![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ স্বপ্ন দেখে,জীবনকে গড়ে তোলতে চায় নিজের মতন করে।ঠিক এমন কিছু স্বপ্ন নিয়েই শুরু করছিলাম জীবনটা।কিন্ত ওই যে স্বপ্ন আর সাধ্যের মধ্যে যে ফারাক তা কমাতে পারি নি।বন্ধু-বৎসল আমি এখনো নিজের মনের মতো বন্ধু পাই নি।আবেগকে দমাতে পারি না, তাই কারো স্বার্থপরতা আমার কাছে অসহ্য লাগে!!তাই যখনি অনেক কষ্ট পাই,নিয়ে বসি নিজের লিখার খাতাটা।মনের সবটুকু দুঃখ উজার করে দেই তাতে।খুব মন খারাপ হলে কখনোই কাওকে পাই না,তাই হাটতে থাকি একা একা প্রিয় হলের ব্যালকনিতে।নিজের দেশ এর জন্য কিছু করার স্পৃহা আছে সবসময়।অলস সময়গুলো কাটে গান শুনে অথবা সিনেমা দেখে।আর জীবনের লক্ষ্য ,
সামনেই আসছে ভালোবাসা দিবস । অনেক ছেলেদের কাছেই দিন্টা হচ্ছে একাকিত্বে কাটানো আর মানুষের আনন্দ দেখে মন খারাপ করে ঘুরাঘুরি আর ফেসবুকিং করার একটা দিন ।
তবে মেয়েদের দ্বারা যেইসব ছেলে ইতিমধ্যে ছ্যাকা খেয়েছেন তাদের জন্য কষ্টটা আরো বেশি ।
আসেন আপনাদেরকে ১০টা উপদেশ দেই কিভাবে নারীদের পটিয়ে কাছে রাখতে পারবেন :প
১) কখনোই আপনার দুর্বলতা উনার কাছে তুলে ধরবেন না । কারণ বেশিরভাগ নারীরাই তাদের দুর্বলতা আপনার কাছে বলতে চাইবে না , আর চাইলেও আপনি কখনোই এই ব্যাপারে কিছু বলবেন না জানে ! যদি না কোন ছেলে এতো বেশি খাটাশ হয় ! নারীদের দিয়া এই ব্যাপারে গালি খাওয়া প্রায় নিশ্চিত !
২) আপনি কই আছেন না আছেন , কি দিয়া ভাত খাইছেন সব বলে ফেলুন ! কিন্তু ভুলেও আপনার উনি কোথায় আছে তা জানতে চাইবেন না !!
৩) আপনি যদি চাপাবাজ হইয়া থাকেন তাহলে আপনার জীবন তীব্র সুখে সুখময় হয়ে যাবে । কারণ উনাদের কাছে ভালোবাসার মানেই তেলমার্কা কথাবার্তা !
৪) আপনার উনার অনেক ছেলেবন্ধু থাকতে পারে কিন্তু আপনার আপন বোন থাকতে পারবে না !! আপনি যদি কোন মেয়েকে আপনার বোন বানান তাহলে উনি অতি শ্রীঘি আপনার বোন ত্থেকে প্রেমিকা এরপরে বউ বানাইয়া ছাড়বে উনারে !! এই কথার তীর সহ্য করা অসম্ভব ।
৫) উনাকে প্রতিদিন ফোন দিয়ে নানান শুভেচ্ছা জানান । এইডস ডে থেকে শুরু করে জাতীয় পঙ্গু দিবসের শুভেচ্ছা জানাতেও ভুলবেন না !
৬) ভুলেও ফেসবুকে কোন মেয়ের ছবিতে লাইক বা কমেন্ট করবেন না ! আপনাকে বুঝাতে হবে আপনি শুধুমাত্র উনার জন্যই ফেসবুকের জগতে বসবাস করছেন ! কিন্তু উনার ফেসবুকে যেই লুতুপুতু কমেন্ট থাকবে তার ব্যাপারে একেবারে স্পীকারের মতো আচরণ করবেন !
৭) কখনোই বন্ধুদের সাথে ঘুরতে যাবেন না !! ছেলে বন্ধুদের সাথে বেশি ঘুরলে আপনাকে আপনার ওই সম্প্রদায়ের বলতে পারে !! সুতরাং ঘুরাঘুরি বাদ !
৮) ২৪ ঘণ্টার মধ্যে ২৬ ঘণ্টাই উনারে নিয়ে ভাবার ভান দেখান ! উনি আপনাকে নাহলে উয়ার আগের প্রেমিকগণ এবং বর্তমাণে লাইনে যারা আছে তাদের সাথে তুলনা করে বসবে !
৯) নিজের প্রশংসা করবেন না ! ওইটা ভাগ্যে থাকলে শুনতে পারেন কদাচিৎ । কিন্তু উনি যদি বকের ঠ্যাং মার্কা কিছুও বলে আপনাকে তার প্রশংসা করতেই হবে !
১০) নিজেকে উনার মতো করে গড়ে তুলুন । ফলস্বরুপ আপনি ব্যাক্তিত্বহীন মানুষে পরিণত হবেন আর নিজের মতো থাকলে চরিত্রহীন বলে গালি খাবেন তার কাছে !!
উপরের দশটা পয়েন্ট মেনে চেষ্টা চালাতে পারেন । এছাড়াও হাজারো পয়েন্ট আছে !! আসল কথা পুরো পৃথিবী একদিন আর উনি একদিক হইলেই প্রেম করেন , নাইলে আসেন ভালোবাসা দিবসে বসে বসে ফান্টা খাইয়া গলা ছাইড়া গান গাই !
বি,দ্র:: প্রথমতো , এই লিখার সাথে আমার ব্যক্তিগত জীবনের কোন সম্পর্ক নাই !! দ্বিতীয়ত , কারো সাথে মিলে গেলে গায়ে পচা সাবানের মতো ঢলতে পারেন কিন্তু বিশ্বাস করেন , ওইটা সামু কর্তৃপক্ষের কাছে কালতাল-বকতাল ও হইবে না ।
এটা একটা রম্যরচনা !! কেউ ধরা খাইলে আমি দায়ী না ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আপনি ঘুম হইলে ঘুমান ! শুভ রাত্রি
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: হাসতাছি ভালোবাসা কারে কয় !!!!!!!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫
অনবদ্য অনিন্দ্য বলেছেন: এ কি শুধু যাতনাময় ??
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৫
খেয়া ঘাট বলেছেন: এই পোস্টটা আরো কিছুদিন আগে দিবেন না??
তাহলে চেষ্টা নিতাম।
সময়তো হাতে খুবই কম
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আজকে থেকেই চেষ্টা শুরু করে দিন ভাই ! সময় কম ঠিক আছে , এই পয়েন্টগুলো কিন্তু ৩৬৫ দিনের জন্য মান্তেই হবে
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
বেকার সব ০০৭ বলেছেন: হুম বলেছেন
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫০
অনবদ্য অনিন্দ্য বলেছেন: হুম কি বলছেন ??
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮
অপ্রচলিত বলেছেন: ভাই মেয়ে পাওয়ার ১০ সহজ টিপস দেন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫০
অনবদ্য অনিন্দ্য বলেছেন: ঠিক আছে । ওই পোষ্ট কয়েকদিনের মধ্যেই দিবো
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৮
উজবুক ইশতি বলেছেন: এই টিপস গুলো বলে সহজ ,ভাষা হারিয়ে ফেললাম
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩
অনবদ্য অনিন্দ্য বলেছেন: হা হা হা ! প্রেমের মরা যদি জলে ভাসতে পারে পুরা থিউরি উলটা কইরা তাইলে এইগুলো সহজ না ??
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৪
পেন্সিল চোর বলেছেন: আমিও ঘুম
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৭
অনবদ্য অনিন্দ্য বলেছেন: এতো ভোর পর্যন্ত জেগে আছেন, ঘুম তো ধরবেই । ঘুমান
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চেস্টা নিয়া দেখি। আপনি পাইছেন নি ভাই। লেখা দেইখ্যা তো মনে প্রফেসর অইয়া গেছেনে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৮
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আমি কিছুই হই নাই ভাই । এখনো পরিক্ষা দিতেছি , সফল হইতে বলতে পারতাম :প
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হা হা.............
আপনে সবগুলা মাইনা চলেন?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৯
অনবদ্য অনিন্দ্য বলেছেন: ক্যামনে সম্ভব ?? এতো কিছু মানা কি যায় নাকি ?!! আমার আশে-পাশের অবস্থা দেখে পোষ্ট দিলাম :প
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩
ইমরাজ কবির মুন বলেছেন:
আমি ঘুম !