![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুরন্ত আমার সেই দিনগুলোর
পড়ন্ত বিকেল বেলা,
উড়ন্ত মনের নানা খেলগুলোর
বাড়ন্ত রঙ্গিন মেলা।
সোনাঝরা সেই আলো আধারির
মনকাড়া শত স্মৃতি,
বাঁধনহারা কচি হৃদ মাজারের
পাগলপারা কত গতি!
আহা ! সেই মাঠ,সেই মেঠো পথ
তাহা ডাকে আজো আকুল,
যাহা আমার খেলিতো বাহুডোরে
ইহা আমারে করে ব্যাকুল।
০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৫৩
চির চেনা বলেছেন: কল্পনায় দেখার চেষ্টায় আছি ----
২| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩২
নুরহোসেন নুর বলেছেন: ভাল লাগলো স্মৃতিচারণ,
আহা মধুমাখা শৈশব।
০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৫৪
চির চেনা বলেছেন: আমার বোনের তোলা ছবি দিয়ে নিজের ছবি আঁকতে চেয়েছিলাম
৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৪
চির চেনা বলেছেন: ধন্যবাদ
৪| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৫
সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল স্মৃতি কথা ।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৫
চির চেনা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০২০ ভোর ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
আচ্ছা, সুসময় তা'হলে ছিলো জীবনে!