![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণিত নিয়ে আমার পড়ালেখা। গনিতের সহজ সমীকরণের আকারে মিলছেনা আমার জীবন। জীবনের সিম্পল হিসাব নিকাষই মিলাতে যেখানে ব্যর্থ সেখানে কিভাবে মিলাব লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন? অনুভূতির রৈখিক সমীকরণকে ডিফারেন্সিয়েট করতে করতে তা এখন ধ্রুব পদে এসে পৌঁছেছে।
অনুভূতিহীন এই অবস্থার একটা অন্যরকম মজা আছে। কারো প্রতি টান থাকেনা। চোখে আঙ্গুল দিয়ে কেউ যদি দেখিয়েও দেয় তুই একটা ইডিয়ট; হাসতে হাসতে বলি, কারেক্ট।
©somewhere in net ltd.