![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সারাদিন ই বাসায় বসে থাকি, কিন্তু মনটা টই টই করে কই কই ঘুরে... তারে আর ঘরে আনা হয়না আমার...
চোখের পাতায় কাজল মেখে,
নরম নরম পলক ফেলে-
ঐ মেয়েটা!
শারীর আঁচল টানতে গিয়েও-
মনের ভুলে আর টানেনা,
ঐ মেয়েটা!
কিসের আশায় একই পথে
রোজ বিকেলে একলা হাঁটে
ঐ মেয়েটা?
চকচকে রোদ, কনকনে শীত,
বরষা-কাদা; সব ঋতুতে অটল থাকে
ঐ মেয়েটা।
গাছের পাতায়, ছাদের মাথায়
ঠিক যখনি সন্ধ্যে নামে-
চিল শকুনের লালায় ভেজা শরীর বিকোয়
ঐ মেয়েটা!
আচ্ছা কেন বুকটা চেপে আর কাঁদেনা
ঐ মেয়েটা?
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩২
অন্যসকাল বলেছেন: আরে ঐ মেয়েটাই তো!
২| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮
ইমন১২ বলেছেন: সুন্দর লিখেছেন।
২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৫
অন্যসকাল বলেছেন: ধন্যবাদ ইমন
৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর ছন্দময় কবিতা।
কিন্তু মেয়েটা কে?
৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৭
অন্যসকাল বলেছেন: আরে আপনার সামনে দিয়েই তো সেদিন হেটে গেলো!
আপনি ওকে দেখে একটু হেসেছিলেন মনে হয়! :#>
৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক গুলো মেয়েই হেসেছিল :!> ঠিক করে বলেনতো কোনটা
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
অন্যসকাল বলেছেন: অন্যরা হাসলে তো হবেনা। আপনি যাকে দেখে হেসেছিলেন সে! এখন আবার বইলেন মেয়েদের দেখলেই আপনার হাসি পায়! হি হি
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬
তামিম ইবনে আমান বলেছেন:
কোন মেয়েটা?