![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ স্বপ্ন দেখে,জীবনকে গড়ে তোলতে চায় নিজের মতন করে।ঠিক এমন কিছু স্বপ্ন নিয়েই শুরু করছিলাম জীবনটা।কিন্ত ওই যে স্বপ্ন আর সাধ্যের মধ্যে যে ফারাক তা কমাতে পারি নি।বন্ধু-বৎসল আমি এখনো নিজের মনের মতো বন্ধু পাই নি।আবেগকে দমাতে পারি না, তাই কারো স্বার্থপরতা আমার কাছে অসহ্য লাগে!!তাই যখনি অনেক কষ্ট পাই,নিয়ে বসি নিজের লিখার খাতাটা।মনের সবটুকু দুঃখ উজার করে দেই তাতে।খুব মন খারাপ হলে কখনোই কাওকে পাই না,তাই হাটতে থাকি একা একা প্রিয় হলের ব্যালকনিতে।নিজের দেশ এর জন্য কিছু করার স্পৃহা আছে সবসময়।অলস সময়গুলো কাটে গান শুনে অথবা সিনেমা দেখে।আর জীবনের লক্ষ্য ,
পোষ্টটি তাদের কাজে আসতে পারে যারা মুরাদ টাকলার মতো এদমি এদমি করে !! যারা আমাদের মতো আছেন তাদেরও আশা করি কাজে আসতে পারে ।
ফেসবুকে লগইন করে সেটিং এর সাথে তালার মতো যেই আইকন আছে সেইখানে ক্লিকান । যেখানে ৩ টি অপশন আছে । এরমধ্যে "Who can see my stuff ?" এ যান ।
স্টেপ ২ :: "Who can see my stuff ?" এ ৩ টি অপশন আছে । এর মধ্যে মাঝের অপশনটি বেছে নিন । Use Activity Log ।
আপনি এই অপশনটিতে আপনার প্রোফাইল থেকে ইচ্ছে হলে সরাসরি যেতে পারেন । কভার ফটোর সাথেই অপশনটি দেওয়া থাকে ।
স্টেপ ৩ :: এক্টিভিটি লগ এ অনেক অপশন পাবেন বাম পাশে । তার মধ্যে Photos , likes , comments অপশনের পরে more এ ক্লিক করুন । এখানে আপনি Friends লিখা একটা অপশন পাবেন ।
স্টেপ ৪ :: এবার আপনি সেখানে দেখতে পারবেন কোন বন্ধু আপনার সাথে কবে বন্ধুত্বে জড়িয়ে পড়েছে ! দেখতে পারবেন কাদের কাদের আপনি বন্ধুত্বের রিকো করেছেন কিন্তু উনারা বিশাল ভাব মাইরা আপনারে ঝুলাইয়া রাখছে । প্রতি মাসের প্রতি দিনের হিসেব দেখানে দেওয়া আছে । সমস্যা হচ্ছে আপনাকে একটা একটা করে রিকোয়েস্ট বাদ দিতে হবে ।
স্টেপ ৫ : : এইভাবে আপনি প্রতিটা বন্ধুত্বের রিকো চেক করে যারা যারা আপনাকে পেন্ডিং এ রেখেছেন তাদেরকে বাদ দিন । সেই প্রোফাইলে এ ঢুকে রিকো ক্যান্সেল করুন ।
এই পদ্ধতির অপকারিতা হচ্ছে আপনাকে সবার প্রোফাইলেই একবার করে ঘুরে আসতে হবে । একটু সময় লাগবে ।
আর উপকারিতা হচ্ছে কাউকে পটাতে চাইলে বলতে পারেন , জানো আমি তোমার সাথে আমার বন্ধুত্বের তারিখসহ মনে রেখেছি ! সেখান থেকে কবে পাঠিয়েছেন এবং কবে বন্ধু হয়েছেন দুইটাই দেখতে পারবেন ।
শুভ ফেসবুকিং সবাইকে । ব্লগে অনেক অনেক দিন পরে লিখলাম । যারা এদমি ভাইয়া আর আপু আছেন , বেশি করে এই পদ্ধতি ব্যবহার করেন । অনবদ্য এই পদ্ধতি ব্যবহার করে আপনারা সহজেই ফেসবুক কর্তৃপক্ষকে ফাঁকি দিয়া মাসে মাসে হাজার হাজার রিকো পাঠাতে পারবেন । কিন্তু কেউ আপনার নিন্দা করবো না । আপনি অনিন্দ্য হইয়া যাইবেন
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১২
অনবদ্য অনিন্দ্য বলেছেন: ওয়েলকাম আপনাকে
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪১
রসায়ন বলেছেন: হা হা । এড মি ওয়ালাগো দৌরাত্ন্য বেড়ে যাবে আপ্নার এই পোস্ট দেখলে !
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১২
অনবদ্য অনিন্দ্য বলেছেন: হা হা হা ! হইতে পারে :প
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫১
অণুষ বলেছেন: ভালো একটা জিনিস জানাইলেন, আগে জানা ছিলনা,। ধন্যবাদ
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৩
অনবদ্য অনিন্দ্য বলেছেন: যাক , একজনের অন্তত কাজে আসছে ! ভালো থাকবেন
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯
লোডশেডিং বলেছেন: ফেসবুক সম্পর্কে অনেক কিছু জানার আছে। যেহেতু আপনি একজন ফেসবুক বিশেষজ্ঞ তাই আপনার কাছে জানতে চাই। কারো বন্ধু রিকোয়েস্ট একেসেপ্ট করলাম না। তারপরও সে দেখি আমার সব স্ট্যাটাস জেনে যায়। এটা রোধ করা কিভাবে সম্ভব?
০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আপনার স্ট্যাটাস আপডেটগুলো আপনি মনে হয় পাবলিক দিয়ে রেখেছেন । প্রতিটা স্ট্যাটাসের প্রাইভেসী দেওয়া যায় । সেখানে আপনি যেই স্ট্যাটাসগুলো আপনার বন্ধুবাদে অন্য কাউকে দেখাতে চান না , স্ট্যাটাস লিখার পরে নিচে ডানদিকে পাবলিক এর জায়গায় ফ্রেন্ডস দিন ।
আরেকটা ব্যাপার হচ্ছে , আপনি কি ফলোয়ার অপশন চালু করে রেখেছেন ? যদি করে থাকেন , তাহলে আপনাকে যারা বন্ধুত্বের রিকো পাঠায় তারা তাদের হোম পেজে আপনার সব পাবলিক আপডেট পাবে । ওইভাবেও দেখতে পারে । এটা থেকে বাঁচার উপায় আগের পদ্ধতি । একান্তই যদি এমন কেউ হয় যে আপনাকে রিকো পাঠিয়েছে কিন্তু আপনি তাকে ফলোয়ারে রাখতে চান না , তাহলে উনাকে ব্লক করে আবার আন-ব্লক করে দিন ।
আশা করি কাজে আসবে । তবে আমি ফেসবুক ব্যবহারকারী , বিশেষজ্ঞ না । ভালো থাকবেন ।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩
আসুন ভাল হই বলেছেন: Thanks....
০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬
অনবদ্য অনিন্দ্য বলেছেন: স্বাগতম
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯
নীল ভোমরা বলেছেন: শিখলাম.....
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬
িহজলতমাল বলেছেন: thank u ....