নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনির্ণেয় অন্তরক

অনির্ণেয় অন্তরক

খুব সাদামাটা একটি ছেলে আমি। হয়তো অথবা নয়তো।

অনির্ণেয় অন্তরক › বিস্তারিত পোস্টঃ

রাশিফল

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

আমি রাশিফলে বিশ্বাসী নই। আজগুবি লাগে আমার এগুলা। এই যেমন,বেশ কিছুদিন আগে আমার রাশিফলে দেখলাম, দুরের যাত্রা শুভ। বাট পথিমধ্যে আমার মানিব্যাগ গায়েব।

আমি বৃশ্চিক রাশির জাতক। কোন একটা বইয়ে দেখেছিলাম বৃশ্চিক রাশির জাতকদের কিছু বৈশিষ্ট্য। তাতে লিখা ছিল, বৃশ্চিক রাশির জাতকরা কখনও অর্থ সংকটে ভোগে না। যদিও তাদের নির্দিষ্ট কোন আয়ের উৎস নেই।

এই জিনিসটা আমার সাথে খাপে খাপে মিলে গেছে। নির্দিষ্ট নয় তবে বিভিন্ন উৎস থেকে টাকা আসে আমার পকেটে। এই যেমন আজ বাজারে করতে গিয়ে ১৫৩ টাকা বেঁচে গেছে। এবং এই ১৫৩টাকাই আমার পকেটে। তারপর ভাগিনা জেএসসি পরিক্ষায় এ প্লাস পাওয়া উপলক্ষে মা বলল ২৫০টাকার মাঝে ভালো মিষ্টি আনতে। আমি দোকানে গিয়ে দেখি ভালো মিষ্টি ২০০টাকা দিয়েই পাওয়া যায়। এখান থেকে ৫০ টাকা লাভ।

এভাবেই কেটে যাচ্ছে আমার দিন। ভাবতেসি পড়ালেখা করে আর কি করব। এভাবে টুকটাক ইনকাম দিয়ে যদি বউ চালানো যায়, চাকরি করতে যাব কোন দুঃখে!!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

নেবুলা মোর্শেদ বলেছেন: ভাই রাশি আর ফল জ্যোতিষদের খাওইয়া দেন.।।।

২| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৯

অনির্ণেয় অন্তরক বলেছেন: পারলে তো তাই করি ভাই।

৩| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৮

 বলেছেন: :-B :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.