![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বীকার করছি,বেশ কষ্টের অসুখ,যন্ত্রণার তবে আমাদের কাছে তার চেয়ে বেশী আতঙ্কের।
কিন্তু আতঙ্ক কি বাস্তবে নাকি আমাদের অতি উৎসাহী অজ্ঞ অপপ্রচার!
শতকরা ৯৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে এবং যাদের মৃত্যু হচ্ছে তাদের বেশীরভাগই বয়স্ক ও নানাবিধ পুরাতন রোগে আক্রান্ত।যারা পুরাতন রোগের ধকলকেই সহ্য করতে হিমশিম খাচ্ছে,তারাই মৃত্যুর মিছিলে যোগদান করছে।এর সাথে আরেকটি বিষয় হল প্রথমদিকে মানুষের পাত্তা না দেয়ার মত অবহেলা এবং তাচ্ছিল্যের সুর।সময়ের সাথে সাথে দেশগুলো যখন গুছিয়ে নিয়েছে জনগণ তখন নিজদের দিকে মনোযোগ দিয়েছে এবং নতুন অন্ধকার আলোতে রূপ নিচ্ছে।
সেই সাথে আরেকটি কথা না বললেই নয়,প্রতিদিন যে আক্রান্তের খবর শুনতে পাচ্ছেন তার বেশীরভাগই যে ঘরে বসেই ভালো হচ্ছে তা কি জানেন?
অনেক রোগী যারা পরিসংখ্যানে আসেনি এবং ঘরে বসেই ভালো হচ্ছে।এটা শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্য।
আমি নিজে যেদিন আক্রান্ত হলাম,ভয়ানক জ্বর আর মাথা ব্যাথায় বিধ্বস্ত হয়ে গেলাম।ও আরেকটি কথা,আমি এমন দেশ থেকে বলছি,যেখানে আক্রান্তের সংখ্যা ব্যাপক,মৃত্যুর মিছিল ও বড় এবং সুস্থ হওয়ার আনন্দ যাত্রাও অনেক অনেক লম্বা।
দীর্ঘ ১০ দিন ভয়ানক সমস্ত উপসর্গ গুলোর সাথেই যুদ্ধ করতে হল,এর পর থেকে একটা একটা কমতে থাকলো।মুখে স্বাদ না থাকা এবং নাকের স্মেল নেয়ার ক্ষমতা শূন্য হয়ে যাওয়া যে কি ভয়ানক সেই সাথে শ্বাস কষ্ট যেন ফাঁসির দড়ির মত লাগে।
ছোট্ট একটা কথা অবশ্য এর সাথে যোগ করতেই হয়।আমি আগে থেকেই ঠাণ্ডার রোগী।সারাবছর ঠাণ্ডা লেগে থাকে এমন ব্যাক্তি আমি।
আমার বন্ধু আমার সাথে একটা ফ্ল্যাটে থাকি।সবসময় আমাকে সাহস দিয়েছে।আমি প্রথম দিন থেকেই খেতে না পারলেও জোর করে সময় নিয়ে লেবু-লবণ উষ্ণ পানি,কালিজিরা,মধু,লবঙ্গ আর ভিটামিন সি টেবলেট খেয়েছি দিনে কয়েকবার করে।সাথে আইবুপ্রফেন টেবলেট,কফের সিরাপ কন্টিনিউ করেছি।তারপর আদা,রসুন,তেজপাতা,লবঙ্গ জ্বাল করে পানি খেয়েছি।বারবার এই পানি গুলো শরীরের ভিতরে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করেছে এবং চূড়ান্ত প্রদাহ থেকে মুক্তি দিয়েছে বলেই আমার বিশ্বাস।এর মাঝে চতুর্থ দিন এম্বুলেন্স কল করলেও তখন পর্যন্ত শ্বাস প্রশ্বাসের খুব বেশী কষ্ট না থাকায় তারা বাসায়ই থাকতে বলে এই কারণে যে হসপিটাল তখন ধারণক্ষমতার বাইরে চলে গিয়েছে।তাই একেবারে চূড়ান্ত ধাপের ছাড়া তারা কাউকেই হসপিটালে নিচ্ছে না।এভাবে সপ্তম দিন গিয়ে অবস্থা আরও খারাপ হল,জ্বর বেড়ে প্রায় ১০৫ এ চলে গেলো।সাথে শ্বাস কষ্ট এবং ডাইরিয়া।ডাক্তারের কাছে গেলে ডাক্তার হাইদ্রক্লরনিক ট্যাবলেট এবং এজিথ্রমাইসিন দেয়।যা করোনার চিকিৎসায় সেদিন ই অনুমোদন পেয়েছিল।কিন্তু এর সাইড এফেক্ট এতোটাই ভয়ানক হতে পারে যে নিকট ভবিষ্যতে একজন মানুষ তার যে কোন অঙ্গকে পঙ্গু হয়ে গেছে এমন দেখতে হতে পারে। তাই সবকিছু ঘেঁটে ঔষধ কে ছুড়ে ফেলে নিজের মনোবল আর নিজস্ব চেষ্টার উপর নজর দিলাম।
১১ তম দিনে আইবুপ্রফেন ছেড়ে দিলাম,বাদ দিলাম সিরাপও কিন্তু গ্যাস্ট্রিক এবং ডাইরিয়া তখন পেটের ভিতরে এক ব্যাপক যুদ্ধ শুরু করে দিলো।বাধ্য হয়ে ইস্মপ্রাজল,আদা,এন্টাসিড খেলাম।দুই দিন কন্টিনিউ করলাম।১৭/১৮ দিনের দিন থেকে ভালো অনুভব করা শুরু করলাম।
আস্তে আস্তে মনে হচ্ছিল যেন পুনর্জীবন ফিরে পেলাম।চোখের সামনে থেকে একটি যুদ্ধকে উপলব্ধি করলাম আর জীবনের পূর্ববর্তী রোগগুলোর সাথে তুলনা করে দেখলাম কতটা ভয়ঙ্কর যন্ত্রণার এ রোগ কিন্তু সেই সাথে এও দেখলাম যে এটা ভালো হয়ে যাওয়ার মত অন্য দশটা রোগ ভিন্ন আর কিছুই না।
মনোবল আর সচেতনতাই এর অন্যতম বড় ঔষধ।
প্রথম পর্বে একটি চমৎকার উদাহরণ দিতে ভুলেই গিয়েছিলাম।এক স্ত্রী তার করোনা আক্রান্ত স্বামীর পূর্ণ সেবার পর তার স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠার পরও স্ত্রী আক্রান্ত হয় নি।সাহস সঞ্চারের জন্য এই বাস্তবতাটি কম শক্তিশালী উদাহরণ নয়।
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৩
চির চেনা বলেছেন: আশার বাণী অনেক,কিন্তু নিরাশার ছায়াগুলো জমিয়ে মেঘ সৃষ্টি করে ফেলছে।
২| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: সুস্থ থাকুন , ভালো থাকুন
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৩
চির চেনা বলেছেন: ধন্যবাদ জানবেন।
৩| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: শিরোনামটা যেন কেমন!!!
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৭
চির চেনা বলেছেন: শিরোনামটা ইচ্ছা করেই কিছুটা বিদঘুটে দিয়েছি।তাতে অনেকেই হয়তো পড়তে পারবে এবং কিছুটা আইডিয়া পাবে। এটাই উদ্যেশ্য ছিল।
আপনাকে ধন্যবাদ,আরও শ্রুতিমধুর শিরোনাম সাজেস্ট করলে মাইন্ড করবো না,সাদরে গ্রহণ করা হবে।
৪| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪১ জন।
এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬০ জনে।
এছাড়া বাংলাদেশে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৭২ জনে।
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৭
চির চেনা বলেছেন: সাজানো সংসার,স্রস্টার করুণার মুখাপেক্ষী।
৫| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪২
নেওয়াজ আলি বলেছেন: সৌদিতে করোনায় আক্রান্ত শতকরা ৭৫জন বাংলাদেশী। ১৭ জন মারা গিয়েছে ।
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৮
চির চেনা বলেছেন: আল্লাহ্ হেফাজত করুক
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৮
ঢাবিয়ান বলেছেন: ঘরের ভেতর ঠান্ডার ঘরোয়া চিকিৎসার মাধ্যমেই সুস্থ হচ্ছে বহু করোনা রোগী। এটা অবস্যই আশাব্য্যঞ্জক একটি খবর।