![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙ ডাকে
ঝুমুর ঝুমুর বৃষ্টি
টাপুর টুপুর কল কলা কল
বর্ষা রাণীর কৃষ্টি।
পুকুর ডোবা নদী নালা
জলের মেলার বাহার
বর্ষা রাণীর বাহির শাসন
হচ্ছে ঘরে আহার।
ভেন্না পাতার ছাউনি মাথায়
ছেঁড়া পটের কিশোর
দুরন্ত সব জল প্রাণীদের
যেন নতুন বাসর।
পাতায় লতায় স্নান চলে
উৎসবেরই জোয়ার
জসিমুদ্দির আসমানিদের
এমনিই খোলা দুয়ার।
চপল মেয়ে আঙ্গুল ছুড়ে
পাপড়ি মেলে চায়
মন বসে না পড়ার ঘরে
খোঁজে কিছু উপায়।
দুর্ভোগের বান ছেয়ে দেয়
অঝোর ধারার বৃষ্টি
রাজার ঘরে সবই সুখ
প্রজার মলিন দৃষ্টি।
গুড়ি বৃষ্টি,ঝোড়ো বৃষ্টি
বাহারি আহা বৃষ্টি
আবার তুমি এসো কিন্তু
অপূর্ব হে সৃষ্টি !
২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১১
চির চেনা বলেছেন: আনন্দিত
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১২
চির চেনা বলেছেন: ভালোবাসা
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫০
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ বৃষ্টির শব্দ ব্যাঙের ডাক----------------
২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৩
চির চেনা বলেছেন: মিস করছি এমন কিছু
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৫
কালো যাদুকর বলেছেন: শীতকালে বৃস্টির কবিতা- ভাল হয়েছে।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪৯
চির চেনা বলেছেন: শীতের দিনে যদি বৃষ্টির হানা আসে তবে সেখানে দৃষ্টি দিতে মানা কি দাদা !!
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
নার্গিস জামান বলেছেন: সুন্দর
৬| ০৫ ই জানুয়ারি, ২০২০ ভোর ৬:৪৯
খায়রুল আহসান বলেছেন: রাজার ঘরে সবই সুখ
প্রজার মলিন দৃষ্টি,
রাজা নই, তবুও চাই
অসময়ের এই বৃষ্টি!
কবিতা ভাল লেগেছে +।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৪০
(লাইলাবানু) বলেছেন: ভালো লাগল কবিতা ।