![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাকরণ (পড়ুন ব্যাকাকরণ) এর প্রতি আমার অনাগ্রহ ছিল ছোটবেলা থেকেই। তা বাংলাই হোক অথবা ইংরেজি।
ক্লাসের প্রথম সারির স্টুডেন্টরা যখন এ প্লাস নিয়ে নিয়ে ব্যাস্ত, তখন আমি প্রার্থনায় রতঃ খোদা, একটু টেনে খালি পাশটা করাইয়া দাও।
আজ এতো বছর পরেও ব্যাকরণ আমার পিছু ছাড়েনি। স্টুডেন্টকে পড়াতে আগে নিজে পড়ে নিতে হচ্ছে আর্টিকেল, প্রিপজিশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস।
জগৎ বড়ই রহস্যময়।
কবি বলেছেন, "পড়তে হয়, না হলে দেরীতে হলেও পড়তে হয়।
২| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৪
অনির্ণেয় অন্তরক বলেছেন: এটা ভেবে ভেবেই এখন আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি। বাট টিউশানিতে গিয়ে আর পার পেলাম না। পড়তেই হল।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:০৯
বিডি আইডল বলেছেন: এটা ভেবে ভেবে আমি এখন কানাডিয়ান সিনিজেন। আমি জীবনে কোন ইংরেজী কোর্স বা সার্টিফিকেশন পরীক্ষা (টোফেল ইত্যাদি) দেই নি। কানাডাতে পড়তে আসার সময়ও সেটা বড় কোন সমস্যা হয় নি
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩২
বিডি আইডল বলেছেন: একটা অপ্রয়োজনীয় বিষয় এটা। কোন ভাষাতেই কথা বলার জন্য ব্যকরণের কোন প্রয়োজন পড়ে না...লিখতে গেলে কিছুটা জানতে হয়।