নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জীবনের ছেঁড়া পাতাগুলো. . . . .

স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে

অনবদ্য অনিন্দ্য

মানুষ স্বপ্ন দেখে,জীবনকে গড়ে তোলতে চায় নিজের মতন করে।ঠিক এমন কিছু স্বপ্ন নিয়েই শুরু করছিলাম জীবনটা।কিন্ত ওই যে স্বপ্ন আর সাধ্যের মধ্যে যে ফারাক তা কমাতে পারি নি।বন্ধু-বৎসল আমি এখনো নিজের মনের মতো বন্ধু পাই নি।আবেগকে দমাতে পারি না, তাই কারো স্বার্থপরতা আমার কাছে অসহ্য লাগে!!তাই যখনি অনেক কষ্ট পাই,নিয়ে বসি নিজের লিখার খাতাটা।মনের সবটুকু দুঃখ উজার করে দেই তাতে।খুব মন খারাপ হলে কখনোই কাওকে পাই না,তাই হাটতে থাকি একা একা প্রিয় হলের ব্যালকনিতে।নিজের দেশ এর জন্য কিছু করার স্পৃহা আছে সবসময়।অলস সময়গুলো কাটে গান শুনে অথবা সিনেমা দেখে।আর জীবনের লক্ষ্য ,

অনবদ্য অনিন্দ্য › বিস্তারিত পোস্টঃ

ভ্যালেন্টাইন ডে'তে প্রিয়তমাকে যেই উপহারগুলো দিতে পারেন (প্রেমিকদের জন্য গুরুত্বপূর্ণ পোষ্ট ) :) :) :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩

আসছে বিশ্ব-ভালোবাসা দিবস । এইদিনে আপনারা আপনাদের প্রিয়তমাকে কি দিয়ে পারেন উপহারস্বরূপ এটা নিয়ে অনেকেই চিন্তিত থাকতে পারেন । আমি নিজে আপনাদের জন্য কিছু সাজেশন দিচ্ছি । :) :)



১) মেয়েদের পছন্দের উপরে ভিত্তি করে উপহার দিতে পারেন । কারো যদি গেজেট বেশি পছন্দ হয় তাহলে নতুন একটা ল্যাপটপ , নাইলে গ্যালাক্সি বা লুমিয়া সিরিজের মোবাইল দিতে পারেন । অনেকের এতো টাকা নাই । স্যার অন্তত জলিল এর মতো একটা গাড়ি দিয়া দিতে পারতেন তা হইলে ! কিছুই না পারলে ডিজিটাল ফটোফ্রেম দিতে পারেন । আমার কাছে কমদামে এরচেয়ে ভালো কিছু আর আছে বলে মনে হয় না ।



২) অনেকের শোপিজ পছন্দ । তাদের জন্য ব্র্যান্ড এর কোন দোকান থেকে শোপিজ কিনে দেন । জিনিসটা যে দামী তা বুঝাইতে ভুল করবেন না । :P:P :P



৩) চকলেট বক্স একটা ভালো বুদ্ধি । অতি কম দামে উনার অতি প্রিয় চকলেট বক্স দিতে পারেন । :D :D :D



৪) কাপড়-চোপড় এর দাম আমি জানি না । যদি আপনার ওই পরিমাণ ইচ্ছা আর সাধ্য থাকে তাহলে বসুন্ধরা থেকে উনার প্রিয় কাপড় কিনে দেন । :| :| :|



৫) ডি,এস,এল,আর আপনার নিজের না থাকলে অন্য কোন বন্ধুরে পায়ে ধইরা নিয়া আসেন । এই জিনিস উনাদের খুব পছন্দের । তবে সাবধান বন্ধুর চরিত্র যেনো ভালো হয় । X(( X(( X((



৬) যাই উপহার দেন না কেন , কাল যত দাম দিয়াই হোক গোলাপ ফুল দিতে ভুলবেন না । লাল গোলাপের সাথে সম্পর্ক অনুযায়ী হলুদ/সাদা গোলাপ দিতে পারেন । :) :) :)



৭) অবশ্যই একটা ভেলেন্টাইন কার্ড গিফট করবেন । ওইটা রাস্তাঘাট থেকে না কিনে ভালো কোন দোকান থেকে কিনুন । :(( :(( :((



৮) আপনার আর উনার যতো ছবি আছে তা দিয়া একটা ভিডিও বানিয়ে উনাকে দিতে পারেন । এর জন্য আপনাকে সাধারণ কিছু এডিটিং এর কাজ জানতে হবে । বিনামূল্যে এরচেয়ে ভালো কিছু হইতেই পারে না । :) :) :)



৯) আপনি যে তাঁকে কত্তো ভালোবাসেন তা বুঝানোর জন্য রাত ১২-টার সময় তার বাসার সামনে ফুল আর কেক নিয়া দাঁড়াইয়া থাকতে পারেন । X(( X(( X((



১০) কিছু না পারলে ভালবাসতে আসছেন কেন ভাই ? আজকালকার বেশিরভাগ মেয়েরাই বাইরের ফেইক দেখেই প্রেম করে । আপনি বসে বসে মুড়ি খান আর কাল সারাদিন ফেসবুকে দুঃখের স্ট্যাটাস দেন । :(( :(( :(( :((







পরিশেষে একটা সত্য কথা বলি , ভালোবাসাকে উপহার দিয়ে মূল্যায়ন করা যায় না । যারা সত্যিকার অর্থেই একে অন্যকে ভালোবাসেন তারা কালকের দিনটাকে অন্য দিনের সাথে তুলনা করে কিছুই করবে না । সারাদিন হয়তো ভালো ব্যবহার করে বুঝতে চাইবে পাশের মানুষটাকে । আর আসলেই ভালবাসতে চাইলে ভালোবাসবে পৃথিবীর সেইসব মানুষকে যারা ৩ বেলা খেতে পারে না । ভালোবাসা তাদের জন্য টিকে থাকুক যুগযুগ ধরে । বাকিসব গোল্লায় যাক । সবাইকে ভালোবাসা দিবসের অগ্রিম শুভেচ্ছা :) :) :) :) :) :)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪১

স্বপ্নসমুদ্র বলেছেন: হুত্তরি! একটা গোলাপ দিমু। নিলে নিব না নিলে নাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪

অনবদ্য অনিন্দ্য বলেছেন: যদি থাকে তাহলে উনি আপনার ছিলো আর নাহলে কখনোই ছিলো না । শুভকামনা :) :)

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

অপ্রচলিত বলেছেন: পরিশেষে একটা সত্য কথা বলি , ভালোবাসাকে উপহার দিয়ে মূল্যায়ন করা যায় না । যারা সত্যিকার অর্থেই একে অন্যকে ভালোবাসেন তারা কালকের দিনটাকে অন্য দিনের সাথে তুলনা করে কিছুই করবে না । সারাদিন হয়তো ভালো ব্যবহার করে বুঝতে চাইবে পাশের মানুষটাকে । আর আসলেই ভালবাসতে চাইলে ভালোবাসবে পৃথিবীর সেইসব মানুষকে যারা ৩ বেলা খেতে পারে না । ভালোবাসা তাদের জন্য টিকে থাকুক যুগযুগ ধরে । বাকিসব গোল্লায় যাক । সবাইকে ভালোবাসা দিবসের অগ্রিম শুভেচ্ছা

শেষের কথাগুলো ভীষণ ভালো লাগলো। পোস্টে অনেকগুলো প্লাস। +++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১২

অনবদ্য অনিন্দ্য বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । যদিও পোষ্টে প্লাস পাই নাই । :| :| :|

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৩৪

অপ্রচলিত বলেছেন: আমার প্লাস বাটন কাজ করে না। মন্তব্যর মাঝেই প্লাস বুঝে নিতে হবে :P

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪

অনবদ্য অনিন্দ্য বলেছেন: হা হা হা !! ঠিক আছে , পেয়ে গেলাম :প :প

৪| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৬

প্রীতি পারমিতা বলেছেন: আপনি আপনার প্রিয়তমাকে কি দিয়েছেন?

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৭

অনবদ্য অনিন্দ্য বলেছেন: কিছুই না, খালি ভালোবাসা !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.