![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কেমন আছ অনন্ত ?
তুমি কি আর ফিরবেনা ?
বিধাতার সুক্ষ নিয়ম গুলো অন্ত কোণে জড়িয়ে,
যান ওরা ভুল তোমাকে জড়িয়ে রেখেছে এক কুসংস্কার আচ্ছন্য পৃথিবীতে।
তোমার প্রতিক্ষায় নিজেকে সামাল দিতে পারিনা জান ?
কেন জানি প্রতিনিয়ত নিজেকে বড় বেমানান মনে হয।
ভেতরে রক্তাক্ত আর উপরে সবুজ,
কতটা সীমা অতিক্রম করে।
আমিত ঈশ্বর নয়, আমি ঐশ্বরিক সৃস্ট মানব
তুমি আসবে না !
আমি যে আর পারছিনা-----------------
--------------------------------অনি
©somewhere in net ltd.