নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে পাঁচিল ভেঙ্গে তুমি আমায় মুক্ত করতে চেয়েছিলে, সে আমার নিজের হাতেই গড়া। তিল তিল করে উঁচু করেছি সে পাঁচিল... হয়েছি নিজের কাছে বন্দী

অন্যসকাল

আমি সারাদিন ই বাসায় বসে থাকি, কিন্তু মনটা টই টই করে কই কই ঘুরে... তারে আর ঘরে আনা হয়না আমার...

অন্যসকাল › বিস্তারিত পোস্টঃ

খুঁজে পাচ্ছি না

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২০

কড়কড় করে বিদ্যুৎ চমকালো! একটু পরেই গুমরে উঠবে আকাশ...
তোমার হাত টা কই? একটু ধরে রাখি?

রাস্তায় এতো গাড়ি কেন? এতো ভিড় আমার অসহ্য লাগে!
হারিয়ে যাব তো! একটু ছুঁয়ে থাকি?

উফ! এতো ঠান্ডা কেন? কুয়াশার চাদরটা এতো ভারী কেন?
তুমি কই? আমার ঠান্ডা হাতটা একটু ধরে থাকো না!

হরর ফিল্ম দেখেছি রাতে...
এখন আর ঘুম আসবে না... একটু পর পর কেঁপে উঠছি।
পাশে ঘুমন্ত তুমি! আলতো করে তোমার আঙুল ধরে রাখি?
ঘুম ভাঙ্গাবো না, সত্যি!!

মা... তোমার হাতদুটো নিয়ে চলে গেলে কেন মা?
ওটাই তো আমার লুকোনোর জায়গা ছিলো!
অভয়ারণ্য ছিল মা!
এখনো অনেক হাত দেখি।
আঙুল তুলে সে হাত শাসাতে জানে,
রেগে গেলে ওই হাতগুলো চড়ও বসাতে জানে!
খুশি হলে হাততালি দিতে জানে,
কিন্তু মা, এত গুলো হাত- একটা হাতও কি তোমার মতো
ভালোবাসতে জানে?

মনে আছে মা? তুমি যতবার আমার মাথায় হাত বুলাতে-
আমি সরে যেতাম... আর বলতাম,
" আমি কি ছোট্ট সোনামণি?"
তুমি অনেক হাসতে।
মা- আমি বুভুক্ষের মতো দাঁড়িয়ে আছি, মাথা নত করে,
আর একবার আমার মাথায় তোমার হাতের স্পর্শ পাবো বলে।
আর একবার সেই ছোট্ট সোনামণি হবো বলে।
হাতদুটো কোথায় লুকিয়ে রেখেছো মা?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০২

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: দারণ, মন ছূয়ে গেল

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

আরাফআহনাফ বলেছেন: "হাতদুটো কোথায় লুকিয়ে রেখেছো মা?" ----মন ছুঁয়ে গেল।
যতোই হোক , মা কে নিয়ে লেখাতো!

ভালো থাকবেন।

৩| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫১

মধ্য রাতের আগন্তক বলেছেন: অনুভূতিগুলো নিখাদ, প্রকট এবং শক্তিশালী। কিন্তু আমি নিশ্চিত নই, আপনি ঠিক কবিতা লিখতে চেয়েছেন নাকি গল্প ... ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.