![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ স্বপ্ন দেখে,জীবনকে গড়ে তোলতে চায় নিজের মতন করে।ঠিক এমন কিছু স্বপ্ন নিয়েই শুরু করছিলাম জীবনটা।কিন্ত ওই যে স্বপ্ন আর সাধ্যের মধ্যে যে ফারাক তা কমাতে পারি নি।বন্ধু-বৎসল আমি এখনো নিজের মনের মতো বন্ধু পাই নি।আবেগকে দমাতে পারি না, তাই কারো স্বার্থপরতা আমার কাছে অসহ্য লাগে!!তাই যখনি অনেক কষ্ট পাই,নিয়ে বসি নিজের লিখার খাতাটা।মনের সবটুকু দুঃখ উজার করে দেই তাতে।খুব মন খারাপ হলে কখনোই কাওকে পাই না,তাই হাটতে থাকি একা একা প্রিয় হলের ব্যালকনিতে।নিজের দেশ এর জন্য কিছু করার স্পৃহা আছে সবসময়।অলস সময়গুলো কাটে গান শুনে অথবা সিনেমা দেখে।আর জীবনের লক্ষ্য ,
আমার স্কুল জীবনের এক বন্ধু । নাম তার ফেলিপ (ছদ্মনাম) । সে এখন পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে । আমি বহু দিন ধরে দেখতেছি তার ফেবু প্রোফাইল পিক এ এক মেয়ের সাথে তার হাত ধরা হাতের ছবি ! দেখলেই মনটা ভইরা যাইত । গত কিছুদিন যাবত তার সেই পিক উধাও !! আমি বুঝলাম কাহিনি খারাপ কিছু হইছে । কিন্তু ওরে সামনে না পাইলে তো আর কিছু বুঝতে পারুম না । এইবার বাড়িতে গিয়ে তারে হাতে নাতে পাইলাম । কইলাম , “ কিরে, তোর কাহিনি কি ?? হাত উধাও হইলো ক্যামনে ?? “
বেচারা দেখি মন খারাপ কইরা বইস্যা আছে । হাতে সিগারেট নিয়া আকাশের দিকে তাকাইয়া আছে ! বুঝলাম , যা ঘটার ঘটে গেছে !
আমি কইলাম , “ কিরে , কথা কস না কেন ? আমারে বলার মতো হইলে বল ? “
প্রসংগত সে সেখানে শিবির বাদে অন্য এক ছাত্র সংগঠনের বেশ বড় নেতা । সে কইলো , “ ওই মেয়ের বিয়া হইয়া গেছে !! “
- “ আমি কইলাম , ওঃ তাহলে আর কি করবি ?? তোর তো এখনো মাস্টারস চলে , তুই তো ইচ্ছা হইলেও কিছু করতে পারতি না । বাদ দে । “
- হুম , তা হইতো না , কিন্তু সমস্যা হইছে অন্য জায়গায় । তারটা এরেঞ্জ মেরিজ না ।
আমি তো ভ্যাবাচেকা খাইয়া খেলাম । আমি আমতা আমতা কইরা কইলাম , মা- মানে কি??
ও কইলো , “ ওর এরেঞ্জ মেরেজ হয় নাই । ও পালাইয়া বিয়া করছে !! “
-আমি কইলাম , এটা কি কস ? এটা কেমনে হয় ??
- ভাই , এখন সব কিছুই হয় । ও পড়তো ঢাকায় । আমি প্রতি মাসে ওর সাথে দেখা করার জন্য ঢাকায় যাইতাম । কিন্তু ও আমারে বললো , আমি নাকি ওর জন্য কিছুই করতে পারি নাই ।
-আমি কইলাম , আমি আসলেই কিছু বুঝতেছি না । কিভাবে কি হইলো ??
তখন ও বললো , ওর গিফট করা শাড়ি পড়ে ওই মেয়ে তার নতুন বয় ফ্যান্ডের সাথে ডেটিং এ গেছে । কিন্তু সে অনেকবার অনুরোধ করেও তাকে সেই শাড়ি পরাইতে পারে নাই । আর সেই খবর তাকে দিয়েছে তার ঢাকার বন্ধুরা । সে বিশ্বাস না করলে তারা তাকে সেখান থেকেই (কোন এক কন্সার্টে) এম,এম,এস করে পাঠায় !
-তারপরে সে সেই মেয়েকে শেষবারের মতো ফোন দিয়ে জিজ্ঞেস করে , “ তুমি এই কাজটা কেনো করলা ?? “
সেই মেয়ে তাকে বলছে , “ এই ৪ বছরে তুমি আমার সাথে কি করতে পারছো ??!! “
সে সেই কথার মমার্থ পরে উদ্ধার করতে পারছে । সে জানতে পারে যে , সেই নতুন বয় ফ্রেন্ড এর সাথে সে হোস্টেলে রুম এ রাত কাটিয়েছে !!
আসলে কে যে কি চায় , সেটা বুঝা আসলেই দুষ্কর ! তাই সবাই লোন ডিস্টেন্সে প্রেম করার আগে সাবধান ।
বি,দ্রঃঃ এখানে কাউকে হেয় করার জন্য কিছু বলি নাই । আমি বলতে চাচ্ছি না যে সব মেয়েরাই খারাপ বা সব ছেলেরা খারাপ । যার খারাপ হওয়ার সে এমনিতেই খারাপ । ছেলেদেরও হয়তো এমন কাহিনি অনেক পাওয়া যায় । তাই কেউ আমাকে অহেতুক কথা বলিয়া বিব্রত করিবেন না ।
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩২
অনবদ্য অনিন্দ্য বলেছেন: ভাইরে, রিলেশন জিনিসটাই খারাপ । এটা লং হইলেও লাভ নাই, দুরত্ব না থাকলেও লাভ নাই । পেইন আর পেইন ।
২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:২৩
মাক্স বলেছেন: ইমরাজ কবির মুন বলেছেন:
এহহেহ, আমিতো আরো ভাবতাম লং ডিসটেন্স রিলেশান বেটার।দূরত্ব যত বেশী, মায়া তত বেশী কাজ করে।
ভুল সবই ভুল ||
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩২
অনবদ্য অনিন্দ্য বলেছেন: ভাই, হাসলেও চোখ দিয়া পানি বাহির হইতে বাধ্য !!
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৩
অনবদ্য অনিন্দ্য বলেছেন: ভাই, হাসলেও চোখ দিয়া পানি বাহির হইতে বাধ্য !!
৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৪৪
ইমরাজ কবির মুন বলেছেন:
আমার কিন্তু ১টা লং ডিসটেন্স রিলেশানের খুব ইস্যা মনে করেন।
স্কাইপে ভয়েস চ্যাট করবো "ঝান আই মিস হিউ,ঝান আই ওয়ান্ঠ ঠু সি হিউ"- এ ধরণের লুতুপুতু ন্যাকামো করতে মু্ন্সায় রে ভাই ||
৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৪৪
নূর আদনান বলেছেন:
৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:০১
আস্তআবাল বলেছেন:
সেই মেয়ে তাকে বলছে , "এই ৪ বছরে তুমি আমার সাথে কি করতে পারছো ??!! "
মাইয়ার চুলকানী যে বেশী ছিলো সেইটা আপনার বন্ধু বুঝতে পারে নাই ... সে মনে হয় অনেকের কাছে চুলকানী খাইয়া যার চুলকানীতে বেশী আরাম পাইছে হেরেই বিয়া করছে ...
৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:০১
মোমের মানুষ বলেছেন: আহারে লুলীয় ছ্যাকা
৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:০৭
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
সেই মেয়ে তাকে বলছে , “ এই ৪ বছরে তুমি আমার সাথে কি করতে পারছো ??!!
হেহেহেহে
৮| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫৫
মাথাল বলেছেন: সাধু... সাধু...
৯| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৫৭
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ধুর ভাই, এইসব কাহিনী পড়লে মনটা খারাপ হয়ে যায়।
১০| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৫৫
মুশাসি বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:১২
ইমরাজ কবির মুন বলেছেন:
এহহেহ, আমিতো আরো ভাবতাম লং ডিসটেন্স রিলেশান বেটার।দূরত্ব যত বেশী, মায়া তত বেশী কাজ করে।
ভুল সবই ভুল ||