নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জীবনের ছেঁড়া পাতাগুলো. . . . .

স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে

অনবদ্য অনিন্দ্য

মানুষ স্বপ্ন দেখে,জীবনকে গড়ে তোলতে চায় নিজের মতন করে।ঠিক এমন কিছু স্বপ্ন নিয়েই শুরু করছিলাম জীবনটা।কিন্ত ওই যে স্বপ্ন আর সাধ্যের মধ্যে যে ফারাক তা কমাতে পারি নি।বন্ধু-বৎসল আমি এখনো নিজের মনের মতো বন্ধু পাই নি।আবেগকে দমাতে পারি না, তাই কারো স্বার্থপরতা আমার কাছে অসহ্য লাগে!!তাই যখনি অনেক কষ্ট পাই,নিয়ে বসি নিজের লিখার খাতাটা।মনের সবটুকু দুঃখ উজার করে দেই তাতে।খুব মন খারাপ হলে কখনোই কাওকে পাই না,তাই হাটতে থাকি একা একা প্রিয় হলের ব্যালকনিতে।নিজের দেশ এর জন্য কিছু করার স্পৃহা আছে সবসময়।অলস সময়গুলো কাটে গান শুনে অথবা সিনেমা দেখে।আর জীবনের লক্ষ্য ,

অনবদ্য অনিন্দ্য › বিস্তারিত পোস্টঃ

ইয়ে, মানে মেয়েদের টিপ দিয়েন না :) :P(একটি লুলীয় পোষ্ট) ,আপুদের আর শিশুদের প্রবেশ নিষেধ

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

আগেই কইয়া নেই, কেউ মাইন্ড খাইলে এই পোষ্ট থেইক্যা ২ হাত দূরে থাকেন ! X( X( B-) B-)





আমার পরম দোস্ত ইতর পাপনের কাম হইতাছে পারলেই মাইয়াগো এইটা সেইটা দেয় !! :P :P



তো সেদিন এক কাহিনি হইছে । তার আরেক মেয়ে বন্ধু (নাম কইলাম না) রে নিয়া সে সেদিন আমাদের সামনে বসে আড্ডা দিতাছে ! হঠাত কইরা ওই মাইয়া কইলো , " জানিস দোস্ত , পাপন কত্ত ভালো বন্ধু ! আমারে ওঃ টিপ দিছে " । ;) ;) ;) ;)



আমি কইলাম , "খাইছে আমারে , এইটা তুই কি কস ?? ওঃ কবে তোরে টিপ দিলো ?? " ;) ;) ;) ;)



আমার সাথের সবগুলা ততোক্ষণে হাইস্যা খুন !! :P :P



সাথে সাথে ওই দোস্ত কইলো , " আরে , গাধা , আমি কপালের টিপের কথা কইতেছিলাম !! ওঃ আমারে লাল টিপের পাতা দিছে !! " X( X( X(



পাপন তো পোরাই বোকা হইয়া গেছে ! ওই ব্যাচারা হাসবো না কানবো সেইটাও বুঝতে পারতেছে না । X(( X(( :(( :((



মুরাল অব দ্যা স্টোরি ঃ মেয়েদের আর যাই দেন , টিপ দিয়েন না , ইয়ে মানে টিপের পাতা দিয়েন না , আর দিলেও সাবধানে দিয়েন আর কি ?? :D :D :D :)

মন্তব্য ৫৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

তিমিরবিদারী বলেছেন: :D :D :D :D :D :D B-) B-) B-) B-) B-) B-) B-)

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১

অনবদ্য অনিন্দ্য বলেছেন: আমরাও হাসতেই ছিলাম =p~ =p~ =p~ :)

২| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

গ্রাম্যবালিকা বলেছেন: :P :P

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭

অনবদ্য অনিন্দ্য বলেছেন: ইয়ে, গ্রাম্যবালিকা এখানে কেনো ? আপুদের তো প্রবেশাধিকার সংরক্ষিত করে দিছিলাম =p~ =p~ B-) B-)

৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

ইমরাজ কবির মুন বলেছেন:
আইস্যা, মুরাল অফ দা স্টোরি মনে রাখবো :|

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮

অনবদ্য অনিন্দ্য বলেছেন: হে হে হে, আপনারে বলে সিরিয়াস পাঠক । ধন্যবাদ মনে রাখার জন্য । =p~ :) :D

৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

আমি নষ্ট কবি বলেছেন: he he he

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:১৯

অনবদ্য অনিন্দ্য বলেছেন: মজা পাইছেন বুঝবার পারছি =p~ =p~ =p~

৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

সরোজ রিক্ত বলেছেন: হতাশ!!!

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:২০

অনবদ্য অনিন্দ্য বলেছেন: কেনো সরোজ ভাই ??!! মনটা খারাপ কইরা দিলেন :( :(( :|

৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

অচিন.... বলেছেন: hahaha

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:২১

অনবদ্য অনিন্দ্য বলেছেন: হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই ,
এই যে মোদের অচিন ভাইয়া হাসিয়া বেড়ায় !! =p~ ;) :-B

৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

শূন্য পথিক বলেছেন: মজা পাইছি! B:-/ B:-/ B:-/ B:-/

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:২১

অনবদ্য অনিন্দ্য বলেছেন: আপনাকেও মজা দিতে পেরে আমিও মজা পাইলাম =p~ =p~ :P :P

৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১

সুলাইমান হাসান বলেছেন: :-B :-B :-B :-B B-)) B-))

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩

অনবদ্য অনিন্দ্য বলেছেন: ধন্যবাদ ভাই । হাসতে থাকেন , আমিও আছি আপনার সাথে =p~ =p~ =p~ =p~

৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

রিমন রনবীর বলেছেন: লুলপোস্ট B-))

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩

অনবদ্য অনিন্দ্য বলেছেন: জোরে জোরে হাসেন ভাই । =p~ =p~ =p~ =p~

১০| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:১৯

মাক্স বলেছেন: :P:P:P:P:Pলুল

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:২৪

অনবদ্য অনিন্দ্য বলেছেন: =p~ =p~ =p~ =p~ লুল রে লুল , কি আর কমু ভাই । আমিও হাসতেই আছি

১১| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

ইমাম হাসান রনি বলেছেন: ব্লগে শিশু আসবে কোথায় থেকে । লুল । =p~ =p~ =p~ =p~ =p~

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:২১

অনবদ্য অনিন্দ্য বলেছেন: বাংলাদেশে ১৮ বছরের নিচে সবাই শিশু , আপনার বয়স ১৮ পার হইছে তো ??

১২| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩

sushama বলেছেন: "আপুদের প্রবেশ নিষেধ" এই সাইনবোর্ড থাকলেই আপুদের প্রবেশের নিশ্চয়তা বাড়ে :P :#)

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

অনবদ্য অনিন্দ্য বলেছেন: আপনার নাম দেখে তো আপু বলে সন্দেহ হইতেছে !! খাইছে আমারে ! ধরা খাইলাম না তো আবার !

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:
:D :D :D

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

অনবদ্য অনিন্দ্য বলেছেন: হা হা হা =p~ =p~ =p~ ;) ;)

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

দি সুফি বলেছেন: লুল মার্কা পুষ্টের লুল মার্কা লেখক B-)) B-))
আপনি কারে কারে টিপ দিছেন? :#) :#) =p~ =p~

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

অনবদ্য অনিন্দ্য বলেছেন: ইভাবে অপুমান না কইলে কি হতু না !!

থাক কি আর করার , আমি এসব টিপাটিপি করি না । লুল ।

আর এই দুনিয়ার সবাই কিন্তু লুল । সেই বাচ্চাকাল থেকেই =p~ =p~ =p~ ;) ;)

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

sushama বলেছেন: জি , আমি আপুই :)

০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

অনবদ্য অনিন্দ্য বলেছেন: আসলেই ভয় পাইছি !! মাইন্ড কইরেন না প্লিজ !!

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৪

দুঃখ বিলাসি বলেছেন: :D :D

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

অনবদ্য অনিন্দ্য বলেছেন: দুঃখ বিলাসীর মুখে হাসি ফুটাতে পেরে আমি আনন্দিত

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: আমি কৈলাম পুস্টে ঢুকি নাই ,পিলাচ বাটনেও টিপ দেই নাই /:)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

অনবদ্য অনিন্দ্য বলেছেন: আমার কি ভাগ্য , এত্তোদিন পরে এসে চেয়ারম্যান সাবরে পাইয়া গেলাম ! আপনি যে এই পোষ্টে পিলাচ দেন নাই আর ঢুকেন নাই এইটা কিন্তু আপনার মন্তব্য পইর‍্যা আমি বুইঝা গেছি ! ধরা খাইছেন ভাইজান ।

ভালো আছেন তো আপনি ?

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

গ্রামের মানুষ বলেছেন:
সবাই হাসে ক্যান বুজতে পারলাম না - একটু বুঝাইয়া কন তো দেখি ভাই @লেখক... বান্ধবীরে উপহার দেওনের মধ্যে এত হাসির কি আছে????

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

অনবদ্য অনিন্দ্য বলেছেন: সেটাই তো !! সবাই যদি গ্রামের মানুষের মতো সহজভাবে ভাবতো তাহলে কি আর হয় !! সবাই দিন দিন কঠিনভাবে চিন্তা করে মনে হয় । ঠিক কইছি না ভাইয়া ??

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

:) :) :)

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০

অনবদ্য অনিন্দ্য বলেছেন: হা হা হা !! =p~ =p~ =p~

২০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

আরজু পনি বলেছেন:

শিরোনাম দেখেই বুঝেছি কপালের টিপ ! B:-/

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০

অনবদ্য অনিন্দ্য বলেছেন: আপু , সবার হিউমার তো আপনার মতো ভালো না ! তাই অনেকেই ঢুকে বোকা হইয়া গেছে ।

ভালো থাকবেন আপু ।

২১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

শের শায়রী বলেছেন: চমৎকার হিউমার। ভাল লাগা জানিয়ে গেলাম

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১

অনবদ্য অনিন্দ্য বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ পড়ার জন্য । শুভাশীষ রইলো । ভালো থাকবেন

২২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

মোঃ আব্দুল মোমিন বলেছেন: B-) B-) B-) B-)) :P

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১

অনবদ্য অনিন্দ্য বলেছেন: =p~ =p~ =p~

২৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
টিপ দেয়া ভাল না :-P :-P ;)

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪১

অনবদ্য অনিন্দ্য বলেছেন: আরে তাই তো !! আমিও বলি , এটা ভালো ন।।হা হা হা

কেমন আছেন আপনি ?

২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২

্নিজাম জয় বলেছেন: বুঝলাম মেয়েদের টিপ গিফট করা যাইবো না :P :P :P

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

অনবদ্য অনিন্দ্য বলেছেন: সাবাশ ! সিনিয়রদের কাছ থেকে এভাবেই জানতে হয় । হা হা হা

২৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৭

সীমানা ছাড়িয়ে বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক, বিয়াপক লুলীয় :D

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

অনবদ্য অনিন্দ্য বলেছেন: লুলীয় দুনিয়াতে লুলীয়তাই শ্রেয় !! মজা করলাম । মাইন্ড খাইয়েন না আবার

২৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০

ঘুড্ডির পাইলট বলেছেন: বাপরে ! অখন থিকা আমিও দিমু না B:-)

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

অনবদ্য অনিন্দ্য বলেছেন: দিলে দিতে পারেন !! কিন্তু উনাকে বলবেন এভাবে যাতে আবার সবার সামনে লিক না করে !!

২৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

রুদ্র মানব বলেছেন: উপদেশখানা গুরুত্বেরশিত গ্রহণ করিলাম =p~ =p~ =p~

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪

অনবদ্য অনিন্দ্য বলেছেন: আমার উপদেশখানা গ্রহণ করিবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ

২৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: উরে বাপরে, টিপ??
জীবনেও দিবনা, শিক্ষামূলক পোস্ট উইথ হাসতে হাঁসতে গড়াগড়ি সহকারে পেলাছ! =p~ =p~ =p~

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫

অনবদ্য অনিন্দ্য বলেছেন: পিলাচ দেওয়ার জন্য আপনার জন্য ১ কেজি ভালোবাসা ! আর হাসির জন্য আমাকে বাকিটা ফেরত দিয়েন ।

ভালো থাকবেন । শুভকামনা রইলো

২৯| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭

ঘর জামাই বলেছেন: আমি খুব সিরিয়াস হইছিলাম । আমারে লুলীয় আনন্দ থেকে বঞ্চিত করার জন্য মাইনাচ ( - ) দিলাম ।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭

অনবদ্য অনিন্দ্য বলেছেন: হায় হায় ! এটা কি বলেন ঘর জামাই ভাই ??!! আপনারে প্রয়োজনে আবার খাওয়াবো ! লুলীয় আনন্দ দিয়ে আপনাকে তুষ্ট করা হবে কথা দিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.