন্য।
কিন্তু আমাদের দেশে?
যে সাংবাদিক এবং ফেসবুকিয় পণ্ডিতরা ছবি দিয়ে সব উদ্ধার করে ফেলতেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এগুলো নিজেরাও যত্রতত্র ময়লা আনন্দের সহিত প্রতিযোগিতা করে ফেলে।
অথচ উপদেশ দিয়ে কি সাধু সাজা!
এর পর হল আমাদের দেশের শিক্ষা ব্যাবস্থা এমন একটা রাস্তা যা A,B,C,D কিংবা ১,২ শিখানো ছাড়া আর কিছুই শিখায় না।
যে শিক্ষা মানুষকে চলতে ফিরতেই শিখায় না সেটা শিক্ষা কীভাবে?(এই নিয়ে আরেকটা আলোচনা করবো ইনশাআল্লাহ)
বইয়ে ডাস্টবিন পড়ে ফেনা তুলে ডাস্টবিন চিনে না এমন অনেক পোলাপান দেশে আছে,গ্যারান্টি।
এর পড়ে হল সিটি কর্পোরেশন এর কাজ কি? শুধু নির্বাচন করে ক্ষমতায় যেয়ে জনগণের পকেট কাটা টাকা খাওয়া? ঘরের লোকজনই যদি বাইরে পরিষ্কার করে তবে এসকল হারামজাদাদের রাখার দরকার কি?
এর সাথে নাই আইন,নাই প্রয়োগ।
উপরে পরিবারের কথা একটু লিখতে গিয়ে ডট ডট দিয়ে রেখেছিলাম। সেটা হল,সেখানে প্রদর্শন আছে,প্র্যাকটিস আছে,আইন আছে এবং আইনের প্রয়োগ আছে বলেই ঘরের মেম্বাররা ঘর পরিষ্কার রাখে এবং এক সময় তা অভ্যাসে হয়ে যায় বলেই এটা চলমান ধারা হিসেবেই আছে যেমনটা আছে ইউরোপ আমেরিকায়।
জনগণ ইচ্ছা করে কখনোই করবে না যতক্ষণ রাষ্ট্রযন্ত্র অনুকরণীয়,কর্মঠ এবং কঠোর না হবে।
পৃথিবীর কোথাও এমন মিরাকল কখনোই হয়নি।
০৬ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:১১
চির চেনা বলেছেন: ১০ বছর ইউরোপে আছি -==== এরা ডাণ্ডায় পড়ে ঠাণ্ডা হয়ে করেছে প্র্যাকটিস --- একটা সভ্যতা দাড় করিয়েছে === তারপরও এদিক সেদিক করতে চায় --- কিন্তু আছে সিসি ক্যামেরা আর আইনদের প্রয়োগ --- ---- এটা মানতেই হবে ==
২| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩০
খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন। বাস্তব কথা। +
০৬ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:১১
চির চেনা বলেছেন: ১০ বছর ইউরোপে আছি -==== এরা ডাণ্ডায় পড়ে ঠাণ্ডা হয়ে করেছে প্র্যাকটিস --- একটা সভ্যতা দাড় করিয়েছে === তারপরও এদিক সেদিক করতে চায় --- কিন্তু আছে সিসি ক্যামেরা আর আইনদের প্রয়োগ --- ---- এটা মানতেই হবে ==
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:৪০
ঢাবিয়ান বলেছেন: একদম বাস্তব কথা।
০৬ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:১১
চির চেনা বলেছেন: ১০ বছর ইউরোপে আছি -==== এরা ডাণ্ডায় পড়ে ঠাণ্ডা হয়ে করেছে প্র্যাকটিস --- একটা সভ্যতা দাড় করিয়েছে === তারপরও এদিক সেদিক করতে চায় --- কিন্তু আছে সিসি ক্যামেরা আর আইনদের প্রয়োগ --- ---- এটা মানতেই হবে ==
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:০৭
রাজীব নুর বলেছেন: আপনি সঠিক কথাই লিখেছেন।
আপনার সাথে আমি একমত।