নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় হবেই.... www.onirban.org

ডাস্টবিনের গাড়িটা আসার সাথে সাথেই দৌড়ে যায় ছোট্ট একদল বিচ্ছু বাহিনী। আর ঝাপিয়ে পরে ময়লার স্তুপের উপর। তারপর প্রতিবারের মত শুরু হয় তাদের গুপ্তধন উদ্ধারের মিশন। বস্তির পাশে পরে থাকা উঁচু ময়লার স্তূপ থেকে কুড়িয়ে পাওয়া ভাঙ্গা খেলনা গুলো নিয়েই তাদের স্বপ্ন এঁক

onirban.org

একার পক্ষে কোন সামাজিক বা মানবতার কাজ করা অনেক কঠিন । একার পক্ষে অনেক ক্ষুদ্র কিন্তু যদি একটা ভালো টিম হয়ে কাজ করা যায় তবে সেটা ক্ষুদ্র ক্ষুদ্র থেকে বৃহত্তর ।\\nঅনির্বাণ এর লক্ষ্য-ছড়িয়ে ছিটিয়ে থাকা সেচ্ছেসেবীদের কে এক প্লাটর্ফমে এক করা । যদিও সেটা খুব কষ্ট সাদ্ধ্য ব্যাপার কিন্তু আপনিও চেষ্টা করলে সম্ভব \n\nhttp://onirban.org/

onirban.org › বিস্তারিত পোস্টঃ

বাঁচবে সোহানুর - হারতে দিবো না মানবোতা ! ( সবার কাছে একটি মানবিক আবেদন ) শিমন কে বাঁচাতে এগিয়ে আসুন ।

০৬ ই মে, ২০১৫ দুপুর ২:১৮

আমাদের বন্ধু সোহানুর রহমান
(শিমন),রোল-১২৩০৫৫. রাজশাহী প্রকৌশল
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(রুয়েট)
কম্পিউটার সায়েন্স অ্যান্ড
ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয়
বর্ষের মেধাবী ছাত্র। মেধার জোরে
ভর্তি হয়েছিল আমাদের এই
ক্যাম্পাসে,ইচ্ছে ছিল একজন ভালো
কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে।রেজাল্টও
অনেক ভালো এবং অনেক ভালো একজন
প্রোগ্রামার সে।পড়াশুনা চালাতে
ব্যাংকের শিক্ষা লোনে দুইটা বছর বেশ
ভালই চলেছে তার। কিন্তু হুট করে গত ৫
এপ্রিল ২০১৫ তারিখে রাজশাহী
মেডিক্যাল কলেজে কিডনি টেস্ট করতে
গিয়ে ধরা পরে, তার দুইটা কিডনি
অকেজো! !
ডাক্তার অতি দ্রুত তাকে সেদিনই
ডায়ালাইসিস করাতে বলে।৪৮ ঘন্টার
ডায়ালাইসিসে তাকে ৫০ টা স্যালাইন
এবং ৩ ব্যাগ রক্ত দেওয়া হয়।যেখানে
একজন সাধারন মানুষের শরীরে
ক্রিয়েটিনিনের পরিমান 0.6 - 1.4 mg/
dlসেখানে দেখা যায় তার শরীরে এই
পরিমান 12.5 mg/dl ,খুব বেশী অস্বাভাবিক
পর্যায়ের।ডাক্তার বলে দিয়েছেন অতি
দ্রুত তার দুইটা কিডনিই ট্রান্সপ্লান্ট করতে
হবে।সিঙ্গাপুর নিয়ে গেলে খরচ পড়ে
৬০-৭০ লক্ষ টাকা।দরিদ্র পিতা-মাতার
মাথায় এ যেন বাজ পড়লো।গ্রামে বাবার
ক্ষুদ্র এক কাপড়ের দোকান আছে। যে
ছেলে পড়াশুনা করত শিক্ষা লোন নিয়ে
তার ফ্যামিলির পক্ষে কি এত টাকা
ম্যানেজ করা সম্ভব?
অসহায় মা,নিজের কিডনিই দিয়ে দিতে
চেয়েছিল তার ছেলেকে।কিন্তু ব্লাড
প্রেসার থাকায় তার মায়ের কিডনি
নেওয়া যাবেনা, ডাক্তার বলে
দিয়েছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ
ভারতে এই চিকিৎসা প্রায় ২৫ লক্ষ টাকায়
সম্ভব।তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
যে,ভারতেই তাকে চিকিৎসা করানো
হবে।কিন্তু তার পরিবারের পক্ষে এত
টাকা ম্যানেজ করা একেবারেই অসম্ভব।
তাহলে কি শিমন এই জগৎ ছেড়ে চলে
যাবে শুধুমাত্র কিছু টাকার অভাবে?
না,তা হতে দেওয়া যায়না।শিমন
বাঁচবে,তাকে বাঁচাবো আমরা।তার মৃত্যু
মানে গোটা মানবতার মৃত্যু।একজনের
পক্ষে এত টাকা দেওয়া অসম্ভব ঠিকই কিন্তু
আমরা সবাই মিলে চেষ্টা করলে
অনায়াসেই এই টাকা উঠিয়ে ফেলতে
পারি।তার পাশে রয়েছে তার
বন্ধুরা,শ্রদ্ধেয় শিক্ষকেরা এবং তার
জেলা মেহেরপুরের সবাই,আমরা,
আপনারা আর সৃষ্টিকর্তা।সময় খুব কম, কিন্তু
টাকার অংকটা যে অনেক বড়।শিমনকে এখন
রাজশাহী মেডিক্যাল থেকে স্থানান্তর
করা হচ্ছে ঢাকায়।
আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা
শিমনকে বাঁচাবোই,ফিরিয়ে আনবো
আমাদের রুয়েটে।একজন হবু
ইঞ্জিনিয়ারকে বাঁচাতে আপনারা সবাই
এগিয়ে আসুন।শিমনের জন্য আর্থিক সাহায্য
পাঠানোর ঠিকানাঃ
বিকাশ নাম্বারঃ (সবগুলো পার্সোনাল
নাম্বার)
# মেহেরপুর =01723864662,
01797-273885,
01836-353911,
01716-187602,
01767-853839(বর্তমানে নম্বরটি এমাউন্ট
লিমিট ক্রস করায় বিকাশ অন্য তিনটি
নম্বরে করার অনুরোধ)
ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং-
01938-4656345
(বিকাশ এবং মোবাইল ব্যাংকিং এ টাকা
পাঠানোর পর অবশ্যই ফোন করে কনফার্ম
হয়ে নিবেন সবাই)।
# প্রবাসী ভাই বোনদের জন্যে আমাদের
পেপাল অ্যাকাউন্টঃ [email protected]
**যারা পাঠাবেন তাঁরা অবশ্যই
সাবজেক্টে এইটা লিখবেন " Donation for
Shimon"
ব্যাংক একাউন্টঃ
Account name: MD. Sahanur Islam(মোঃ
সাহানুর ইসলাম)
ACCOUNT NUMBER:
228.151.29050(২২৮.১৫১.২৯০৫০)
DUTCH-BANGLA BANK, JHENAIDAH BRANCH ,
BANGLADESH
চিকিৎসার যাবতীয় ডকুমেন্ট পাবেন
এখানে- http://goo.gl/demW0T
# সংগ্রহীত অর্থের পরিমান ও উৎস জানতে
ক্লিক করতে পারেন গুগল ডকের এই
লিঙ্কেঃ
http://goo.gl/dRE526
যে কোন প্রয়োজনে যোগাযোগঃ
_______________________
মাহাফুজুর রহমান বাপ্পী – 01767853839
আশিকুজ্জামান মিন্টু- 01928243598
শাহেদুজ্জামান বিপ্লব - 01927017747
আশিষ কুমার ঘোষ- 01719511148
পাপন রায়-01745618694
সার্বিক সহযোগিতায়ঃ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ

অনির্বাণ

অনির্বাণ ফ্যান পেজঃ ফেসবুকে অনির্বাণ

শিমনের শারীরিক অবস্থা আপডেট করে জানানো হবে ইনশাআল্লাহ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.