নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

©All Rights Reserved

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

বিবর্তনবাদী

আপাততঃ আমি একজন কনফিউজড মানুষ। জীবনে বিবর্তনের অপেক্ষায় আছি, দেখি বিবর্তনের পরে কিসে পরিনত হই...

বিবর্তনবাদী › বিস্তারিত পোস্টঃ

~বন্ধু ক্ষমা কর~

১৯ শে মার্চ, ২০০৮ রাত ১:৩৫











তারে খুব জ্বালাই। সব সময় তার সাথে দুষ্টামি করি, বিরক্ত করি, তর্ক করি। তার গুন গুলির প্রশংসা করি না তার সামনে। যদিও তারে বড়ই ভালবাসি। সে খুব অভিমানী, অল্পতেই বড় দুঃখ পায়। বুঝি তবুও তারে জ্বালাই। কখনও তার কাছ হতে খালি হাতে ফিরে আসি নাই। অথচ, সে যখনই কিছু চেয়েছে, সরাসরি দেই নাই। ঘুরিয়েছি, শুধুই ঘুরিয়েছি। তবুও, সে কখনও খালি হাতে ফিরায় নাই।





সে আমার বন্ধু, খুব খুব খুব ভাল বন্ধু। বাংলা ব্যাকারণ গত শুদ্ধতার জন্য লেখা উচিত ছিল বান্ধবি। কিন্তু ব্যাকারণ এখানে মানতে ইচ্ছা করছে না। আমার বিশ্ববিদ্যালয় জীবনের সব চাইতে ভাল বন্ধু, হয়ত বলা যায় একমাত্র বন্ধু। একবার সে আমাদের ব্যবহারে খুব কষ্ট পেয়েছিল। কষ্টে আমাদের সবার উদ্দেশ্যে, লিখেছিল একটা চিঠি। সে চিঠি ব্যঙ্গ করে পড়েছিলাম, সবার সামনে। কি নিকৃষ্টই না ছিল আমার সেইদিনের আচরণ!! খুব বুঝতে পারি, চিঠিটা পড়বার পরে বুকের মাঝে কোথাও যেন কষ্ট হচ্ছিল, তবুও প্রকাশ হল না। বৃথাই ছিল আমার সেই অপ্রকাশ্য অনুভূতি। বন্ধুত্বের মর্যাদা অনেক নিচে নামিয়ে ছিলাম সেদিন। পরে কেন জানি না, অন্যদের কাছ হতে সেই চিঠিটা নিয়ে রেখে দিয়েছিলাম নিজের কাছে। আজও আছে আমার কাছে সেই চিঠি। কেন জানি না, হয়ত জানতেও পারব না কখনও?





সে কবিতা লেখে। মন খারাপ হলেই, একাকী কোথাও বসে কবিতা লেখে। তার কবিতা নিয়ে কতই না হাসাহাসি করেছি। সে আবৃত্তি করে, তার আবৃত্তি শুনলেই বিরক্ত হতাম। মন ভাল থাকলে, সে আমাকে বিরক্ত করত তারই কবিতা আবৃত্তি করে। এ নিয়ে বন্ধুটাকে কতই না, ঝারি দিয়েছি। সে মন খারাপ করেছে, তবুও কখনও বলে নাই, “তুই আমাকে ঝারি দেবার কে”।





সে খুব কাল, এ নিয়ে কতই না ক্ষেপিয়েছি তারে। কিন্তু কখনও বলা হয় নাই, তার মনটা কত সুন্দর। তারে কখনও বলি নাই, আমি যতগুলো মানুষকে সম্মান করি সে তাদেরই একজন। যতই তার গুনগুলোকে নিয়ে হাসিঠাট্টা করি না কেন অন্যদের সামনে, আমি অন্তত আমি জানি, একদিন সে হবে অনেকের সেরা। সবাই তাকে চিনবে, জানবে। বিশ্ববিদ্যালয়ের জীবন আর কতদিন! ২০০৮-ই আমাদের এই একসাথে চলার শেষ বছর। এরপর কে কোথায় চলে যাব, কেউ জানি না। পরবর্তী জীবনে আর কেউ না হোক অন্তত সেই বন্ধুটি নিশ্চয়ই আমাকে মিস করবে। এ আমি জানি।





আজও তাকে খুব খেপালাম। সে খুব ভাল প্রেজেন্টেশন করেছিল, প্রেজেন্টেশনের সময় তাকে খুব বিরক্ত করেছি। প্রেজেন্টেশনের শেষে বলেছি, “কিছুই হয় নাই; অযথা আমাদের বিরক্ত করলি”। তার কোন যুক্তি শুনলাম না। সে যে এত দুঃখ পাবে আমি বুঝিনি। বুঝলেই বা কি করতাম, আমার মত নিকৃষ্ট আর কিই বা করত তাকে আরো বিরক্ত করা ছাড়া! কষ্টের প্রকাশও করল সে, মেইল করে। উত্তরে অনেক সিরিয়াস হতে চেয়েও হতে পারলাম না। তবুও বন্ধুরে জানালাম আমার মনে কথা।

কষ্ট পাচ্ছি, যেটা আমার পাওয়া উচিত। ইসস, যদি সে বুঝত “I’m really Sorry”

মন্তব্য ৪০ টি রেটিং +১৮/-১

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০০৮ রাত ১:৪১

হৃদছায়া বলেছেন: সবচেয়ে ভালো হয় যদি সে এই পোস্ট টা দেখে। লিন্ক টা আপনার বন্ধুর মেইলে পাঠিয়ে দিলেই পারেন।
আর সে যখন আপনার ব্যবহারে কষ্ট পাচ্ছে, তখন শুধুশুধু না খোঁচালেই তো পারেন !

১৯ শে মার্চ, ২০০৮ রাত ১:৪৭

বিবর্তনবাদী বলেছেন: তাকে বিরক্ত করাটা আমার দৈনন্দিক রুটিন কাজে পরিনত হয়েছে। :(

২| ১৯ শে মার্চ, ২০০৮ রাত ১:৪১

দস্যু বনহুর বলেছেন: +

১৯ শে মার্চ, ২০০৮ রাত ১:৪৭

বিবর্তনবাদী বলেছেন: থ্যাংক্স

৩| ১৯ শে মার্চ, ২০০৮ রাত ১:৪৭

একরামুল হক শামীম বলেছেন: ৃদছায়া বলেছেন: সবচেয়ে ভালো হয় যদি সে এই পোস্ট টা দেখে। লিন্ক টা আপনার বন্ধুর মেইলে পাঠিয়ে দিলেই পারেন।
আর সে যখন আপনার ব্যবহারে কষ্ট পাচ্ছে, তখন শুধুশুধু না খোঁচালেই তো পারেন !
হুমমমমম

১৯ শে মার্চ, ২০০৮ রাত ১:৪৮

বিবর্তনবাদী বলেছেন: তাকে বিরক্ত করাটা আমার দৈনন্দিক রুটিন কাজে পরিনত হয়েছে। :( :( :( :( :( :( :(

৪| ১৯ শে মার্চ, ২০০৮ রাত ২:০৮

হৃদছায়া বলেছেন: রুটিনে পরিবর্তন না আনতে পারলে এই ব্লগটার কোনই অর্থ হয়না।
ব্লগার রা জানলে কি আপনার বন্ধুটির মন কোন অংশে ভালো হবে?

১৯ শে মার্চ, ২০০৮ রাত ২:১৫

বিবর্তনবাদী বলেছেন: ঠিক বলেছেন!!! :(

৫| ১৯ শে মার্চ, ২০০৮ রাত ১:৫৪

না বলা কথা বলেছেন: +

১৯ শে মার্চ, ২০০৮ রাত ১:৫৭

বিবর্তনবাদী বলেছেন: সালাম বড় ভাই। কেমন আছেন?

৬| ১৯ শে মার্চ, ২০০৮ রাত ১:৫৭

তারার হাসি বলেছেন: ভাল লাগার মানুষদের সাথেই আমরা এমন করি।

১৯ শে মার্চ, ২০০৮ রাত ১:৫৮

বিবর্তনবাদী বলেছেন: হুম। কিন্তু কেন?

৭| ১৯ শে মার্চ, ২০০৮ রাত ২:০১

প্রীটি সোনিয়া বলেছেন: আহারে বেচারী....আপনি কেমন বন্ধু বলেন তো ভাইয়া ?? এটা কিন্তু ঠিক না, মজা করার সময় মজা করেন দুষ্টুমি করেন উনাকে ক্ষেপান কিন্তু তাই বলে সবসময় ঠিক না।

এই পোষ্টা উনাকে মেইল করে দেন, প্লিজ.......:)

এত সুন্দর করে সরি বললে সবার মনই গলে যায়.....তাই আপনাকে অনেক +++++++++++++++++++

১৯ শে মার্চ, ২০০৮ রাত ২:১৪

বিবর্তনবাদী বলেছেন: আপু দুঃখে ব্যাপার হল, এই মেইল দেখলে সে হাসতে হাসতে মারা যাবে। কারন গবেষণা ছাড়া অন্য ব্যপারে আমি বিন্দু মাত্র সিরিয়াস হতে পারি এটা কেউ বিশ্বাস করতে চাইবে না। অন্তত আমাদের সেই বন্ধুটিতো নয়ই।

৮| ১৯ শে মার্চ, ২০০৮ রাত ২:০৪

আসম বলেছেন: ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বেশী আতঁলামী কথা বললাম নাকি?

১৯ শে মার্চ, ২০০৮ রাত ২:২৩

বিবর্তনবাদী বলেছেন: জ্বী আতঁলামী করলেন। তবে থাংক্স।

৯| ১৯ শে মার্চ, ২০০৮ রাত ২:১৭

নিহন বলেছেন: +

১৯ শে মার্চ, ২০০৮ রাত ২:২২

বিবর্তনবাদী বলেছেন: + এর জন্য +

১০| ১৯ শে মার্চ, ২০০৮ ভোর ৬:২৪

শফিউল আলম ইমন বলেছেন: হুমম....দোস্ত তুই তাকে এসব কথা বলে দে......শুধু শুধু সে মনে মনে তোর উপরে রেগে থাকবে।

২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২১

বিবর্তনবাদী বলেছেন: আপাদত তার রাগ কমানো গেছে। ভবিষ্যতে আর এমন করব না। ইনশাল্লাহ,

১১| ১৯ শে মার্চ, ২০০৮ ভোর ৬:২৭

রাশেদ বলেছেন: ব্যাপারস না। যারে বেশি বাসি ভালো তারেই বেশি করি অত্যাচার, দ্যাটস দ্য রুল মাই ফ্রেন্ড! :)

১২| ১৯ শে মার্চ, ২০০৮ ভোর ৬:৩৪

নিলা বলেছেন: নিজের কাছে যেটা খুবই ছোট ছোট দুঃখ, ছোট ছোট ফান মনে হয়, এই গুলো কিন্তু মনের মাঝে অনেক বড় ক্ষত সৃষ্টি করে। আপনি হয়ত সেটা কোনোদিনই বুঝতে পারবেন না।
বন্ধুর সাথে ফান করা, আর বন্ধুকে নিয়ে ফান করা...বন্ধুকে কষ্ট দেয়া এক কথা না।
সময়ের সাথে সাথে আপনারা হয়ত অনেক দূরে চলে যাবেন, মনের মাঝে এই বন্ধুত্ব যদিও অটুট থাকবে। তবুও আমি বলব, যেই টুকু সময় পান, এই বন্ধুত্বটা সুন্দর ভাবে চালিয়া যান। পৃথিবীর সুন্দর সম্পর্কের একটা হলো বন্ধুত্ব। যাকে অনেক ভালো বন্ধু ভাবেন, অনেক ভালোবাসেন, যাকে কষ্ট দিয়ে নিজের কষ্ট লাগে.....তাকে সেটা অবশ্যই জানানো উচিত।
মাঝে মাঝে ফান করা ঠিক আছে....তবে মানুষকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখাও উচিত।
আপনাদের বন্ধুত্ব সুন্দর থাকুক, ভালো থাকুক সবাই।

২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:০৫

বিবর্তনবাদী বলেছেন: নিলাপু তোমাকে অনেক ধন্যবাদ। ভাল লাগল তোমার লেখা। ভাল থেকো।

১৩| ১৯ শে মার্চ, ২০০৮ সকাল ৭:২১

আউলা বলেছেন: থাক নানু ও ঠিকই বুঝবে তোমাকে

২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:০৫

বিবর্তনবাদী বলেছেন: তোমার কথা সত্যি হয়েছে!!

১৪| ১৯ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৩৯

মুনিয়া বলেছেন:
:(
বুঝিয়ে বলুন দেরি হয়ে যাওয়ার আগেই।

১৫| ১৯ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৪৭

নবজন্ম বলেছেন: আপনার পক্ষ থেকে আমিও Sorry বলে দিলাম।

১৬| ১৯ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৫০

খুশবু বলেছেন: thx r sorry বলতে দেরি করা উচিত না ।

২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:০৭

বিবর্তনবাদী বলেছেন: ঠিক, বলেছ। খুশবুর ব্লগে আমি আজাইরা কমেন্ট করে ব্যান খাইছি। তাই সরি বলতে পারছিলাম না। এখন বললাম সরি। আমার উপর ব্যান কি সরানো হবে????

১৭| ২০ শে মার্চ, ২০০৮ রাত ২:০৩

খারাপ লোক মাগার হাচা কতা কই বলেছেন: পুরাটা পরি নাি, হের লাগি বুযি ো নাই।

১৮| ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৯

নিবেদীতা বলেছেন: sorry বলেছেন?

২১ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৫২

বিবর্তনবাদী বলেছেন: সরি বলি নাই। তবে ভাল ভাল কথ বলেছি, তাই আপাদত পার পাওয়া গেছে।

১৯| ২১ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:১১

খারাপ লোক মাগার হাচা কতা কই বলেছেন: সবকিছু ঠিক হইছেরে ভাই???

২১ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:১৭

বিবর্তনবাদী বলেছেন: আপাদত বাইচা গেছি। আশা করি এইবার আমার শিক্ষা হইব।

২০| ২২ শে মার্চ, ২০০৮ রাত ৯:৩৫

ত্রিভুজ বলেছেন:

তাঁকেই জ্বালানো যায় যাকে ভালবাসা যায়.. আপনাদের বন্ধুত্ব অটুট থাকুক। :)

আর পোস্টটা পাঠিয়ে দিন মেইল করে।

২১| ২৩ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৫

প্রাণ চানাচুর বলেছেন: গার্লফ্রেন্ড বেশি ভালো =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২২| ২৪ শে মার্চ, ২০০৮ সকাল ১১:১১

খোলাচিঠি বলেছেন: ত্রিভুজ বলেছেন:


"আর পোস্টটা পাঠিয়ে দিন মেইল করে। "

একমত, পোস্ট টা তাকে দিয়ে পড়ান।

২৩| ১৪ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৫৪

পুষ্প বলেছেন: "আর পোস্টটা পাঠিয়ে দিন মেইল করে। "

একমত, পোস্ট টা তাকে দিয়ে পড়ান।

২৪| ১৪ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:০৪

প্রিয়তি বলেছেন: কাছের মানুষদের আমরা অবচেতন মনেই কষ্ট দেই। যদিও সময়ের ফেরে সেটা বুঝেও যাই, মানুষটার মনে কতখানি কষ্ট দেয়া হয়েছে। তখনই মন খারাপ হয়ে যায়। সে খুব কাছের মানুষ বলেই এমনটা হয়েছে। মন খারাপ করবেন না। সব ঠিক হয়ে যাবে।

নুতন বছর আপনাদের বন্ব্ধুত্ব কে আরো মজবুত করুক।

১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৫৮

বিবর্তনবাদী বলেছেন: ধন্যবাদ প্রিয়তি, শুভ নববর্ষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.