![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সারাদিন ই বাসায় বসে থাকি, কিন্তু মনটা টই টই করে কই কই ঘুরে... তারে আর ঘরে আনা হয়না আমার...
তোমার গায়ে নরম রোদ আয়েশ করে যখন গড়াগড়ি করে,
আমার গায়ে দগদগে ঈর্ষা ছোবল বসায়-
তোমার হাতের ছোঁয়ায় গীটারটা যখন উন্মাদীনি হয়,
আমি তার অশ্লীলতায় মুখ ঢাকি!
এই তো! আমার চেয়েও বেশি ভালোবাসো তুমি
এটা, ওটা আর সেটাকে!
আমি রাগে দপদপিয়ে আগুন জ্বালাতাম, আর তুমি হাসতে!
আমার কুচকানো ভুরুর মাঝেই ডুবিয়ে দিতে অমৃত..
তোমার বুকে আমার জায়গাটুকু ঘুরে ফিরে দেখে
রোজ দাগ কেটে যেতাম।
যেন ভুল করেও কারো চোখ না পড়ে যায়
তবু চোখ পড়লো.. আমার দেয়া দাগগুলোই ক্ষত হয়ে
হাহাকার করে উঠলো পালাবার পথ খুঁজতে খুঁজতে
ধুয়ে মুছে বারবার জড়ো করেছি তোমার আমার
ফেলে আসা স্মৃতিগুলো,
আর একবার ফিরে এসো তুমিও...
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৯
অন্যসকাল বলেছেন: ধন্যবাদ শোভন
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১১
স্নিগ্ধ শোভন বলেছেন: ১ম ভাললাগা।
শুভ কামনা রইলো।