![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন টেম্পুতে বসে পূর্ণ মনোযোগের সহিত ফেসবুকিং করছিলাম। সেকারণেই হয়তো পাশে বসা রমণীর দিকে তাকানোর প্রয়োজনবোধ করিনি।
মনোযোগের ব্যাঘাত ঘটিয়ে তিনি তার ব্যাগ থেকে একখানা দামী মোবাইল বাহির করে অতঃপর তিনিও ফেসবুকিং শুরু করেন। এইক্ষণে আমার মনোযোগ আমার কাছ থেকে সরে পাশের রমণীর মোবাইলে স্থানান্তরিত হয় এবং ফলাফল সরূপ কোন এক ফাঁকে তার আইডির নাম খানা আমার চোখে পড়ে।
নাম, "হিমুর রূপা"।
এইবার প্রয়োজনবোধ করলাম রমণীটিকে দেখবার। তৎক্ষণাৎ ঘাড় ফিরিয়ে রমণীর দিকে তাকালাম এবং তারপর অন্তর থেকে একটি কথাই কেবল ধ্বনিত হতে লাগলো, "কেমন সুন্দর চেহারা, নাম রাখছে পেয়ারা"।
হুমায়ূন আহমেদের হিমু সিরিজ পড়ার কারণে রূপার একটা কাল্পনিক চরিত্র আমার মনে এঁকে নিয়েছি।সেখানে রূপার পরনে থাকবে হালকা নীল শাড়ি, হাতে নীল সাদা কাঁচের চুড়ি, খোপায় মাধবীলতা।
রমণীদের প্রতি অনুরোধ, যত্রতত্র "হিমুর রূপা" নামখানা ব্যাবহার করিয়া আমার মত সহজ সরল যুবকদের দ্বিধায় ফেলিবেন না।
২| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৭
আলম দীপ্র বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৩
অপূর্ণ রায়হান বলেছেন: হুমায়ূন আহমেদ তাহলে এই শিখিয়ে গিয়েছেন আপনাদেরকে ! বাহ !!!!!!!!!!!