![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেলাল এম রহমান এর ব্লগ। লেখার কোন কপিরাইট নেই।
এই কান্না কিন্তু আপনাদের ভোট চাওয়ার সময় কান্নার মত ফেইক না
তখন আমি চট্টগ্রাম সরকারী বানিজ্য কলেজে একাউন্টিং অনার্সে পড়ি। মনে হয় সালটা ২০০৮ এর জরুরী সরকারের সময়কালীন। ক্লাসে স্যারে ফিনান্স পড়াচ্ছেন। বলছেন এই যে তোমাদের ফেস ভ্যালু, ব্রেক ইভেন, ইপিএস, ডিভেডেন্ড, স্টক ইন্ডেক্স পড়াচ্ছি এগুলো যদি আরো ভাল করে এবং প্রাক্টিকালি বুঝতে চাও তাহলে তোমাদের শেয়ার বাজারে যেতে হবে। আমরা তখন এর আগা মাথা তেমন বুঝতামনা। যাহোক আস্তে আস্তে যখন বুঝা শুরু করলাম টার্মগুলো তখন এক সিনিয়র ভাইয়ের সাথে ভয়ে ভয়ে একদিন চলে গেলাম তৎকালীন ভনিক বাংলা যা এখন লংকা বাংলা ফাইন্যান্স নামে পরিচিত সেই ব্রোকারেজ হাউসে। আস্তে আস্তে সেখানে যাওয়া শুরু হল। সাথে ছিল এখন লন্ডন এইচএসবিসিতে চাকুরী করা বন্ধু সুলতান আর স্টানচাট বাংলাদেশের মামুন। যেহেতু আমরা শেয়ার বাজারের খুটিনাটি খুটিনাটি আগে থেকে জেনেছি সেহেতু আমি সাহস করে সেখানে একাউন্ট খুলে ফেললাম। আমার দেখা দেখি মামুন সুলতানও খুললো। এভাবে আমরা তিনবন্ধু অনেক এনালাইসিস করে তখন ফান্ডামেন্টালি খুবই শক্তিশালী ন্যাশনাল ব্যাংকের শেয়ার ক্রয় করলাম। আমি ১ লক্ষ টাকার মামুন সুলতান ৩ লক্ষ টাকার শেয়ার নিল। এরপর শুরু হল এক অন্যরকম উত্তেজনা। আমাদের টার্গেট আমাদের শিক্ষকের কথামত ডিভিডেন্ট এর দিকে। কারন কোম্পানি শক্তিশালী হল ভাল ডিভিডেন্ট আশা করা যায়। তাছাড়া বিগত বছর পর্যালোচনা করে দেখা গেল এনবিএল নিয়মিত ভালোই স্টক ডিভিডেন্ট দিয়ে আসছে। যথারীতি ভালোই ডিক্লারেশন এলো। ৫০ কি ৫৫% স্টক ডিভিডেন্ট দিল। আমরাতো খুশিতে আটখানা। ১ বছরে অনেক লাভ হতে যাচ্ছে। আমি ১ লাখে লাভ করলাম ১৫ হাজার টাকা। সন্তুষ্ট ছিলাম। তখন শেয়ার বাজারের আজকের ক্রেইজ ছিলনা। চলছিল ভালোই। নতুন সরকার এল। শেয়ার বাজারে বন্যার জোয়ারও এল। নতুন নতুন মানুষের আনাগোনা দেখা শুরু করলাম। টাকার বস্তা নিয়ে হাজির হতে লাগলো লোকজন। আমরা সাইডবেঞ্চে চলে গেলাম।
গ্রেফতার হচ্ছে বিনিয়োগকারী, অথচ লুটেরারা নিরাপদ
তারপর শুরু হল আসল খেলা। গুজুবে সয়লাব বাঁজার। এই কাল ওটা ডাবল হবে। ১ মাস পর তিনগুন হবে। ১ বছর পর ১০ গুন হবে। এভাবেই শেয়ার বেচাকেনা শুরু হয়ে গেল। আফসোস এসব গুজব ছড়ানো হত স্বয়ং স্টক এক্সচেঞ্জের সাথে জড়িত লোকজন এর মাধ্যমে। সরকারের কোন গা নেই। মানুষও ছুটছে পঙ্গপালের মত। আমরা যারা ফান্ডামেন্টাল দেখে বিনিয়োগ করছিলাম তাদের অবস্থাও নাজুক হতে লাগলো। কারন জ্যাকপটের মত টাকা তুলে নিচ্ছে নটন গজিয়ে উঠা বিনিয়োগকারীরা। নীতিমালা নেই বাজারে। যে যার মত টাকা লোপাট করছে। সরকারের কোন নজরদারী নেই। উল্টো সরকারী লোকজন এসবের সাথে দায়ী বলে তদন্তে বের হয়ে আসে। বাজারে আসে মহাপতন। যে সরকার তার আগে বিশ্ব অর্থনৈতিক পতন স্বত্বেও বাংলাদেশের শেয়ার বাজারে পতন না ঘটায় বাহবা কুড়াচ্চিল, নিজের প্রশংসায় নিজে পঞ্চমুখ ছিল সেই সরকার বলা শুরু করলো, শেয়ার বাজারের কোন দায়ভার সরকার বহন করবেনা। মন্ত্রী বললেন, পুজিবাজারে বিক্ষোভকারীরা বিনিয়োগকারী নয়,তারা ফটকাবাজ। হায় কি নির্মম পরিহাস। আপনাদের দায়ভারতো কেউ বহন করতে বলেনি। বিনিয়োগকারীরা দাবী করেছিল, যারা শেয়ার বাজারের টাকা লোপাট করে অট্টালিকা গড়েছে দেশে বিদেশে, যাদের নাম এসেছে তদন্ত রিপোর্টে তাদের ধরে বিচার করে বিনিয়োগকারীদের টাকা আবার বাজারে ফিরিয়ে আনা। না আপনার করলেন উল্টো। কফিনে শেষ ফেরেক মেরে দেয়ার মত আপনারা এক শেয়ালকে দিলেন শেয়ার বাজারের দায়িত্ব। যারা প্রমানিত ফটকাবাজ তাদের পদায়ন করা হল বাজারের গুরুত্বপুর্ন নীতি নির্ধারক পজিশনে। কি নির্মম তামাশাটাই না করলেন আমাদের সাথে। দুই হাজার তিন হাজার কোঁটি টাকার লেনদেন এখন নেমে এসেছে দুই তিনশ তে। এই হাজার হাজার কোঁটি টাকা কোথায় গেল?? কারা নিয়ে গেল? কিভাবে নিয়ে গেল?
আপনার অর্থমন্ত্রী আমাদের বলেছিল ফটকাবাজ। আপনার বিরাট ক্ষমতাধর অর্থ উপদেষ্ঠা বললেন শেয়ার বাজারের সামনে যারা প্রটেস্ট করে তারা সুনাগরিক নয়। আপনি এখনো এ ব্যাপারে মুখ খুলেননি। আজকে আপনার পুলিশ বাহিনী গতকাল থেকে চলে আসা অত্যন্ত শান্তিপুর্ন অনশন কর্মসুচিতে দিল হামলা। এভাবে আর কত দিন? নাগরিকদের প্রতিবাদের সকল পথ রুদ্ধ করার ফল কখনই ভাল ফল দেয়না। একভাবে না একভাবে তা প্রকাশ হবেই। সেই প্রকাশ শাসকগোষ্ঠীর জন্য খুবই খারাপ পরিনতি বয়ে আনবে। তাই এখনো বলি সাবধান হউন। সময় খুব একটা হাতে নেই। আজ অয়াল স্ট্রীট এর মত স্থানেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। পুঁজিপতিদের আক্রমণে দিশেহারা মানুষ দলে দলে নেমে এসেছে রাস্তায়। হয়ত এখানেও মানুষ সেই অপেক্ষাটির জন্য অপেক্ষা করছে। তাই একটু হলেও সময় দিয়ে ব্যাপারটি ভাবুন।
আমাদের এই কান্নার শব্দ, মৃত্যুকে আলিঙ্গন করার আর্তনাদ শুনার কেউ কি দেশে আছেন?
আমরা হেরে গেছি। আমাদের স্বাধীনতার অহংকার, গৌরব মাটিতে মিশে গেছে। হায়রে অভাগা জাতি আমরা !!
গ্রেফতার হচ্ছে বিনিয়োগকারী, অথচ লুটেরারা নিরাপদ
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৪১
অন্য হাওয়া বলেছেন: আপনাকে ধন্যবাদ
২| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:০৬
ম্যাজিক লাইট বলেছেন: আমাদের এই কান্নার শব্দ, মৃত্যুকে আলিঙ্গন করার আর্তনাদ শুনার কেউ কি দেশে আছেন?
আপনার এই চিক্কার পৌঁছে যাক প্রধানমন্ত্রীর কানে, এই আশাবাদ থাকলো।
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৪২
অন্য হাওয়া বলেছেন: আশা নিয়ে বসে থাকলাম।
৩| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:০৭
ভুদাই বলেছেন: আমরণ অনশন করলে লাভ হবেনা । কারন সিএমসি কামাল(লোটা কামাল) তো বলেছিলেন ৩০০০ পয়েন্ট এর কাছাকাছি আসলে বাজার সাভাবিক হবে। উনার কথার প্রতিফলন না হয়ে কি পারে !!!! না হলে উনারা আবার শেয়ার কিনবেন কি করে।
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৫১
অন্য হাওয়া বলেছেন: সে পথেই যাচ্ছে
৪| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:০৭
নাযীর আহমদ বলেছেন: আপনার এই চিক্কার পৌঁছে যাক প্রধানমন্ত্রীর কানে, এই আশাবাদ থাকলো।
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৫৫
অন্য হাওয়া বলেছেন: আশাবাদী। কারন প্রধানমন্ত্রী বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে চান দারিদ্রতা দূর করার মাধ্যমে। আশা করি তিনি আমাদের দরিদ্র করবেন না।
৫| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:০৮
বোকা মামু বলেছেন: আর কোন বৈঠক নয়, আর কোন আশ্বাস নয়
এবার হয় মুক্তি নয় মৃত্যু
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০০
অন্য হাওয়া বলেছেন: সারা দুনিয়ার মানুষ আর পুঁজিপতিদের বিরুদ্ধে নেমেছে। এখানেও নামবে।
৬| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:০৮
ক্রস ফায়ার০০৭ বলেছেন: শল্পী হায়দার হোসেনের স্বাধীনতা গানটা মনে পড়তেছে। আমরা সাধারণ জনগণ সত্যি স্বাধীনতা পায়নি। বিএনপি ৫ বছরের স্বাধীনতা পায় আর আওয়ামীলীগ ৫ বছর পায়। সাধারণ মানুষ পরাধীনই রয়ে গেল। ডিজিটাল সরকার ডিজিটাল চোখ দিয়ে জনগণের দূর্ভোগ দেখেনা।
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০০
অন্য হাওয়া বলেছেন: ধন্যবাদ
৭| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:০৯
ক্রস ফায়ার০০৭ বলেছেন: লেখাটি স্টিকি করে সামু কতৃপক্ষ ব্লগারদের মাঝে যারা বিনিয়োগকারী আছে তাদের এবং পাঠকদের সাথে তাদের একাত্নতা জানাবে আশা করি।
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০১
অন্য হাওয়া বলেছেন: আশা করি
৮| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:০৯
নির্মল হাওয়া বলেছেন: শেয়ার বাজারে বিনিয়োগকারীদের শতকরা প্রায় ৯০ জন চাকুরীজীবি। ৫ শতাংশ গৃহিনী। শতকরা ২-৩জন ব্রোকার হাউজে গিয়ে কেনাবেচা করে থাকেন। এদের মধ্যে দু`চারজন হয়তো নিরুপায় হয়ে বিক্ষোভে অংশ নেন। অবশিষ্টরা লোকলজ্জার ভয়ে তা করতে পারেন না। তবে এদের অব্যাক্ত ক্ষোভ যেদিন বিক্ষোভে রূপ নেবে সেদিন আবার জনতার আদালত গঠিত হতে বাধ্য। গতকাল এক পুলিশ কর্মকর্তাকে বলতে শুনেছি, "চাকুরীর খাতিরে বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের লাঠি চার্জ করতে হয়, কিন্তু ইচ্ছে হয় বিক্ষোভের বড় ডিলটি আমিই ছুড়ি; মিশন থেকে আনা সব টাকাই শেয়ার মার্কেট শেষ করে দিল।"
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০২
অন্য হাওয়া বলেছেন: আপনার সাথে একেবারে ১০০ ভাগ সহমত
৯| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:১১
ম.মাসুম বলেছেন: এই কান্না কিন্তু আপনাদের ভোট চাওয়ার সময় কান্নার মত ফেইক না।
শালা- আমরা হলাম বোকার হদ্দ ............ ফেইক কান্না কোনটা আর আসল কান্না কোনটা তা ধরবার পারি না।...........................
আসলে আমরা ফেইক কান্নার জালে আটকা ,,,,,,,,,,,,,,,,,,,আর এখন আসল কান্না .............মনে হয়........................................!!!!!!!!!!!!!!!!!!!!!
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০৩
অন্য হাওয়া বলেছেন: আসলেই
১০| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:১১
নাযীর আহমদ বলেছেন: বোকা মামু বলেছেন: আর কোন বৈঠক নয়, আর কোন আশ্বাস নয়
এবার হয় মুক্তি নয় মৃত্যু
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০৩
অন্য হাওয়া বলেছেন: হয়ত
১১| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:১৩
নাযীর আহমদ বলেছেন: সামু তো অনেক লেখা স্টিকি করে তো এটা করলে দোষ কি ?
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০৪
অন্য হাওয়া বলেছেন: না করলেও সমস্যা নেই। সবাই কমবেশি এমনিতেই জানে।
১২| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:১৩
নির্মল হাওয়া বলেছেন: পোষ্ট স্টিকি করা হোক।
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০৯
অন্য হাওয়া বলেছেন: ধন্যবাদ
১৩| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:১৩
রফিকুজজামান লিটন বলেছেন: গ্রেফতার হচ্ছে বিনিয়োগকারী, অথচ লুটেরারা নিরাপদ । সহমত।
লেখাটি স্টিকি করা হোক।
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:১০
অন্য হাওয়া বলেছেন: ধন্যবাদ
১৪| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:১৪
নির্মল হাওয়া বলেছেন: রফিকুজজামান লিটন বলেছেন:
গ্রেফতার হচ্ছে বিনিয়োগকারী, অথচ লুটেরারা নিরাপদ । সহমত।
লেখাটি স্টিকি করা হোক।
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:১০
অন্য হাওয়া বলেছেন: অনেক ধন্যবাদ
১৫| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:১৭
ইবনে 'উমার বলেছেন: আমি দেড় বছর আগে ভালো মৌলভিত্তির শেয়ার কিনে বসে আছি, মুলধন এখন পর্যন্ত অর্ধেকেরও নিচে। আমিতো বিক্ষোভে যাই নাই। আমি কি ‘ফাটকাবাজ’? বক্তব্য পড়ে এটা বোধগম্য হলো, যাদের অঢেল অলস মানি আছে তারাই শেয়ারবাজারে থাকবে। পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারি বলে কিছু থাকবে না। এই ক্ষুদ্র বিনিয়োগকারিরাও কিন্তু ভোটার। এমন জনপ্রতিনিধি!!!!! অর্থমন্ত্রী!!!!!! অর্থনিতিবিদকে(?) আমরা তার ধিক্কার জানাই, আজ তার পদত্যাগ কামনা করি।
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:১২
অন্য হাওয়া বলেছেন: তারা কোন কাজ করতেতো পারেনি উল্টো বাজে কথা বলে মানুষের সাথে উপহাস করেছে
১৬| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৪১
সকাল>সন্ধা বলেছেন: আচ্ছা ভাই আমি এখন পর্যন্ত এক টাকাও বিনিয়োগ করিনাই এখনো ইচ্ছা গজিয়ে উঠেও নাই। যদিও আমি একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে চাকুরি করি। যাই হওক আপনাদের কাছে আমার প্রশ্ন যারা টাকা নিয়ে গেছে তারা আপইনের বাহিরে থেক কি নিয়ে গেছে? আর আপনারা ক্ষেত রক্ষার জন্য ছাগলকে না দোষে বেড়া ঠিক কেন করেন না? ছাগলের জন্য ক্ষেত হল খাদ্য সে খাবেই তাকে সুযোগ কেন করে দেয়া হয় খাওয়ার জন্য? কি ভাবে দেয়া হয় কারা দেয়?
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৪৪
অন্য হাওয়া বলেছেন: প্লীজ আরেকটু ডাইরেক্ট বললে উত্তর দিতে পারবো। আপনার কথা পুরোটা ক্লিয়ার হতে পারিনি।
১৭| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৪২
গেমার বয় বলেছেন: লেখাটি স্টিকি করা হোক।
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:১৬
অন্য হাওয়া বলেছেন: ধন্যবাদ
১৮| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৪৪
ইবনে 'উমার বলেছেন: লেখাটি স্টিকি করা হোক।
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:১৬
অন্য হাওয়া বলেছেন: ধন্যবাদ
১৯| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৪৬
অন্য হাওয়া বলেছেন: শেয়ারবাজারে শুঁটকির হাটে বিড়াল চৌকিদার: সুরঞ্জিত
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত শেয়ারবাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে। শুঁটকির হাটের চৌকিদারের দায়িত্ব দেওয়া হয়েছে বিড়ালকে। এভাবে হলে চলবে না।
আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা একই সঙ্গে সরকারকে সুযোগ দিতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৫৬
অন্য হাওয়া বলেছেন: মিঃ সুরঞ্জিত আপনার কথা মিডিয়ায় এসেছে 01:34:17 PM, আর আমি ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৫৮ আপনার কথার সাথে প্রায় কাছাকাছি একটা কথা বলেছি। তাই এদের শাস্তি দিন, দায়িত্ব থেকে সরিয়ে দিন।
২০| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৪৮
সকাল>সন্ধা বলেছেন: আচ্ছা ভাই আমি এখন পর্যন্ত এক টাকাও বিনিয়োগ করিনাই এখনো ইচ্ছা গজিয়ে উঠেও নাই। যদিও আমি একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে চাকুরি করি। যাই হওক আপনাদের কাছে আমার প্রশ্ন যারা টাকা নিয়ে গেছে তারা আইনের বাহিরে থেকে কি নিয়ে গেছে? আর আপনারা ক্ষেত রক্ষার জন্য ছাগলকে না দুষে বেড়া ঠিক কেন করেন না? ছাগলের জন্য ক্ষেত হল খাদ্য সে খাবেই তাকে সুযোগ কেন করে দেয়া হয়, খাওয়ার জন্য? কি ভাবে দেয়া হয় কারা দেয়?
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৫২
অন্য হাওয়া বলেছেন: আপনি আপনারা বলতে কি বিনিয়োগকারীদের বলেছেন নাকি নীতি নির্ধারকদের?
২১| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৪৯
শরীফ মহিউদ্দীন বলেছেন: পোষ্ট স্টিকি করা হোক।
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:১১
অন্য হাওয়া বলেছেন: ধন্যবাদ
২২| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৫৬
রাজিব বোকা বলেছেন: লেখাটি স্টিকি করা হোক।
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:১৬
অন্য হাওয়া বলেছেন: ধন্যবাদ
২৩| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০৩
সকাল>সন্ধা বলেছেন: আমার ক্ষুদ্র মাথায় যা ধরে- বিষয়টি খুব সোজা জার শেয়ার নিয়ে জুয়া খেলে তারা খেলবেই। তবে এখানে এস ই সি, ডি এস ই, সি এস ই কর্মকর্তা কর্মচারী জখন পকেট ভারি করে সমস্যা তখনই শুরু হয়।
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০৬
অন্য হাওয়া বলেছেন: এতক্ষনে ব্যাপারটা খোলাসা করলেন। বিশ্বের প্রাচীনতম ব্যবসার মধ্য ইনস্যুরেন্স এবং স্টক বিজনেস অন্যতম। কিন্তু স্বাধীনতার ৪০ বছরেও এটা নিয়ে এখনো সুনিদিস্ট আইন করতে পারেনি কোন সরকার। আর ব্যবসাতো থেমে থাকবেনা, আর সবাইতো শিক্ষিত হতে ব্যবসার জন্য সেটাও ফরজ না।
যেমন আমরা এত পরীক্ষা নিরিক্ষা করে ভাল শেয়ার নিয়েও ধরা খেলাম। কারন সামগ্রিক নীতিই লুটেরাদের পক্ষে।
২৪| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:১০
আমি মাসুদ বলেছেন: পোষ্ট স্টিকি করা হোক।
১৭ ই অক্টোবর, ২০১১ রাত ৮:১৯
অন্য হাওয়া বলেছেন: ধন্যবাদ
২৫| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৪৩
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: এবারের এক শেয়ার বাজারের দূর্নীতি স্বাধীনতা পরবর্তী সময়ে যেকোন দূর্নীতির থেকে বেশী,
এর জবাব হাসিনা সরকারকে অবশ্যই দিতে হবে
২৬| ১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৫৩
অাবু জাফর বলেছেন: পোষ্ট স্টিকি করা হোক।
১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৩৪
অন্য হাওয়া বলেছেন: ধন্যবাদ
২৭| ১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫০
অবহেলিত আমি বলেছেন: না এসব তার কানে এখনো যাবেনা কারন তিনি ক্ষমতার মোহে আচ্ছন্ন আছেন।
২৮| ১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৮
পদ্ম।পদ্ম বলেছেন: স্টিকি করা হোক।
২৯| ১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:২২
নাজমুল নয়ন বলেছেন: আপনারা কি ভুলে গেছেন প্রধানমন্ত্রীর কানে সমস্যা! চিক্কু পাইরা লাভ নাই গুতা দেন
৩০| ১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:২৩
দেখতাছি বলেছেন: পোস্ট স্টিকি করা হোক
৩১| ১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪৪
সুইট টর্চার বলেছেন: প্রধানমন্ত্রীর না হয় কানে সমস্যা, সামুর কানেও কি সমস্যা? না হলে এই লেখাটা এতক্ষণে স্টিকি হওয়া উচিত ছিল।কেননা অনেকদিন ধরে এটা একটা চলমান সমস্যা। সামুর উচিত এই লেখাটাকে স্টিকি করে হাজার হাজার বিনিয়োগকারীদের সাথে একাত্বতা প্রকাশ করা।
৩২| ১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪৮
ক্ষ্যাপা বালক বলেছেন: অসামাজিক ০০৭০০৭ বলেছেন: এবারের এক শেয়ার বাজারের দূর্নীতি স্বাধীনতা পরবর্তী সময়ে যেকোন দূর্নীতির থেকে বেশী,
এর জবাব হাসিনা সরকারকে অবশ্যই দিতে হবে
৩৩| ১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫৫
এ, জি, এম রবিউল হাসান মুক্তা বলেছেন: ভাইরে এইতো আমাদের স্বপ্নের সোনার 'ডিজিটাল' বাংলাদেশ। যা স্বাধীন বাংলাদেশ নামে সারা বিশ্বে পরিচিত ''গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ"। সত্যিই কি তাই??????
বাংলাদেশ সেই দিন স্বাধীন হবে, যেদিন এই দেশ থেকে পরিবার তান্ত্রিক রাজনীতি দূর করা যাবে। আসুন আমরা সবাই একযোগে এগিয়ে আসি। পরিবারতান্ত্রিক রাজনীতি পরিহার করে আগামী সংসদ নির্বাচনে "না" ভোট প্রদান করি।
http://www.muktamia.blogspot.com
৩৪| ১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:২৯
দিপুমাঝি বলেছেন: স্টিকি হক
৩৫| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:২৪
অনিক আহসান বলেছেন: সারা পৃথিবী পুজিপতিদের বিরুদ্ধে রুখে দাড়াচ্ছে..আমরা তখন ঘরে ক্যানো..
সবাই মিলা ঢাকা স্টক এক্সচেঞ্জ দখল কর...দুর্বিত্ত সরকার পদত্যাগ কর..
৩৬| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:২৪
সুখ বিলাস বলেছেন: হাসিনা,জয় এবং আওয়ামী লীগ এর কপালে ঝাড়ু
৩৭| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:২৫
সুখ বিলাস বলেছেন: অনিক আহসান বলেছেন: সারা পৃথিবী পুজিপতিদের বিরুদ্ধে রুখে দাড়াচ্ছে..আমরা তখন ঘরে ক্যানো..
সবাই মিলা ঢাকা স্টক এক্সচেঞ্জ দখল কর...দুর্বিত্ত সরকার পদত্যাগ কর..
৩৮| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:২৬
সুখ বিলাস বলেছেন: দিপুমাঝি বলেছেন: স্টিকি হক
৩৯| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:২৮
সুখ বিলাস বলেছেন: অাবু জাফর বলেছেন: পোষ্ট স্টিকি করা হোক।
৪০| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৩৩
সুখ বিলাস বলেছেন: ম্যাজিক লাইট বলেছেন: নিরেপক্ষ এবং সাবলীল ভাবে বিনিয়োগকারিদের দুঃখ তুলে ধরায় আপনাকে ধন্যবাদ।
লেখাটি স্টিকি করে সামু কতৃপক্ষ ব্লগারদের মাঝে যারা বিনিয়োগকারী আছে তাদের এবং পাঠকদের সাথে তাদের একাত্নতা জানাবে আশা করি।
৪১| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৪০
দৈত্য বলেছেন: শেষ চিকিৎসা--- এই একটা দাবী করলে হাসিনা যেকোন মূল্যে বাজার ঠিক রাখব
"বঙ্গবন্ধু স্টক এক্সচেন্জ"
নাম দিলে বাজার ভাল হতে পারে ( লসে মাথা ঠিক নাই)
৪২| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:১২
রায়হান রাহী বলেছেন: সুখ বিলাস বলেছেন: ম্যাজিক লাইট বলেছেন: নিরেপক্ষ এবং সাবলীল ভাবে বিনিয়োগকারিদের দুঃখ তুলে ধরায় আপনাকে ধন্যবাদ। লেখাটি স্টিকি করে সামু কতৃপক্ষ ব্লগারদের মাঝে যারা বিনিয়োগকারী আছে তাদের এবং পাঠকদের সাথে তাদের একাত্নতা জানাবে আশা করি।
৪৩| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২৯
ত্রিশোনকু বলেছেন: সাধারন মানুষের অস্তিত্বের স্বার্থে এ পোষ্টটি স্টিকি করা হোক।
৪৪| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৩৭
আশিকুর রহমান অমিত বলেছেন: পোষ্ট স্টিকি করা হোক
৪৫| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১২:৫৫
কামাল_কক্সবাজার বলেছেন: লেখাটা কেন স্টিকি হল বুঝলামনা।
বাংলা নিউজ২৪ এ দেখলাম এটা সন্ধ্যা থেকে লিড নিউজ।
৪৬| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১:০১
নেক্সাস বলেছেন: শোষিতের কান্না কোন শাষক কে বিচলিত করেনা যতক্ষন সে পুঁজিবাদী লুটেরাদের পৃষ্টপোষক। হাসিনা কাঁদছেনা। দাঁত কেলিয়ে বলছে দেশ ভাল আছে। খালেদা হলেও ঠিক একই কাজটা করত।
গন বিপ্লব ছাড়া এই অবস্থা থেকে মুক্তির পথ নাই।
Click This Link
৪৭| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১:১৮
কামাল_কক্সবাজার বলেছেন: সরি আমার মন্তব্য টাইপিং মিস্টেক এর জন্য।
লেখাটা কেন স্টিকি হলনা তা বুঝলামনা।
৪৮| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১:২১
ক্রস ফায়ার০০৭ বলেছেন: সুখ বিলাস বলেছেন: দিপুমাঝি বলেছেন: স্টিকি হোক
৪৯| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১:৩৫
গোফরান ডাকু বলেছেন: আমি কোন নিনিয়োগকারী নয়। কিন্তু আমার পরিবারের সদস্য আর অনেক বন্ধু শেয়ার মার্কেটে গিয়ে নিস্ব হয়েছে। শেয়ার বাজার সম্পর্কে তদন্তের ব্যাপারে যে ৩ জনের কমিটি গঠণ করা হয়েছিল সেখানে একজন ছিলেন আমার বড় ভাইয়ের অফিসের ডিজি। আমার বড় ভাই বলেন যে তদন্তে নাকি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম এসেছিল কিন্তু তারা সেটিকে তদন্ত হতে বাদ দেন। আর আমার ভার্সিটির যে বড় ভাইয়েরা বেক্সিমকো টেক্সটাইলে জব করেন তারা বলেন যে নির্বাচনের আগে বেক্সিমকো হতে ট্রাক ভরে ভরে টাকা নাকি নিয়ে যাওয়া হয়েছে। আর শেয়ার বাজার হতে সে টাকাই তারা আবার তুলে নিয়েছে।
৫০| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ২:০৭
বাতিল প্রতিভা বলেছেন: ক্রস ফায়ার০০৭ বলেছেন: সুখ বিলাস বলেছেন: দিপুমাঝি বলেছেন: স্টিকি হোক
৫১| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ২:২০
রবিন-৭৭ বলেছেন: স্টিকি হোক
৫২| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ২:২১
কানন শাহ বলেছেন: সামু কি মনে করছেন এইটা স্টিকি করবে....??
তবুও করার জন্য রিকোয়েস্ট কর্ছি....
৫৩| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৩:০০
সমুদ্র বিলাস বলেছেন: স্টিকি করা হোক
স্টিকি করা হোক
স্টিকি করা হোক
স্টিকি করা হোক
স্টিকি করা হোক
স্টিকি করা হোক
৫৪| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৩:০৩
হোসাইন মোঃ হাসান বলেছেন: ভালো লিখেছেন...
আনেকদিন আগে একটি পোস্ট দিয়েছিলাম মানুষকে সাবধান করার জন্য শেয়ার নিয়ে.।
একজন শেয়ার ইনভেস্টরের গল্প (সত্যি ঘটনা)
৫৫| ১৮ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:২৩
স্মার্ট গাই বলেছেন: ক্রস ফায়ার০০৭ বলেছেন: সুখ বিলাস বলেছেন: দিপুমাঝি বলেছেন: স্টিকি হোক
৫৬| ১৮ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:২৭
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: স্টিকি করা হউক
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:০৫
ম্যাজিক লাইট বলেছেন: নিরেপক্ষ এবং সাবলীল ভাবে বিনিয়োগকারিদের দুঃখ তুলে ধরায় আপনাকে ধন্যবাদ।
লেখাটি স্টিকি করে সামু কতৃপক্ষ ব্লগারদের মাঝে যারা বিনিয়োগকারী আছে তাদের এবং পাঠকদের সাথে তাদের একাত্নতা জানাবে আশা করি।