![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাততঃ আমি একজন কনফিউজড মানুষ। জীবনে বিবর্তনের অপেক্ষায় আছি, দেখি বিবর্তনের পরে কিসে পরিনত হই...
ভার্সিটিতে "গ" ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় ল্যাবে ঢুকতে পারলাম দুপুর একটায়। সাড়ে ছয়টায় চরম ক্লান্তিতে ল্যাব বন্ধ করে বেরহলাম। দু''জনে রিক্সা নিলাম মোকাররম ভবনের সামনে থেকে। রিক্সাটা যখন কলা ভবনের সামনে দিয়ে যাচ্ছিল সে বলে, "দেখ, দেখ, আকাশে বাঁকা চাঁদ আর দুইটা তারা কি সুন্দর একটা ত্রিভুজ তৈরি করেছে। আমিও দেখলাম সত্যিই তো, ঘড়িতে তখন ছয়টা পয়তাল্লিশ। আমার কাছে মনে হচ্ছিল, একটা নিরীহ ছাগল হালকা হাসি দিচ্ছে। ও, আমার কথা শুনে হাসল। আমার চিন্তা এমনই উলটাপালটা। তবে, তারা দুটো সত্যিই খুবই জ্বলজ্বল করছিল। নীলক্ষেতের জ্যামে আরো কিচ্ছুক্ষণ দেখলাম চাঁদ আর জ্বলজ্বলে তারা দুটোকে। নীলক্ষেতে এক রেস্টুরেন্টে ঢুকে মোগলাই চাইলাম। খেতে খেতে বুঝলাম, এতটুকুতে চলবে না বাসায় গিয়ে পেট ভরে ভাত খেতে হবে। আমি আবার চরম রকম ভেতো বাঙালি।
বিদায় দিয়ে, উঠলাম বিকল্প সার্ভিসের বাসে। বাসে বসে মোবাইলে মেসেঞ্জারে ঢুকলাম। হঠাৎ এক ফ্রেন্ড বায করে বলে, তাড়াতাড়ি আকাশে দেখ। দুইটা গ্রহ আর চাঁদ একটা ত্রিভুজের রূপ নিয়েছে। খবরটা নাকি প্রথম আলোতে এসেছিল আজকে। চাঁদ, শুক্র আর বৃহঃস্পতি গ্রহ একটা ত্রিভুজের আকৃতি তৈরি করবে। এই দৃশ্য নাকি আবার দেখা যাবে ২০৫২ তে অর্থাৎ আরো ৪৪ বছর পরে। সেই সময়ই এক বান্ধবি মেসেঞ্জারে বায করল। অনেকদিন পরে তার সাথে কথা। কিছুদিন আগে মেসেঞ্জারে একটা সুখবর দিয়েছিল, সে মা হতে যাচ্ছে। তাকে শুভেচ্ছা জানানো হয়নি তাই তখনই ফোন করে শুভেচ্ছা জানালাম। সাথে আকাশের চাঁদ, শুক্র ও বৃহঃস্পতির তৈরি ত্রিভুজ দেখতে বললাম। কিন্তু তাদের বগুড়া থেকে নাকি দেখা যাচ্ছে না।
খুব ভাল লাগল। এই দূর্লভ সময়টাতে প্রিয় দুইজন মানুষের সাথে কাছে বা দূরে যেভাবেই হোক সাথে থাকতে পারবার জন্য। ২০৫২-এর পৃথিবী কেমন হবে জানি না। যদি বেঁচে থাকি তবে তখন আমাদের তিনজনের বয়স থাকবে আটষট্টি বা উনসোত্তর। এই স্মৃতি মনে থাকবে কিনা জানি না, ব্লগে লিখে রাখলাম। এই ক্ষণটিএক ধরে রাখবার ক্ষুদ্র প্রয়াস।
পোস্টের সাথে সম্পর্কহীন আলোচনা এখানে করুন
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১১
বিবর্তনবাদী বলেছেন: ধন্যবাদ
২| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৭
আমিনুল ইসলাম বলেছেন: জানতাম না বিষয়টা। অসাধারণ মুহুর্তটা দারুণভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দিতে ভুল করছি না।
ধন্যবাদ
তবে দ্বিতীয়জনটা কে বুঝতে পারলাম না।
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১১
বিবর্তনবাদী বলেছেন: এরজন্য স্কুল পর্ব শেষ কইরা কলেজে উঠতে হইব
৩| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১১
অরণ্য আনাম বলেছেন: আমি তাকিয়ে চিলাম অনেক্ষণ, শুধু অভাব বোধ করেছি আধা
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৪
বিবর্তনবাদী বলেছেন: অভাব পূর্ণ হবে, যখন সময় আসবে
৪| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৭
চাচামিঞা বলেছেন: কালে দেখা যাবে কি?
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২১
বিবর্তনবাদী বলেছেন: মনে হয় না
৫| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৬
নকীবুল বারী বলেছেন: আমিতো জানিই না....ডি ইউ তো ছিলাম এতোক্ষন। সোসালজী ডিপার্টমেনট এইডস বিসয়ক সচেতনার জন্য একটা সেমিনার ও কালচারাল প্রোগ্রাম করেছে। টি এস সি অডিটোরিয়ামে। হালকা দেখলাম.....আড্ডা মেরেই কাটালাম পুরোটা সময়
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৪
বিবর্তনবাদী বলেছেন: মজা করছেন তাইলে
৬| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৯
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আমিও ডিইউতেই ছিলাম অনেকক্ষন...পুরানো ঢাকাএ খাওয়া দাওয়ায় গিয়েছিলাম...টিএসসির সামনে থেকে জাবির বাসে করে বাসায় আসলাম...আমরা তাহলে সবাই কাছাকাছির মাঝেই ছিলাম...মজা তো...
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৫
বিবর্তনবাদী বলেছেন: সত্যিই ইন্টারেস্টিং, আমরা অনেকেই কাছাকাছির মাঝেই ছিলাম।
৭| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪২
ঝড়ো হাওয়া বলেছেন: ত্রিভুজ দেখি নাই ... দিলের ভিতর একটা অপছুস রইয়া গেলো
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩০
বিবর্তনবাদী বলেছেন: ;`(
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩০
বিবর্তনবাদী বলেছেন: ;(
৮| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৫
কালপুরুষ বলেছেন: দুর্লভ মুহূর্ত বটে!
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩১
বিবর্তনবাদী বলেছেন: তাতো বটেই
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৩
বিবর্তনবাদী বলেছেন: তাছাড়া আপনে আমার ব্লগে আসলেন সেটাও দূর্লভ বটেই
৯| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৯
হমপগ্র বলেছেন: ভাল লাগছে। আমিও খেয়াল করছি।
আপনে কোন ডিপার্টমেন্ট কোন ফ্যাকাল্টি, দেখা করুম!
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৫
বিবর্তনবাদী বলেছেন: [email protected] মেইল দিও
১০| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: আসলেই দারুণ স্মৃতি হয়ে থাকলো।
অনেক ভালো থাকো........মোগলাই পরোটার কথা না বললে চলতো না?
ভালো থাকো........
অনেক শুভকামনা তোমাদের জন্য।
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩১
বিবর্তনবাদী বলেছেন: এই মোগলাই সেই মোগলাই না আপু। জাস্ট মুখে কিছু দিতে হবে তাই খাওয়া।
১১| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৭
পারভেজ রবিন বলেছেন: আমি দেখেছি। তখন বাজারে ছিলাম, তাড়াতাড়ি বাড়ীতে এসে ছবি তোলার চেষ্টা করি। মোটেও ভাল হয়নি। ছোট তারাটি (গ্রহ) ফোকাসে দেখা যাচ্ছিল না, ক্যামেরার সীমাবদ্ধতা।
অরণ্য আনাম, আপনি তোলেন নি কেন? আপনার ক্যামেরায় ভাল আসত।
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৪
বিবর্তনবাদী বলেছেন: সেইটাইতো অরণ্য আনাম কেন তুলল না। তারে মাইনাস
১২| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৩
পারভেজ রবিন বলেছেন: ঠিক ত্রিভূজ নয়, তার চেয়েও শৈল্পিক কিছু। চাঁদ ছিল নিচে, তারা দুটো উপড়ে। চাঁদটা ছিল এমন ভাবে ঠিক হাসি মুখ, আর তারা দুটি ছিল দুই চোখের যায়গায়। সব মিলিয়ে একটা হাসি মুখ। অসাধারন। আমি তো ভেবেছিলাম এমন ঘটনা আবার এক হাজার বছর পর আসবে (যেমন হেল বাপ ধুমকেতু, আমি দেখেছিলাম)। ৪৪ বছর জেনে ৪৪ বছর বাচতে ইচ্ছে করছে।
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৬
বিবর্তনবাদী বলেছেন: আমারো খুব শখ করতেছে। আপনার যা বয়স দেখা যাচ্ছে প্রোফাইল ফটোতে তাতে তো মনে হয় মাশাল্লাহ আরো ৫০ বছর এমনিতেই বাচবেন
১৩| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৭
ইসানুর বলেছেন: ভাল লিখছেন। তবে আমি দেখতে পারি নাই।
সুন্দর একটা খোচা দিয়েছেন
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৭
বিবর্তনবাদী বলেছেন:
১৪| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৭
অক্ষর বলেছেন: মিস্কর্ছি
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৭
বিবর্তনবাদী বলেছেন: ইস!!
১৫| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৬
পারভেজ রবিন বলেছেন: লেখক বলেছেন: আমারো খুব শখ করতেছে। আপনার যা বয়স দেখা যাচ্ছে প্রোফাইল ফটোতে তাতে তো মনে হয় মাশাল্লাহ আরো ৫০ বছর এমনিতেই বাচবেন
দোয়া করবেন।
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৫
বিবর্তনবাদী বলেছেন: দোয়া করলাম
১৬| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৭
আরিফ থেকে আনা বলেছেন: আমি দেখিনাই
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৬
বিবর্তনবাদী বলেছেন:
১৭| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫০
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আমিও দেখি নাই!
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৮
বিবর্তনবাদী বলেছেন: কেন?
১৮| ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৯
রূপক বলেছেন: আপনার প্রব্লেম সলভ হয়েছে? আমি বিষয়টা নিয়ে নতুন একটা পোষ্ট দিয়েছি..............সময় পেলে ঘুরে আসতে পারেন........
১৯| ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:২২
রায়হান(তন্ময়) বলেছেন: আমি কিন্তু জানি সেই একজন টা কে.......
অনেক সুন্দর হয়েছে .......
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৭
বিবর্তনবাদী বলেছেন: হ...... খুব সুন্দর
২০| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৩
জেরী বলেছেন: ভাইয়া বলেছিলো তখন চাপাবাজি মনে করেছি.......এখন তো দেখছি ঘটনা সত্যি...........।
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১০
বিবর্তনবাদী বলেছেন: সৌদির লোক হজ্ব পায় না
২১| ০২ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০২
চিটি (হামিদা রহমান) বলেছেন: সে এক সৌভাগ্যের বিষয় অতদিন বেঁচে থাকবো তো!!
তোমার লেখাটি পড়ে আমার স্মরণীয় চাঁদ দেখার কথা মনে পড়ে গেলো। যা কিনা আমার আর দেখা হবে কিনা জানিনা............
Click This Link
সে দৃশ্য আমি এখনও ভুলতে পারি না; কোনদিন পরবো ও না।
২২| ০২ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৭
চিটি (হামিদা রহমান) বলেছেন: আগের লিংকটা মনে হয় কাজ করছে না
আবার দিলাম
Click This Link
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১১
বিবর্তনবাদী বলেছেন: অনেক ধন্যবাদ চিটি আপু। ঐ পোস্টটা হয়ত পড়া হয় নাই, এখন পড়ব।
২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২৫
বিবেক সত্যি বলেছেন: দেখিনাই.. আর কোনদিন মনে হয় দেখাও হবেনা.. ৪৪ বছর অনেক লম্বা সময় .....
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৪
বিবর্তনবাদী বলেছেন: হয়ত
২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৩
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: বাসে করে অফিস থেকে ফেরার পথে দেখেছি। ডাবল ডেকরের দুই তলার জানালা দিয়ে স্পস্ট দেখা যাচ্ছিলো। আশা করি ৪৪ বছর পর যদি দেখি, তখন আর এখনকার মত খারাপ সময় পার করবো না। মানুষের কষ্টের সময় নিশ্চয়ই এত দীর্ঘ হয় না।
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৫
বিবর্তনবাদী বলেছেন: আমি বাসে বসে দেখার চেষ্টা করেছিলাম। কিন্তু দেখতে পারি নাই। রিক্সা থেকে খুব দারুন লাগছিল
২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৬
আউলা বলেছেন:
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৪
বিবর্তনবাদী বলেছেন:
২৬| ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৩
নিবিড় বলেছেন: ????
০৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৮
বিবর্তনবাদী বলেছেন: ????
২৭| ০৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০১
আইরিন সুলতানা বলেছেন: যদি ৪৪ বছর বাঁচি তাহলে -
আজি হতে ৪৪ বছর পরে,
কে তুমি পড়িছো বসি
মোর ব্লগে এই পোস্টখানি কৌতুহল ভরে !
৪৪ বছর পর আপনার এই পোস্ট ঐতিহাসিক মর্যাদা লাভ করবে ।
০৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১২
বিবর্তনবাদী বলেছেন: :#>:#>:#>
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৫
ভাইরাস! বলেছেন: এই দূর্লভ সময়টাতে প্রিয় দুইজন মানুষের সাথে কাছে বা দূরে যেভাবেই হোক সাথে থাকতে পারবার জন্য। ২০৫২-এর পৃথিবী কেমন হবে জানি না। যদি বেঁচে থাকি তবে তখন আমাদের তিনজনের বয়স থাকবে আটষট্টি বা উনসোত্তর। এই স্মৃতি মনে থাকবে কিনা জানি না, ব্লগে লিখে রাখলাম। এই ক্ষণটিএক ধরে রাখবার ক্ষুদ্র প্রয়াস।
এই লাইন গুলা ভালো লাগলো