নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ\nরঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন।

অপ্রত্যাশিত হিমু

অপ্রত্যাশিত হিমু › বিস্তারিত পোস্টঃ

কওমি অন্ধত্ব নাকি, নাকি মৃত্যু

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩১

সকলের ধৈর্য্য ও মানবিক মনোভাব নিয়ে পোস্টটি পড়ার জন্য বিশেষ নিবেদন করা হলো।

আজ আমার ভাবির দ্বিতীয় সিজার। সিজারের জন্য বিশেষ প্রয়োজনে রক্তের প্রয়োজন। ডাঃ গতদিন কনফার্ম করেছিল দ্বিতীয় সিজারে নাকি ব্লাড বেশি প্রয়োজন হতে পারে। আজ রাতে ভাবির সাথে কথা হওয়াতে ভাবি বলল ব্লাড ম্যানেজ করা হয়েছে। আমি জানতে চাইলাম কোথা থেকে ম্যানেজ করলেন?
ভাবি উত্তরে বলল " কওমি ব্লাড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া" নামে একটি ব্লাড ডোনেট সংস্থা থেকে। আমরাও নিশ্চিত হয়ে গেলাম যে ব্লাড ম্যানেজ করা হয়েছে । চিন্তা মুক্ত থাকা যায় অস্বাভাবিক কিছু নয়।

আজ সকাল ১১টায় ভাবিকে সিজারে নেওয়ার কথা। দুঃখের বিষয় এই যে, যাদের রক্ত দেওয়ার কথা ছিল তাদের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করা হয়েছে। নাম্বার ও সুইচ অফ দেখাচ্ছে। অফিসে ফোন করা হয়েছে তারা বলছে যাদের রক্ত দেওয়ার কথা ছিল তারা নাকি আল্লামা শফী হুজুরের জানাজায় চলে গেছেন। তখন আমাদের মাথার উপর বড় আকাশটা ভেঙে পড়েছে। এই মুহূর্তে কি করি ভেবে পাচ্ছিলাম না। এত ইমার্জেন্সি কি ব্লাড কোথাও পাওয়া যায়? এবং ভাবীর শারীরিক অবস্থা ও ভালো না। ডাক্তার কি করবে কোন ভাবেই ফাইনাল ডিসিশন নিতে পারছে না। বাতাসে থুথু উড়ানো ছাড়া কিছুই করার ছিল না আমাদের। কাছে থেকে একটা অসহায় মূখের দিকে থাকাতে ও পারছিলাম না। যদি ডানা থাকত এই ব্যক্তি গুলোকে উড়াল দিয়ে নিয়ে এসে বুঝিয়ে বলতাম মৃত ব্যক্তি পৃথিবী থেকে চলে গেলে আর আসে না, আপনারা ছোখের সামনে কফিনের মৃত দেখছেন,আর আমরা দেখছি বেডের উপর বাচার আকুতি। পরিশেষেঃ আল্লাহর উপর সকল ভরসা রেখে ডাঃ রিস্ক ভন্ডিংয়ে সিগনেচার নিতে বাধ্য হল।

এখন প্রশ্ন হলঃ
১) একজন মৃত ব্যক্তির জানাজা কি ইম্পোরট্যান্ট হয়ে ছিল যে আরেকজন মানুষকে বিপদে রেখে?

২) একজন ব্যক্তি পরলোক গমন করেছে, আর একজন মা তার সন্তানকে মুক্তি করার জন্য বার বার অসহায়ত্বের দৃষ্টি খুলে দেখছে কওমির মাদ্রাসার কোন লোক আসছে কি না। ব্লাড ডোনেট করতে। কোনটা ইম্পোর্টেন্ট ছিল? প্রতিশ্রুতি বা ওয়াদা বদ্ধতা, নাকি মৃত ব্যক্তির জানাজা? ('হে ইমানদারগণ, তোমরা অঙ্গীকারগুলো পূর্ণ করবে।' (সুরা আল-মায়িদা, আয়াত :১)

৩) প্রতিশ্রুতি বা ওয়াদাবদ্ধ যখন হয়েছিল তারা তখন ও কি জানত না আগামীকাল আল্লামা শফি সাহেবের জানাজা?

৪) ব্যক্তি অন্ধত্ব হওয়া খারাপ কিছু না। জীবিত ও মৃতের পার্থক্য বুঝাটাই সফলকাম নয় কি?

যাইহোক, কওমি ব্লাড ব্যাংক একটি মানবিক ব্লাড ডোনেট প্রতিষ্ঠান,সমাজের নানামুখী সমস্যা নিয়ে হোক আপনাদের পথচলা, কিন্তু আমরা আপনাদের কাছে এটাই প্রত্যাশা করব ব্যাক্তির প্রভাব যেন প্রতিষ্ঠানে না পরে যায় এবং রক্ষক যেন রক্ষক ই থাকে।

বিঃদঃ : আমার লেখার উদ্দেশ্য কোন ব্যক্তিগত বিষয়ের উপর বা প্রাতিষ্ঠানিক মান ক্ষুন্ন নয়।

লেখক : রাজ সোহল। রিপোর্টার: দৈনিক ফ্রন্টিয়ার, ও অনলাইন নিউজ পোর্টাল newskantho.com

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০০

নতুন বলেছেন: জ্ঞানের অভাব হলেই এমন করে মানুষ।

তারা আগে রক্ত দিয়ে জানাজাতে যেতে পারতো।

মানুষের জীবন আগে তারপরে সবকিছু। এই বোধটুকু আসতে অনেকটা জ্ঞান দরকার সেটা ঐ ছাত্রদের মাঝে এখনো আসেই।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কিছু লোকের এমন ধারনা,জানাযায় বেশি লোক হওয়া মানে সেই লোক খুব ভাল লোক ছিল।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৯

নতুন নকিব বলেছেন:



হুজুগে মেতে ওঠা ভালো নয়।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: মাদ্রাসার শিক্ষা আমার ভালো লাগে না। যদিও অনেকে বলেন, মাদ্রাসার শিক্ষা ইহকাল পরকাল দুই জাহানের জন্য।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৭

ঢাবিয়ান বলেছেন: সারা দেশে ব্লাড ডোনারের এতই আকাল !!!!!!!!!

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২২

ইফতি সৌরভ বলেছেন: এমন জরুরী মুহূর্তের জন্য সব সময় Plan B রেডি থাকা উচিত। ব্লাড ব্যাংক নিশ্চিত করলেও অনেকেই পরিচিতদের তৈরি রাখেন এ সব ক্ষেত্রে। যাইহোক, আপনার ভাবীর এখন কি অবস্থা? পরবর্তীতে অবশ্যই "ঢাবিয়ান" এর কথাটি মাথায় রাখবেন আর কওমি সমাজের কাছে আপনি- আমার চেয়ে আল্লামা শফি সাহেবের কদর অনেকককককক বেশি!

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৯

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: আপনি একতড়ফা কথা বলেছেন। যারা ব্লাড দেবে তারা যদি না জেনে থাকে আপনার ভাবীর অবস্থা তাহলে কি তারা দায়ী? জানলেও তাদের কাছে যেটা জরুরী মনে হয়েছে সেটাই করেছে। যিনি মারা গেছেন তিনি এদের কারো কারো কাছে পিতৃতূল্য।
ব্লাড দেয়া ভলেন্টারি ব্যাপার, এতে কোন জোর নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.