নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে পাঁচিল ভেঙ্গে তুমি আমায় মুক্ত করতে চেয়েছিলে, সে আমার নিজের হাতেই গড়া। তিল তিল করে উঁচু করেছি সে পাঁচিল... হয়েছি নিজের কাছে বন্দী

অন্যসকাল

আমি সারাদিন ই বাসায় বসে থাকি, কিন্তু মনটা টই টই করে কই কই ঘুরে... তারে আর ঘরে আনা হয়না আমার...

অন্যসকাল › বিস্তারিত পোস্টঃ

মাধবী লতা

২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

প্রিয় মাধবী লতা,
কেমন আছ তুমি? তোমার চিঠিটা আমি পড়েছি!
যদিও সে চিঠি আমার জন্য লেখা নয়!
তবু আমি পড়েছি, বারবার পড়েছি...
যদিও আমি জানি না চিঠিটা ঠিক কোন কালিতে লেখা!
আমার চোখ তো দেখেনি সে চিঠি!
তবু কি করে পড়লাম?

তোমার আঁচল থেকে ঝরে পড়া-
টুকরো টুকরো স্মৃতি জমা করেছি
মেঘের আঁজলায়...
তোমার কাজল চোখের লেপ্টে থাকা অভিমান থেকেও পেয়েছি,
আরও কিছু এলোমেলো শব্দ!
এখন আমি চাইতেই পারি তোমার প্রতিবিম্বের অস্তিত্ব।

আমার এই ভাঙ্গাচোরা আমাকে একটু জড়ো করবে?
তোমার পড়ার টেবিলে? তোমার ডায়েরীর পাতায়?
লিখবে আমায়? একটা সত্যিকারের চিঠি!
যে চিঠিতে নাক ডুবিয়ে গন্ধ নেয়া যাবে...
পুরনো হবার ভয়ে যে চিঠির পাতায় আমি ভাঁজ ফেলব না...
এক নিঃশ্বাসে পুরোটা পড়তে গিয়েও বারবার নিজেকে থামাবো...
যেন একবারে নিঃশেষ না হয়ে যায়...
একটা আনকোরা চিঠি চাই মাধবী... দেবে তো আমায়?

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

নুরএমডিচৌধূরী বলেছেন: আমার এই ভাঙ্গাচোরা আমাকে একটু জড়ো করবে?
তোমার পড়ার টেবিলে? তোমার ডায়েরীর পাতায়?
লিখবে আমায়? একটা সত্যিকারের চিঠি!
যে চিঠিতে নাক ডুবিয়ে গন্ধ নেয়া যাবে...
পুরনো হবার ভয়ে যে চিঠির পাতায় আমি ভাঁজ ফেলব না...
এক নিঃশ্বাসে পুরোটা পড়তে গিয়েও বারবার নিজেকে থামাবো...
যেন একবারে নিঃশেষ না হয়ে যায়...
একটা আনকোরা চিঠি চাই মাধবী... দেবে তো আমায়?

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭

অন্যসকাল বলেছেন: :)

২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঝরঝরে। গল্পের মতো সমান্তরালে চলেছে কবিতা। তবে তৃতীয় স্তবকে ঢুকতেই একটু হোঁচট খেয়েছি।

ভালো লাগা। শেষের লাইনটায় দুর্দান্ত একটা চাওয়া। আনকোরা চিঠি। +

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

অন্যসকাল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ রাজপুত্র :)

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

রাজেশ কুমার মাঝি বলেছেন: ভালো খুব ভালো লিখেছেন

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

অন্যসকাল বলেছেন: ধন্যবাদ মাঝি।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

রাশেদ রাহাত বলেছেন: খুব কষ্ট লাগে নিজের মধ্যে কবিতার গুণাবলী বপণ না করতে পারাই। তবে++++++

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২

অন্যসকাল বলেছেন: আমিও পারি না রাশেদ! এটা নিয়ে কষ্ট পেয়ে লাভ কি? চলেন রুবিক্স কিউব মিলাই

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

আজাদ মোল্লা বলেছেন:
তোমার আঁচল থেকে ঝরে পড়া-
টুকরো টুকরো স্মৃতি জমা করেছি
মেঘের আঁজলায়...
তোমার কাজল চোখের লেপ্টে থাকা অভিমান থেকেও পেয়েছি,
আরও কিছু এলোমেলো শব্দ!
এখন আমি চাইতেই পারি তোমার প্রতিবিম্বের অস্তিত্ব।
অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে ।

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২

অন্যসকাল বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য :)

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার কবিতা । প্রেমময় । ভাল লেগেছে ।

৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪

অন্যসকাল বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.