নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু ভাল

আবু সায়েদ মোহাম্মদ মাহমুদ

দেশকে নিয়ে আমি প্রচন্ড রকম আশাবাদী।

আবু সায়েদ মোহাম্মদ মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

যাদের রিচার্স আইডিয়া দরকার তাদের জন্য একটা Facebook Page

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

যারা এমএস অথবা পিএইচডি শুরু করার কথা ভাবছেন তাদের জন্য একটা প্রয়োজনী্য় Facebook Page হল Scientific Research For Life. যারা যারা আগ্রহি তারা রিচার্স আইডিয়া Share করে সমৃদ্ধ করতে পারেন। আর যাদের আইডিয়া দরকার তারা নিচের লিন্কে ক্লিক করে দেখতে পারেন, হয়ত এখানে Share করা কোন আইডিয়া আপনার কাজে লাগতে পারে। প্রয়োজন বোধ করলে লাইক করে আপডেট পেতে পারেন। Click This Link

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

অগ্নি সারথি বলেছেন: ভাইজান রিসার্চ উচ্চারন করা শিখেন আগে তারপর মাইনসেরে আইডিয়া দিয়েন।

২| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

আবু সায়েদ মোহাম্মদ মাহমুদ বলেছেন: মি: অগ্নি সারথি নেট এ দুই বানানেই পেয়েছি। কোন বানান যে সঠিক আমি জানিনা। ভাল কোন রেফারেন্স দিলে উপকৃত হব।

৩| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৯

অগ্নি সারথি বলেছেন: লেখছেন তো ঐডা রিচার্স কেমনে হইল? প্রনাউন্সিয়েশন শিখেন বাইজান কামে দিব। এইডার জন্য রেফারেন্স দেয়া লাগে না।

৪| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৫০

আবু সায়েদ মোহাম্মদ মাহমুদ বলেছেন: বলেছেন: মি: অগ্নি সারথি Research ইংরেজি শব্দ, দুই ভাবেই লিখা যা্য়। আপনি বাইজান শব্দ কোথায় পেয়েছেন? রিচার্স লিখে নেট এ Search দিন। "এইডার" এই শব্দটি colloquial। আমি আজকে প্রায় ৮ বছর গবেষণা কাজে নিয়োজিত। যাই হোক বর্তমানে আমি School of Medicine, Dentistry and Health Sciences, University of Melbourne এ PhD গবেষণারত। ছুটির দিন ছিল বলে আপনার সাথে ফালতু প্যাচাল মারলাম।

৫| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৫

অগ্নি সারথি বলেছেন: Research কেমনে রিচার্স হয়??
না বাইজান আপ্নার মত অত্ত বড় মাপের গবেষক নই তয় কুচো কয়েকটা প্রতিষ্ঠানে গবেষক হিসেবে বিগত কয়েক বছর ধরে কাম করতেসি।
১। বিশ্ব ব্যাংক (ইনজেন্ডারিং ডিজাস্টার ম্যানেজমেণ্ট)
২। সি পি ডি
৩। ব্র্যাক ইন্সটিউট অফ গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেণ্ট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
৪। ডি আর আই ইণ্টারন্যাশনাল (কনসাল্ট্যাণ্ট)
এবং বর্তমানে বৃটিশ সরকারের ডিপার্টমেণ্ট ফর ইণ্টারন্যাশনাল ডেভেলপম্যাণ্ট এ গবেষক হিসেবে বাথ এবং কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশে socio economic and anthropometric গবেষনা করছি বিগত কয়েক বছর ধরে একই সাথে পরিকল্পনা মন্ত্রনালয়ের সাথে এস ডি জি নিয়ে কাজ করছি। আরো বহুত আছে না বলি ডরাইবেন। এম্নিতেই আপনে দুই লাইনের স্ট্যাটাস দেয়া ব্লগার। আমার ব্লগ দেইখা আইসেন সব গবেষনাধর্মী লেখাই পাইবেন। খালি কলসি বাজে বেশি প্রবাদটার সাথে চ্রম ভাবে সহমত।

৬| ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৮

আবু সায়েদ মোহাম্মদ মাহমুদ বলেছেন: অগ্নি সারথি -বার বার বললাম শব্দ দুইটা লিখে search দিন। দুই ভাবেই পাবেন। আমার Research আইডিয়া নিয়ে অনেকেই উপকৃত হয়েছে। আপনি যে লিস্ট দিয়েছেন এতেই বুঝা যায় আপনি কোনটাতেই সুবিধা করতে পারেন নি। আমি Bangladesh Council of Scientific and Industrial Research এ আছি। ১৫ টা গবেষণা পেপারস। আর ৩ টা যে কোন সময়ে পাবলিশ হবে। আমি এখনো শিখে চলেছি। অনেক গবেষকের সাথে চলার সুযোগ হয়েছে, কিন্তু আপনার মত এমন আজব চরিএের কাউকে পাইনি। আমি কখন আপনাকে বলছি আমি ব্লগার। আপনি আমার আইডিয়া গুলা নিয়ে কিছু লিখলে ঠিক ছিল তা না করে আপনি ত্যানা প্যাচাইলেন। আপনার মত কিছু লোকের জন্য মানুষ সরল ভাবে কিছু করতে পারে না। আপনার Social Science এর Research Knowledge নিয়ে আমার আগ্রহ নাই। আমার অনেক স্টুডেন্ট আছে তাদের কে Address করাই আমার উদ্দেশ্য ছিল। নিচের লিন্কে গিয়ে দেখে আসেন বানানটা কিভাবে দেয়া আছে..

http://baec.portal.gov.bd/site/page/daf16a6d-1d39-41d6-87d9-50eadf14d2b4/সেন্টার-ফর-রিচার্স-রিঅ্যাক্টর

৭| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫০

অগ্নি সারথি বলেছেন: শোনেন এতক্ষন আমি মজা লইলাম আপনার সাথে।
আপনি বাইজান শব্দ কোথায় পেয়েছেন?- চমেস্কির নাম শুনেছেন? নেট ঘাইটা ট্রান্সফরমেশন অফ জেনেরেটিভ গ্রামার পইরা দেখেন (এই মাথা লইয়া বুইঝা উঠনের কথা না)
তিনটা লিংক দিলাম, অডিও প্রনাউন্সিয়েশন গুলো ভাল করে শুনবেন, ব্রিটিশ আমেরিকান সব দেয়া আছে যদি Research এর বাংলা আভিধানিক অর্থ রিচার্স ভেবে না বসে থাকেন।
view this link
view this link
view this link
University of Melbourne এ PhD 'রিচার্স' করছেন ভাল কথা, এইডা মসজিদের মাইকে কওনের কাম নাই। সেই কাম অনেক আগেই SOAS থেকে করে এসেছি। কে কেমনে এই গবেষনা করে জানা আছে তো! যে কয়েকটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছি আমার মনে হয় আপনার বিশদ কোন ধারনা নাই। আর যদি বলেন সুবিধা করে উঠার কথা তাহলে বলব বাস্তবিক আমার যখন প্রতিষ্ঠানটিকে সুবিধাজনক মনে হয়নি তখন আমি ছেড়েছি। সোস্যাল সাইন্স নিয়ে আপনার আগ্রহ নাই তো আমি কি করতে পারি এটা আপনার ব্যার্থতা তবে নিজেকে মনে হয় নিজেকে পিউর সাইন্স দাবী করে ব্রাহ্মন দাবী করছেন anthropometry র অর্থ জানলে অবশ্য এটা বলতেন না। এটা পিউর বায়োলজি। মানুষের পরিবর্তন, বিবর্তন, ভেদাভেদ, নিউট্রিশন, আকার এবং হিউম্যান বায়োলজীর বিভিন্ন অংশ নিয়ে কাজ করে।
আপনার মত অকাল কুষ্মান্ডের সাথে আর তর্ক করতে চাই না। ভাল মত রিচার্স করেন। আর হ্যাঁ ওয়ার্ল্ড ব্যাংক, ডিএফআইডি সম মানের কোন প্রতিষ্ঠানে যদি কখনো চাকুরী করতে পারেন তবে জানাবেন।
আপনার স্টুডেন্টরা কিন্তু দারুন স্বার্থবাদী, আপনি কত কষ্ট করছেন কিন্তু তারা সামান্য মন্তব্যটুকু করতে কৃপনতা করে। বকা দিবেন।

৮| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৩

মনোপোল বলেছেন: সোস্যাল সাইন্স ইজ নট এ সাইন্স, বাই রিচার্ড ফাইনম্যান

৯| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৫

আবু সায়েদ মোহাম্মদ মাহমুদ বলেছেন: অগ্নি সারথি আপনার অনেক সমস্যা আছে। আমি যা কিছু দাবি করি নাই তা আমার উপরে চেপে দিচ্ছেন। এইটা ইংরেজি শব্দ, আমি লিখেছি বাংলায়। আরও অনেকেই এইভাবে লিখে থাকে যেমন বাংলাদেশ পরমানু কমিশন রিচার্স লিখে। আমি লিন্ক দিয়েছিলাম। আপনি আমার আইডিয়া গুলা দেখে কোন গ্যাপ থাকলে উল্লেখ করতে পারতেন। নিজেকে খুব জ্ঞানী ভাবেন? তা ভাবতে পারেন, কিন্তু অন্য কাউকে খাট করে কেন? আমি বাংলাদেশী, BCSIR এর Scientist হিসাবে গর্বিত। আপনার মত কিছু লোক বিদেশী প্রভূ পেলে মাথা খারাপ হ্য়। তাতেও আমার কোন সমস্যা নাই। আমার এই খানে কমেন্ট করতে হলে আর একাডেমিক হতে হবে।

১০| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৫

অগ্নি সারথি বলেছেন: পরমানু কমিশন যদি লিখে তবে তারাও ভূল লিখে। আপনারা কেন নির্দিষ্ট কয়েক জায়গাতেই ঈশ্বর খোজেন বুঝিনা।
বিদেশী প্রভূদের ডিগ্রিটা কি তবে খুব বেশি দরকার ছিল এতই যদি বিদেশি প্রভূতে এলার্জি। যেই BCSIR এর কথা বললেন তারাও বিদেশী প্রভূদের দেখলে পুতু পুতু করে। শোনেন প্ল্যানিং কমিশনের সাথে বসে জাতিসংঘের সাস্টেইনেবেল ডেভেলপমেণ্ট গোল প্ল্যানিং করছি, এইডা খায় না মাথায় দেয় এইডা বুঝনের হেডম আপনার নাই শুধু জাইনা রাখেন প্রভূদের এই এম ডি জি আর এস ডি জি না থাকলে দেশে দূর্ভিক্ষ আর বেকারত্বের অভিশাপ লাইজ্ঞা যাইত তখন আপনার ওসব বাল ফালানী Dentistry and Health গবেষনা কোন কামে আসত না। সোস্যাল সাইন্স ইজ নট সাইন্স- আসেন তাইলে অখন বগল বাজাই।

১১| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫১

অগ্নি সারথি বলেছেন: বাই দ্যা ওয়ে আপনার মত মহান দেশ প্রেমিকের উচিত ছিল পাবলিক হেলথের উপর পি এইচ ডি নেয়া, কি সব অচল ডেণ্টিস্ট্রির পিছে লাইগ্যা আছেন। ওসব দাতের বিধান ডিপ্লোমা করা পোলাপানেরা ভুড়ি ভূড়ি দেয়। অবশ্য পাবলিক হেলথে পি এইচ ডি করতেও হেডম লাগে।

১২| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১১

আবু সায়েদ মোহাম্মদ মাহমুদ বলেছেন: আবালের মত আগ বাড়িয়ে বুঝেন কেন? আমি দাঁত নিয়ে কাজ করি আপনাকে কে বলেছে? ফ্যাকাল্টির নাম দেখে সব বুঝে গেলেন? এই ফ্যাকাল্টি ওয়ার্ল্ডে ১৩ তম অবস্থানে আছে। আমি যে ডিজিজ নিয়ে কাজ করি তা একবার হলে আপনার মত জটিল লোক ও সোজা হয়ে যেত। এইখানে অস্ট্রেলিয়ান স্কলারশিপ নিয়ে পিএইচডি গবেষনা করতে আসছি গোলামি করতে নয়। কাজ শিখতে এসেছি থাকতে নয়। আপনার আচরণ গত সমস্যার কথা নাইবা বললাম। এত সমস্যা নিয়ে থাকেন কিভাবে, একটা ট্রান্সলেটারেশন নিয়ে যেভাবে বলদামি করলেন, বড় কোন ভুল হলে মনে হয় কাপড় খুলে ফেলতেন।

১৩| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৬

অগ্নি সারথি বলেছেন: অস্ট্রেলিয়ান স্কলারশিপ প্রভুদের দান নয়?? বলচেন কি মশাই! বিচার মানি কিন্তু তালগাছ আমার! ভালু।
যে হারে নিজের ঢোল পেটানো শুরু করে ছিলেন নিজের তাতে আশে পাশের মাইনসেরে গরু ছাগল ভাবা শুরু করেচিলেন। আপনারে আর সামান্য গুতাইলে প্রযত্নে, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা, গোত্র বংশ সবই বলবেন হাম্বলি।
এত্ত ফুডানোর কিছু নাই। আমি বাংলা একাডেমিতেও রিচার্স শব্দটা পেলাম না এরপর ও আপনি বলে যাচ্ছেন আপনি হেন তেন। আপনি বলছেন আপনি যে ডিজিজ নিয়ে গবেষনা করছেন তা হলে, আমি সোজা হয়ে যেতাম! আমি যেই রোগ নিয়ে রিসার্চ (নট রিচার্স) করেছি আপনি তার ভূক্তভোগী। ট্র্যাফিক জ্যামে আটকে থেকে যে সময় নষ্ট হয় তার ইকোনমিক ভ্যালু বের করেছিলাম যা বিশ্বে তখন কেউ করতে পারে নাই। আপনি ভূল বলছেন আবার সেই ভূলের সাপোর্ট দেয়ার জন্য আরেকটা প্রতিষ্ঠানের ভূলকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন। হাউ ফানি। কখনো প্রশ্ন জাগে নাই এস এর উচ্চারন কখন চ এর মত উচ্চারন হয় যখন একটা জাতির ইংরেজী উচ্চারনের নিজস্ব কোন স্বীকৃত ঢং নেই। সো সেড।

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৭

আবু সায়েদ মোহাম্মদ মাহমুদ বলেছেন: অস্ট্রেলিয়ান স্কলারশিপ কারো দান নয়, আমার কাজের ফল ভোগ করবে অস্ট্রেলিয়ান সরকার, কারন IP Right তাদের । আমি কাজটা করতে পারব বলে আমাকে সাপোর্ট দিতেছে। নিজেরি আফসোস লাগছে কেন আপনার সাথে অর্থহীন তর্ক করে সময় নষ্ট করলাম। এত বানান নিয়ে উপদেশ দেয়ার আগে দয়া করে নিজের বানানের দিকে নজর দিন। আমার একটা Transliteration ভুল ধরতে গিয়ে আপনি Research শব্দটির বাংলা অনুবাদই ভুল করেছেন। গবেষনা ( হবে গবেষণা), ভূল ( হবে ভুল, বার বার ভুল বানান লিখেছেন), উচ্চারন ( হবে উচ্চারণ), পরমানু ( হবে পরমাণু) ইত্যাদি ইত্যাদি। আমি আপনার মত সর্ব বিদ্যায় পারদর্শী নই। তাই সবাইকে আদেশের সুরে উপদেশ ঝাড়তে যাই না। আপনি নিজে অন্যদের কোন বিষয়ে উপদেশ দেয়ার আগে নিজের দিকে একটু তাকাবেন প্লিজ। যেমন বানান নিয়ে নোংরা ভাষায় এইসব লিখার আগে নিজের বানানের দিকে। ( বানান আমিও ভুল করি। কিন্তু বানান নিয়ে ধমক মেরে বিদ্যাদানে যাই না)।

উপরের পোস্টটা দিয়েছি মানুষকে সাহায্য করতে। বিদ্যা ঝাড়তে নয়।

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

আবু সায়েদ মোহাম্মদ মাহমুদ বলেছেন: অগ্নি সারথি নোংরা শব্দ ব্যাবহার করার কারনে তোমার দুইটা কমেন্ট মুছে দিলাম।

১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

অগ্নি সারথি বলেছেন: হুম। ঠিকাচে। কিন্তু একটা জাতীর অনুমোদিত কোন উচ্চারন ঢং না থাকার পর ও কখন ইংলিশ এস এর উচ্চারন কখন চ এবং সি এইচ এর উচ্চারন স হয় এটা জানাতে হবে এবং একই সাথে ণত্ব বিধান এবং ষত্ত্ব বিধানকে যে সাম্প্রতিক বাংলা ভাষা খারিজ করে দিয়েছে এই বিষয়ে সম্যক জ্ঞান লাভ তথা পুরো বাংলা ব্যকরন এবং ইংরেজী প্রনাউন্সিয়েশন পাঠ আবশ্যক।

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৪

আবু সায়েদ মোহাম্মদ মাহমুদ বলেছেন: ভুল বানান ভুল করতে থাক। অন্যের ওয়ালে গিয়ে গন্ধ ছড়াতে থাক। কিন্তু আমার ওয়ালে আর কমেন্ট করবেনা। দ্যাটস ইট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.