![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে আমার হূদয় স্পন্দনে গাথাঁ একটি নাম
সে আমার প্রিয়তম অমৃত ভালবাসা
সে আমার রক্ত দানে পাওয়া কেবল স্বাধীনতা।
বীরের রক্তে ভেজা পোশাক, আর ধর্ষিতার রক্ত মাখা শাড়ী আমার রক্তাক্ত পতাকা।
আমার প্রিয় স্বাধীনতা।
আজ এ অমৃত স্বাধীনতা লুন্ঠিত হয় ফটকাদের হস্তে।
রঙ্গিন রক্তে বয়ছে কাল কালিমা ।
নিঃশেষ হচ্ছে নীল নীলিমা।
অনি
©somewhere in net ltd.