নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনির্ণেয় অন্তরক

অনির্ণেয় অন্তরক

খুব সাদামাটা একটি ছেলে আমি। হয়তো অথবা নয়তো।

অনির্ণেয় অন্তরক › বিস্তারিত পোস্টঃ

টিপ

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪

শেষ যেবার তোমাকে দেখেছিলাম সেদিনও তোমার কপালের টিপটিকে ঠিক করে দিতে দিতে বলেছিলাম, টিপ পরা আর শিখলেনা তুমি!
তুমি কি ভেবেছিলে আমি জানিনা, শুধু হেসেছিলে।

আজ;যে আমি তোমার টিপ ঠিক করে দেওয়ার বাহানায় তোমাকে ছুঁয়ে দিতাম ,সে আমি আজ মুখোমুখি তোমার সামনে। আজ তোমাকে ছুঁয়ে দেওয়ার কোন বাহানা নেই। আজ তোমার কপালে টিপ নেই।

আমার খুব বলতে ইচ্ছে করছে, টিপ ছাড়া তুমি বেমানান। আমি তুমি আলাদা বেমানান। বেমানান তুমি আমি মুখোমুখি নিশ্চুপ। অবাধ্য ইচ্ছার টুঁটি চেপে ধরে নীরবতা ভাঙতে তাই আমি বললাম, কেমন আছো?

-এই আছি বেশ। ভালো আছি।
-বেশ ভালো আছো?
-দুপুর রাতে হঠাৎ ঘুম ভেঙে যদি তোমাকে ভেবে মন খারাপ হওয়াকে যদি ভালো থাকা বলে, তবে হ্যাঁ। বেশ ভালো আছি। তুমি কেমন আছো?
-আমি আছি যতটা ভালো থাকা যায়।
-জব করছো?
-নাহ। এখন চাকরীর বাজারে চাকরী অনেক দামী। এখন চাকরীর বাজারে ভালবাসা খুব সস্তায় বিক্রি হয়।

এরপর ঘড়ির কাঁটা অবরোধ এর মাধ্যমে কেটে গেলো অনন্তকাল। পৃথিবীর কোন অবরোধই অনন্তকাল ধরে হয় না। অবাধ্য ঘড়ির কাঁটারাও অবরোধ ভেঙে ছুটে চলছে সময়ের সাথে। নীরবতা ভাঙল তোমার প্রস্থানে।

-চলি। ভালো থেকো।
-শোনো।
-বলো।
-টিপ পরা ছেড়ো না। টিপ ছাড়া তুমি বেমানান।
-আমি তুমি আলাদা বেমানান।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

অভিজিৎ দাস বলেছেন: ভাল লাগলো । আরও ভালোর আশায় রইলাম ।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

ইয়াকুব আহসান বলেছেন: খুব সুন্দর হয়েছে। ভালো লাগলো।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

সনেট কবি বলেছেন: ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.