নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনির্ণেয় অন্তরক

অনির্ণেয় অন্তরক

খুব সাদামাটা একটি ছেলে আমি। হয়তো অথবা নয়তো।

অনির্ণেয় অন্তরক › বিস্তারিত পোস্টঃ

ঝগড়াটে ভালবাসা।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

-বাবা বল স্বরে অ। স্বরে অ-তে অজগর।
-স্বরে অ। স্বরে অ-তে অজগর।
-স্বরে আ। স্বরে আ-তে আজগর। আজগর ওই আসছে তেড়ে।
-নিলয়!! আজগর বাবুর নানুর নাম। আর বাবুকে এখনই তোমার সাগরেদ বানিও না। পরে তোমার ছেলের বউকে পস্তাতে হবে।
-তার মানে পস্তাচ্ছ তুমি ?
-তাই বলেছি আমি? তোমার অভ্যাস এমনিতেই খুব খারাপ। গায়ে পড়ে ঝগড়া বাঁধাও।
-ঝগড়া আমি বাঁধাই না;ঝগড়া বাঁধাও তুমি। আচ্ছা তুমি কি জন্মগত ভাবে ঝগড়াটে নাকি ট্রেনিং প্রাপ্ত?
-হ্যাঁ আমি ঝগড়াটে। তো পড়ে আছো কেন আমার সাথে? যাও ভালো দেখে আরেকটা বিয়ে কর গে।
-ন্যাড়া বেল তলায় একবারই যায়।
-আমি চললাম বাপের বাড়ি।
-সাজুগুজু করতে বেশি টাইম নিও না। সিএনজি আনলে বেশিক্ষণ ওয়েট করবে না।
-আমার আর সাজুগুজু! একটা লিপস্টিক কিনে দিয়েছ কোনদিন? হাঁড় কিপটা বর জুটেছে কপালে।
-আজই কিনে দিব। ভূত দেখিনা যে ম্যালা দিন হইছে।
-
-আহা! আহা! কাঁদছ কেন? সরি সরি। এই যে কানে ধরলাম। আর রাগাবো না।
-সবসময়ই বল।
-তোমার কাঁদো কাঁদো মুখটা দেখতে বড় ভালো লাগে। বড় মায়া হয়।
-হইছে হইছে। ঢং নিষ্প্রয়োজন। বাবুকে পড়াও এখন ঠিক মত।
-বলছিলাম কি, পড়ানোর ফাঁকে বিট লবন মাখানো ডাল পুরি হলে মন্দ হতো না।
-আর কিছু?
-নাহ।
বাবা বল, স্বরে অ-তে অজগর। স্বরে আ-তে আজগর।


পরিশিষ্টঃ এক কাপ ভালবাসায় দু’চামচ খুনসুটি নিয়ে ভালো থাকুক ভালবাসা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০২

অতঃপর হৃদয় বলেছেন: হুম বেশ ভাল

২| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০২

অতঃপর হৃদয় বলেছেন: হুম বেশ ভাল

৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৩

অতঃপর হৃদয় বলেছেন: হুম বেশ ভাল

৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৫০

রক্তিম দিগন্ত বলেছেন: নিলয় নামটা পড়া থেকে বিচ্যুত করে দিল। লেখাটা সত্যি বলতে একঘেয়ে হয়ে গেছে। সাথে আরো একটু ঘটনা বাড়ালে মনে হয় ভাল লাগতো।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩১

ধমনী বলেছেন: ভালো লেগেছে।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

অনির্ণেয় অন্তরক বলেছেন: উৎসাহের জন্য ধন্যবাদ দাদা।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

অনির্ণেয় অন্তরক বলেছেন: আমরও তাই মনে হচ্ছে এখন। হয়েছে কি স্যার এর বোরিং ক্লাসের ফাঁকে মাথায় আসলো, লিখলাম। আগে পিছে খুব একটা ভাবিনি।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

অনির্ণেয় অন্তরক বলেছেন: ধমনী দাদাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.