নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনির্ণেয় অন্তরক

অনির্ণেয় অন্তরক

খুব সাদামাটা একটি ছেলে আমি। হয়তো অথবা নয়তো।

অনির্ণেয় অন্তরক › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

-আশ্চর্য?
-আশ্চর্য না। আচার্য্য।
-আশ্চর্য!!
-আবার কি?
-তুমি কি মনে কর আমার মাথা খারাপ হয়ে গেছে? আমি পাগল হয়ে গেছি? আমি কিছু বুঝিনা? আমি সব বুঝি, হুম।
তাই বুঝি?
-জ্বি তাই। তুমি আমাকে ঐ ঘরে নিয়ে আবার মারবে। অনেক জোরে জোরে মারবে। আমি ব্যাথা পেলেও তুমি মারবে। আমি কিছুতেই যাবনা ওই ঘরে। কিছুতেই না।
-ধুর বোকা। তোমাকে কেন মারবো আমি? কত্ত ভালোবাসি তোমাকে।
-খবরদার। ছুঁবে না বলছি। একদম ছুঁবে না আমাকে। রাফিকে বলে দিব আমি।মেরে তক্তা ভাঙবে তোমার। রাফি বলেছে তোমার থেকে দূরে থাকতে।
- আবার রাফি? তিতলি, বলোতো আমি কে?
-sorrrrrryyyy। রাগ কর কেন? আমি না তোমার বউ? বউ এর সাথে কেউ এমন রাগ করে?
-উহু। করে না। বউ এর সাথে রাগ করা যায়না। এবার চল।
-মারবে না তো?
-একদম না।
.
.
পরিশেষঃ অতঃপর তারা দুইজন একটি রুমে ঢুকে।
দরজায় সাঁটা ছিল একটি নাম।
‘ডাঃ নিতাই কুমার আচার্য্য।
মানুষিক রোগ বিশেষজ্ঞ।’

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

শাওন আকন্দ বলেছেন: আশ্চর্য আর আচার্য্য, ব্যপার টা মাথা ঘুরিয়ে দিলো কিন্তু নাম টা দেখে বুজে আসলো।

তাদের সম্পর্ক টা নিশ্চয়ই রোগী ডাক্তার?

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

অনির্ণেয় অন্তরক বলেছেন: জ্বি না দাদা। সম্পর্কটা হাজব্যান্ড ওয়াইফ। ওয়াইফ একটু মানুষিক ভাবে অসুস্থ। তাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে হাজব্যান্ড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.