![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাঁপাকাঁপা শরীরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে কলি।
মেইন সার্কিট অফ করে অন্ধকার রুমে আশেপাশের সকল চ্যালাদের দুই চোখের মাঝ বরাবর গুলি করে মেরে ফেলা হয়েছে অভ্যস্ত হাতে । এবার কলির পালা।
কুখ্যাত খুনি কালা সোহাগ একই অভ্যস্ত হাতে অন্ধকারেই সিগারেট ধরিয়ে কলির মুখে ধোঁয়া ছেড়ে বললো :
-- জাস্ট একটা কারণ বল তোকে বাঁচিয়ে রাখার।
কলির একটা জবাবের উপরেই নির্ভর করছে কলির বাঁচা মরা। তুমুল আলোড়ন চলছে মস্তিষ্কের প্রতিটি নিউরন সেলে। প্রতিটি নিউরন সেলে পড়ছে একই সার্চ কমান্ড : বেঁচে থাকার একটা কারণ।
অবশেষে রেসপন্স করলো একটি নিউরন সেল।
- ভাই, আমি কখনো কারো ম্যাসেজের রিপ্লাইতে 'hmm' লিখিনাই।
-- তুই আমার বইন কলি, তুই আমার বইন। যা বাইত যা।
২| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪
নীল আকাশ বলেছেন: লাস্ট লাইনটা এমনও হতে পারত:
- সামুতে নতুন একাউন্ট খুলছি সেইদিন। আজকে সকালে মাত্র সেফ হলাম। জীবনে সামুতে প্রথম পাতায় আগে পোষ্ট দেই নাই................
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
অনির্ণেয় অন্তরক বলেছেন: কেমন হতে পারতো?
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮
রাজীব নুর বলেছেন: হা হা হা ---