নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনির্ণেয় অন্তরক

অনির্ণেয় অন্তরক

খুব সাদামাটা একটি ছেলে আমি। হয়তো অথবা নয়তো।

অনির্ণেয় অন্তরক › বিস্তারিত পোস্টঃ

দূরে যাওয়ার সাহসী গল্প

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫

কাছে আসার গল্প অথবা কাছে আসার সাহসী গল্প দেখি। পুকুর পাড়ে হাতে রেখে বসে থাকতে দেখি অথবা রাস্তায় হাতে হাত ধরে হেঁটে যেতে দেখি অথবা রিক্সায় উচ্ছ্বাসিত দু'জোড়া চোখ দেখি অথবা সাদা পাঞ্জাবী পরা ছেলেটিকে লাল গোলাপ হাতে আকাশী শাড়ি পড়ে আসবে বলে মেয়েটির জন্য অপেক্ষা করতে দেখি অথবা বাহুডোরে বেঁধে রাখতে দেখি অথবা সারাজীবন একসাথে থাকার কথা দিতে দেখি।

দূরে চলে যাওয়ার সাহসী গল্পগুলো আড়ালে চলে যায়। আমরা দেখি না। একটা চাকরীর জন্য ভালবাসার মানুষটির সাথে আর সংসার করতে না পারার কষ্টে বদ্ধ রুমে বসে থাকা ছেলেটির খবর কেউ রাখে না। সাদা শার্ট কালো প্যান্ট,হাতে ফাইল নিয়ে উঁচু অফিসটির দিকে হতাশা নিয়ে তাকিয়ে থাকা ছেলেটির খবর কেউ রাখে না। মধ্যবিত্ত পরিবারে বাবার পেনশনের টাকা দিয়ে পড়া ছেলেটির অসহায়ত্ব কেউ বুঝে না। কেউ বুঝবে না।
"প্লিজ!কিছু একটা কর। আমার বিয়ে হয়ে যাচ্ছে।" আতংকিত এই কথাগুলোর মানে কেউ বুঝে না। কেউ বুঝবে না।

কপোত কপোতীরা আকাশে উড়ুক। তারা ভালো থাকুক। কারেন্টের তারে বসে থাকা কাকটি একাই থাকুক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.