নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ্নীলার বাঁধন

হ্নীলার বাঁধন

ওপেস্ট

যা কিছু ভাল তার সাথে আমি । স্বতন্ত্র

ওপেস্ট › বিস্তারিত পোস্টঃ

নায়িকা বনশ্রী'র পাশে দাঁড়ালেন অনন্ত

১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪







নায়ক এম এ জলিল অনন্ত এবার পাশে দাঁড়ালেন সোহরাব রুস্তম চলচ্চিত্রের আলোচিত আভিনেত্রী বনশ্রীর পাশে। বনশ্রী'র আগের সেই জৌলুস হারিয়ে যখন ফুটপাথে বাসে বাসে বই বিক্রি করছেন- ঠিক তখনই হালের নায়ক অনন্ত বনশ্রীর পাশে এসে দাঁড়ান।



জানা গেছে, চিত্রনায়িকা বনশ্রী রাজধানীর ফুটপাতে হেঁটে হেঁটে কিংবা চলন্ত বাসে ঘুরে ঘুরে যাত্রীদের কাছে নামাজ শিক্ষার বই বিক্রি করেন। এই খবর দেশের অনেক গণ্মাধ্যমে এলেও চলচ্চিত্র অঙ্গনের কেউই তখন কোনো ধরণের সাহায্য নিয়ে এগিয়ে আসেননি।



চার মাস আগে খবরটি প্রকাশ হলেও কারো সাড়া মেলেনি। গতকাল বৃহস্পতিবার সকালে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের পক্ষ থেকে এক সময়ের আলোচিত চিত্রনায়িকা বনশ্রী’র হাতে আর্থিক সাহায্য তুলে দেয়া হয়। অনন্ত জলিলের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি বনশ্রীর এই অবস্থার কথা শুনে তার পাশে দাঁড়ানোর মন্সথির করেন। সময় আর সুযোগের অভাবে একটি দেরিই হলো বলে সূত্রটি জানায়। তাই বৃহস্পতিবার সকালে এই সহায়তা বনশ্রীর নিকট পৌঁছানো হয়।



উল্লেখ্য, নব্বই দশকের চলচ্চিত্র ‘সোহরাব রুস্তম’ চলচ্চিত্রটি বেশ আলোচিত হয়। নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন। আর সেখানে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন বনশ্রী। মুক্তি-পরবর্তী ছবিটি ব্যাপক ব্যবসাসফলও হয়েছিল। ছবির নায়িকা বনশ্রীও রাতারাতি তারকা বনে গিয়েছিলেন। দামি গাড়িতে ভ্রমণ, বিলাসবহুল ফ্ল্যাটে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষেই কেটেছে বনশ্রীর সেই দিনগুলো। এক সময়ের বিতর্কিত প্রযোজক ফারুক ঠাকুর বনশ্রীকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘সোহরাব-রুস্তম’ ছবিটি। তখন বনশ্রী ফারুক ঠাকুরের বিবাহিত স্ত্রী ছিলেন বলেও গুঞ্জন ছিল। ফারুক ঠাকুর চেয়েছিলেন বনশ্রী হবে এদেশের প্রথম সারির একজন নায়িকা। এজন্য তিনি বনশ্রীর জন্য ছবিতে বিনিয়োগও করেছিলেন। সোহরাব-রুস্তমের পর বনশ্রী অভিনীত ‘নেশা’ ও ‘মহাভূমিকম্প’ নামের আরও দুটি ছবি মুক্তি পেয়েছিল। শুটিং শুরু হয়েছিল ‘প্রেম বিসর্জন’, ‘নিষ্ঠুর দুনিয়া’ ও ‘ভাগ্যের পরিহাস’ ছবির।





নায়ক এম এ জলিল অনন্ত এবার পাশে দাঁড়ালেন সোহরাব রুস্তম চলচ্চিত্রের আলোচিত আভিনেত্রী বনশ্রীর পাশে। বনশ্রী'র আগের সেই জৌলুস হারিয়ে যখন ফুটপাথে বাসে বাসে বই বিক্রি করছেন- ঠিক তখনই হালের নায়ক অনন্ত বনশ্রীর পাশে এসে দাঁড়ান।



জানা গেছে, চিত্রনায়িকা বনশ্রী রাজধানীর ফুটপাতে হেঁটে হেঁটে কিংবা চলন্ত বাসে ঘুরে ঘুরে যাত্রীদের কাছে নামাজ শিক্ষার বই বিক্রি করেন। এই খবর দেশের অনেক গণ্মাধ্যমে এলেও চলচ্চিত্র অঙ্গনের কেউই তখন কোনো ধরণের সাহায্য নিয়ে এগিয়ে আসেননি।



চার মাস আগে খবরটি প্রকাশ হলেও কারো সাড়া মেলেনি। গতকাল বৃহস্পতিবার সকালে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের পক্ষ থেকে এক সময়ের আলোচিত চিত্রনায়িকা বনশ্রী’র হাতে আর্থিক সাহায্য তুলে দেয়া হয়। অনন্ত জলিলের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি বনশ্রীর এই অবস্থার কথা শুনে তার পাশে দাঁড়ানোর মন্সথির করেন। সময় আর সুযোগের অভাবে একটি দেরিই হলো বলে সূত্রটি জানায়। তাই বৃহস্পতিবার সকালে এই সহায়তা বনশ্রীর নিকট পৌঁছানো হয়।



উল্লেখ্য, নব্বই দশকের চলচ্চিত্র ‘সোহরাব রুস্তম’ চলচ্চিত্রটি বেশ আলোচিত হয়। নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন। আর সেখানে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন বনশ্রী। মুক্তি-পরবর্তী ছবিটি ব্যাপক ব্যবসাসফলও হয়েছিল। ছবির নায়িকা বনশ্রীও রাতারাতি তারকা বনে গিয়েছিলেন। দামি গাড়িতে ভ্রমণ, বিলাসবহুল ফ্ল্যাটে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষেই কেটেছে বনশ্রীর সেই দিনগুলো। এক সময়ের বিতর্কিত প্রযোজক ফারুক ঠাকুর বনশ্রীকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘সোহরাব-রুস্তম’ ছবিটি। তখন বনশ্রী ফারুক ঠাকুরের বিবাহিত স্ত্রী ছিলেন বলেও গুঞ্জন ছিল। ফারুক ঠাকুর চেয়েছিলেন বনশ্রী হবে এদেশের প্রথম সারির একজন নায়িকা। এজন্য তিনি বনশ্রীর জন্য ছবিতে বিনিয়োগও করেছিলেন। সোহরাব-রুস্তমের পর বনশ্রী অভিনীত ‘নেশা’ ও ‘মহাভূমিকম্প’ নামের আরও দুটি ছবি মুক্তি পেয়েছিল। শুটিং শুরু হয়েছিল ‘প্রেম বিসর্জন’, ‘নিষ্ঠুর দুনিয়া’ ও ‘ভাগ্যের পরিহাস’ ছবির।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: খুবিই দুঃখের বিষয়!!!!! চিৎজগতের অনেকের শেষ বয়সে এসে এই পরিনতি হয়। :( :(

২| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৩

বেঈমান আমি. বলেছেন: গুড জব জলিল ভাইয়া। :)

৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৭

নাছির84 বলেছেন: অনন্ত জলিলকে সাধুবাদ। কিন্তু উনি কতক্ষন পাশে থাকবেন তা সময়ই বলে দেবে।
যা কিছু ভাল, তার সঙ্গে সবাই যুক্ত থাকতে চায়। জায়গাটি তাহলে সতন্ত্র ?
ভাল থাকবেন। শুভ কামনা।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১০

সুমন কর বলেছেন: অনন্ত জলিলকে সাধুবাদ।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১২

এক্স রে বলেছেন: অনন্ত কে স্যালুট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.