নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনির্ণেয় অন্তরক

অনির্ণেয় অন্তরক

খুব সাদামাটা একটি ছেলে আমি। হয়তো অথবা নয়তো।

অনির্ণেয় অন্তরক › বিস্তারিত পোস্টঃ

আরেকবার প্রপোজ করবে প্লিজ?

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

-ভালবাসবে?
-না।
-কেন?
-তার উত্তর কি দিতে কি আমি বাধ্য?
-না, তা নয়।

আরো কিছুদিন পর,
-আমি সত্যিই তোমাকে ভালবাসি।
-কিছু করার নেই আমার।
-আমাকে ভালবাস।
-আপনি যেতে পারেন।

আরো বেশ কিছুদিন পর,
-লজ্জা লাগে না আপনার পিছে ঘুরতে?
-যাকে ভালবাসি তার পিছনে পিছনে ঘুরতে লজ্জা কি?
-এতো বেহায়া কেন আপনি?
-ভালবাসার জন্য না হয় একটু বেহায়া হলাম।
-বাংলা সিনেমার ডায়ালগ।
-আপনাদের ছেলেদের স্বভাব এতো বিচ্ছিরি! ছি!
-(নীরব)
-ভং ধরছেন?
-(নীরব)
-শরম বলে কিছু থাকলে আশা করি আর ফোন দিবেননা আমাকে।

বেহায়া ছেলেটি আবারো ফোন দেয় মেয়েকে এবং আবারো অপমানিত হয় মেয়ের বড় বোনের কাছ থেকে।

গভীর রাত। ফোনের ভাইব্রেশনে ঘুম ভাঙ্গে ছেলেটির।
-হ্যালো?
-একটা রিকুয়েস্ট রাখবে?
-(দীর্ঘশ্বাস) হু,বল।
-আমাকে আরেকবার প্রপোজ করবে প্লিজ?
-ভালবাসি।

ফোনের ওপাশে কান্নার অস্ফুট আওয়াজ ছেলেটি শুনতে পায় স্পষ্ট।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৭

মাতাল ভাবনা বলেছেন: this is the end of the story ?????????? :O

২| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১৮

অনির্ণেয় অন্তরক বলেছেন: শুরু এবং শেষ কিছুই নেই এটার।

৩| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮

একনীল বনসাই বলেছেন: ভালবাসার জন্য না হয় একটু বে........... হলাম।

৪| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:১৬

অনির্ণেয় অন্তরক বলেছেন: প্রেমে পড়লে এসব কিছু মাথায় থাকে না। হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.