নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ্নীলার বাঁধন

হ্নীলার বাঁধন

ওপেস্ট

যা কিছু ভাল তার সাথে আমি । স্বতন্ত্র

ওপেস্ট › বিস্তারিত পোস্টঃ

কপালে গজালো নাক

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

[img|http://cms.somewhereinblog.net/ciu/image/157099/small/?token_id=75741a5f14b9c8e3624e65aa01302998





কপালে নাক গজিয়ে এক ব্যক্তির নাকের এ অভিনব চিকিৎসা করার চেষ্টা চালিয়েছেন চীনের ফুজিয়ান প্রদেশের একটি হাসপাতালের চিকিৎসকরা।







আসল নাকের জায়গায় এ নতুন নাক প্রতিস্থাপন করে তাকে বাঁচানোর চেষ্টা করবেন তারা।



‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’ জানায়, ২২ বছর বয়সী ওই যুবকের নাম জিওলিয়ান। ২০১২ সালের অগাস্টে গাড়ি দুর্ঘটনায় নাকে মারাত্মক আঘাত পান তিনি।



এরপর অর্থসঙ্কটের কথা ভেবে জিওলিয়ান নাকের প্লাস্টিক সার্জারি না করে কেবলমাত্র প্রয়োজনীয় চিকিৎসাটুকুই নিয়েছিলেন।



কিন্তু সার্জারি না করার কারণে কয়েকমাস পর তার নাকে ইনফেকশন দেখা দেয়।পচন ধরতে শুরু করে নাকের তরুণাস্থিতে।ফলে তার নাক সারিয়ে তোলা ডাক্তারদের জন্য অসম্ভব হয়ে পড়ে।



আর তখনই কপালে নাক গজানোর ধারণা কাজে লাগানোর চেষ্টা শুরু করেন সার্জনরা।বিশ্বে এ ধরনের চিকিৎসা এখন পর্যন্ত আর কোথাও দেখা যায়নি।



জিওলিয়ানের কপালে ত্বকের টিস্যু বর্ধক বসিয়ে এটিকে নাকের আকৃতি দেয়া হয়। তরুণাস্থি বসানো হয় পাঁজর থেকে নিয়ে।



৯ মাসেই নাকটি পুরোপুরি আসল নাকের আকৃতিতে চলে আসে। এখন এটি খুব শিগগিরিই নাকের জায়গায় বসিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন ডাক্তাররা।



প্লাস্টিক সার্জারি বিভাগের পরিচালক গুয়ো ঝিহুই এ ব্যাপারে বলেন, “ আমরা সবচেয়ে কঠিন ধাপটি পেরিয়ে এসেছি। এখন নাকটি প্রতিস্থাপন করার কঠিন কাজটি সম্পন্ন করতে হবে।”



অস্ত্রোপচার সফল হলে জিওলিয়ান স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন বলে জানান তিনি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৪

ওপেস্ট বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.