নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনির্ণেয় অন্তরক

অনির্ণেয় অন্তরক

খুব সাদামাটা একটি ছেলে আমি। হয়তো অথবা নয়তো।

অনির্ণেয় অন্তরক › বিস্তারিত পোস্টঃ

মাধবির জন্মদিন

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। ইলশে গুঁড়ি বৃষ্টি রোহানের ভালো লাগেনা। রোহানের ভালো লাগে ঝুম বৃষ্টি। ঝুম বৃষ্টিতে আকাশের দিকে চোখ বন্ধ করে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে রোহানের।

ঝুম বৃষ্টি হলে রোহান আজও তাই করত। তাতে হয়ত মায়ের হাতে বকুনি খেত। মাধবির হাতেও বকুনি খেত। কিন্তু এখন ঝুম বৃষ্টি নেই। ইলশে গুড়া বৃষ্টি তে তাই ফুল স্পিডে ফ্যান ছেড়ে শুয়ে আছে।

আজ মাধবির জন্মদিন। মাধবি রোহানের ভালোবসার মানুষ। এখন থেকে তিন বছর আগে মাধবির সাথে পরিচয়। সেই থেকে আঠার মত লেগে থাকে দুইজন দুইজনের সাথে।

মাধবির জন্মদিন গুলো খুব ঘটা করে পালন করে রোহান। না, দামী কোন রেস্টুরেন্ট এ গিয়ে দামি কোন গিফট দিয়ে নয়। দুজন দুজনের হাত ধরে বসে থাকে অনেকক্ষণ। এটাই নাকি মাধবির সবচেয়ে বড় গিফট।
অবশ্য রোহান তেমন কিছুই দিত না মাধবিকে। কারন রোহানের কাছে টাকা নামক কগজটি খুব কমই থাকত। মাধবিরও এই নিয়ে কোন অভিযোগ ছিলোনা। কখনো কিছু চাইতেও না। একবার শুধু কাঁচের দুই জোড়া চুড়ি চেয়েছিল। নীল আর সাদা রঙ এর। এই দুট রঙ রোহানের খুব প্রিয়। কারনে অকারণে রোহান তাও দিতে পারেনি।

রোহানের হাতের আঙ্গুল নিয়ে খেলা মাধবির খুব পছন্দের। সুযোগ পেলেই রোহানের আঙ্গুল নিয়ে খেলতে থাকে। মাধবির গত জন্মদিনে রোহানের আঙ্গুল নেয়ে খেলতে খেতে বলে,
-রোহান, আমার গিফট কই?
- বল তোর কি লাগবে? যা চাবি তাই পাবি।
-যা চাইব তাই?
-হ্যাঁ, তাই।
-তাইলে আমার মাথায় হাত রেখে বল আমাকে ছেড়ে কোথাও যাবি না?
-না, যাবনা।
-দুই হাত রেখে বল।
-এই যে আমি আমার মাধবির মাথায় হাত রেখে বলছি আমি মাধবি কে ছেড়ে কোত্থাও যাব না। খুশি?
-খু-উউউব খুশি।
বুকে জড়িয়ে ধরে রোহান মাধবিকে। মাধবিও সঁপে দেয় নিজেকে রোহানের কাছে।

আজ এক বছর পর মাধবির জন্মদিনে রোহান ফুল স্পিডে ফ্যান ছেড়ে কাঁথা গায়ে শুয়ে আছে। মাধবির জন্মদিন সেলিব্রেট করছে এখন আরেক জন। তার বর। রোহান জানেনা তারা এখন কেমন আছে। হয়ত ভালো আছে। হয়ত না।

তবে রোহান মিথ্যা বলেনি। তার কথা রেখেছে। তাকে হারিয়ে হয়ত আজীবনের জন্যই পেয়েছে ।
কেউ একজন বলেছিল ,কেউ পেয়ে হারায়। আবার কেউ হারিয়ে পায়। রোহান হয়ত তাদেরই দলে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: কেউ পেয়ে হারায়। আবার কেউ হারিয়ে পায়।

শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.