| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইফতারের আরো দুই ঘন্টা বাকি। দুর্বল শরীর আর ক্লান্ত মস্তিষ্কে চিন্তা করতেছি, মানুষ কষ্ট করলে ইশ্বর এতো খুশি হয় কেন?
২|
০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার সন্তানকে বলিষ্ট করেত আপিন যখন তাকে জিম করান - আপনার খূশিটা কি নির্মম?
তার ভবিষ্যত সু-স্বাস্থ্যের দিকে চেয়ে আপনি কি আরো উৎসাহ দেন না- এইতো আরেকটু... কষ্ট! তুমি পারবে, তোমাকে পারতেই হবে নানা বাক্যে তাকে সাহস যোগান, নয়?
আপনি কি নিষ্টুর? না দায়িত্ববান?
মানুষের আত্মার মুক্তির জন্য মানুষের লাভের জন্যই আল্লাহ তেমনি মানুষের মুক্তির অনুশীলন করান। তাতে আল্লাহর লাভ ক্ষতি নেই। লাভ ক্ষতি মানুষেরই।
৩|
০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
আরাফাত নিলয় বলেছেন: রোজার নামে না খেয়ে থাকলেই যে ইশ্বর খুশী হবে এমন ভাবনা ভাবা ভুল। এ ধরণের রাজী-খুশীর ব্যপারগুলো মানুষের আবিস্কার।
ইশ্বর খুশী হবে, এই ধরাধামে আপনি আপনার মৃত্যুর পূর্বেই যদি এমন কিছু রেখে যেতে পারেন যার উপকারিতা অনেকদিন মানুষ ভোগ করবে, তবেই ইশ্বর খুশী হবার কথা।
ইশ্বরের প্রতি বিনীত কি দুর্বিনীত তাতে ইশ্বরের কিছুই আসে যায় না। ইশ্বর আওয়ামীলীগ বা বিএনপি না যে তার প্রতি বিনীত না হলে সোজা জেলখানা। ইশ্বর সম্ভবব মহাজ্ঞানী নিরুত্তাপ কোনো কিছু।
কষ্ট না করে, বেশি বেশি তাদের চুলায় আগুন জ্বালান, যাদের ঘরে খাবার নেই।
৪|
০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: " ইশ্বর" বানান ভুল, ঠিক করুন। ( ঈশ্বর)
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৫
চাঁদগাজী বলেছেন:
তিনি নিজেই আপনাকে জানাবেন