নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি করিলে বল পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে...

কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...

সাঁঝবাতি'র রুপকথা

মেয়ে তুমি স্থির থেকো ...নৈঃশব্দ্য ছুঁবে তোমাকে ...একাকী নৈঃশব্দ্য ...

সাঁঝবাতি'র রুপকথা › বিস্তারিত পোস্টঃ

আমি মনে হয় খুব হিংসা পরায়ন ...

১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০২

এইচ এস সি পরীক্ষার ফল দিয়েছে । এই দিনটি এলেই ৭ বছর আগের এমন দিনের আনন্দ ও উত্তেজনার কথা মনে পরে যায়, ঠিক ততটুকুই আনন্দ পাই, যা ওইদিন পেয়েছিলাম । কিন্তু গত ২ বছর ধরে আমার ব্যক্তিগত আনন্দের পাশাপাশি কিছু ব্যাপার নিয়ে খুব মন খারাপ হয়ে যায়। যেমন ধরেন ...

১। আজ কোন একটা পত্রিকার হেডলাইন দেখলাম "এইচ এস সি পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য"... দেখে মনের অজান্তেই হাসি চলে আসল, কারন সবাই জ়িপিএ ৫ পেয়েছে, ঈর্ষা করার মত কেউ নাই...!

২।শুধু শুধু ছেলেমেয়ে গুলোর ভবিষ্যত নষ্ট করে দেয়া হচ্ছে এই ভালো ফলাফলের নামে। এরা কোথায় ভর্তি হবে? জ়িপিএ ৫ পেয়ে নরমাল ডিগ্রী, অনার্স ভর্তি হবে কলেজগুলোতে? আমার কেন জানি সন্দেহ হয়, প্রাইভেট ভার্সিটি গুলোর সাথে শিক্ষা বোর্ড এর লোকজনের কোন আতাত নেই তো ...?

৩। শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান বলেছেন, "১২ বছর পড়াশোনার পর একজন শিক্ষার্থীকে ফেল ঘোষনা করা হবে কেন?"...

উনার কথা শুনে আমার প্রশ্ন জাগে, তাহলে আমি কেন শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান হতে পারব না ?

৪। এ বছর যারা এইচ এস সি পাস করেছেন, ২০০৬ সালে তারা এসএসসি পাস করেছিলেন৷ তখন এস এস সি পরীক্ষায় পাশের হার ছিল ৫৯ দশমিক ৪৭ শতাংশ৷ ওই শিক্ষার্থীরাই এ বছর এইচ এস সি পরীক্ষা দিয়েছিলেন৷ কিন্তু পাস করেছেন ১৫ দশমিক ৩৮ শতাংশ বেশি৷

এটা কিভাবে হলো ঠিক বুঝতে পারছিনা । প্রতিভার কি নিদারুন অপচয়, ভাবতেই খুব খারাপ লাগে।

আমার মনে আছে আমাদের সময় ষ্টার মার্ক্স পেত খুব বেশী হলে ৮ হাজার কি ১০ হাজার। আর এখন এ+ পায় ১৯ হাজার। এর ২টা মানে হতে পারে, হয় তারা আমাদের চেয়ে অনেক অনেক বেশী মেধাবী অথবা তাদের ভুল ধারনা দেয়া হচ্ছে যে তারা মেধাবী। পরের টা হওয়ার ই সম্ভাবনা বেশী। এই ভুল ধারনা যে কতটা ক্ষতিকর হতে পারে তাদের জন্যে এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি।

আর কিছু লিখতে ইচ্ছা করছে না। অভিনন্দন সবাইকে ঈর্ষনীয় ফলাফলের জন্যে ...

মন্তব্য ৫৬ টি রেটিং +১৮/-১

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৩

সীমানাহীন বলেছেন: হ আমিও তাইলে।

১১ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২২

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আসেন, আমার দলে আসেন ...

২| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৩

নির্বাক সুশীল বলেছেন: রেসিডেন্ট ভাঁড়ের থেকে অবশ্যই কম।

১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৫

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: রেসিডেন্ট ভাঁড় কে ...?
চিনেও ঠিক চিনতে পারছি না ...

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৫

মুহিব বলেছেন: সহমত। আমিও তাহলে হিংসা পরায়ন

১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৭

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আসেন, আমার দলে আসেন ...

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৭

নির্বাক সুশীল বলেছেন: হেলমেট

১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২২

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: এখন তো মাথায় হেলমেট দেহি না...

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৩

জামালiiuc বলেছেন: @ লেখক। ৪। এ বছর যারা এইচ এস সি পাস করেছেন, ২০০৬ সালে তারা এসএসসি পাস করেছিলেন৷ তখন এস এস সি পরীক্ষায় পাশের হার ছিল ৫৯ দশমিক ৪৭ শতাংশ৷ ওই শিক্ষার্থীরাই এ বছর এইচ এস সি পরীক্ষা দিয়েছিলেন৷ কিন্তু পাস করেছেন ১৫ দশমিক ৩৮ শতাংশ বেশি
একমত নই।

আচ্ছা দেখুন যে ৫৯.৪৭ শতাংশ পাস করে এইচ, এস, সি তে ভর্তি হয়েছে তাদের মধ্যে থেকে আবার প্রায় ২৫ শতাংশ ফেল করেছে।
কারণ ফেল করা ৪০.৫৩ শতাংশ শিক্ষার্থী তো এইচ, এস, সি তে ভর্তি হতে পারে নি।

১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৫

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ভাইরে, এই পয়েন্ট টা নিয়া আমিও খুব বেড়াছেড়ার মধ্যে আছি ...
কিন্তু কথাটা আমার না ...
প্রথম আলো রিপোর্টারের ...

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৮

জামালiiuc বলেছেন: প্রথম আলো রিপোর্টার কি লিখল তা নিয়ে চিন্তা করার দরকার নাই।
আপনি নিজে চিন্তা করবেন।
কারণ অন্যের কথা অকপঠে মেনে নেবেন তা কি করা হয়।
যেখানে তথ্য প্রমাণ থাকে।
ধন্যবাদ।

১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৩

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: তো আপনার কাছে এই টা কি ঠিক তথ্য মনে হচ্ছে না?
এইটা তো জাষ্ট নরমাল তথ্য...
২০০৬ সালে এস এস সি পাশের হার কত ছিল আর এই বছর এইচ এস সি র পাশের হার কত ...
এইটা তে এত চিন্তা ভাবনার কি আছে বুঝলাম না ...

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২১

পথিক মানিক বলেছেন: পোস্ট ভালো লাগছে। প্লাসাইলাম...।

১১ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১১

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ...
আপনার পোষ্ট কম দেখি মনে হয় ...

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৯

জামালiiuc বলেছেন: ২০০৬ সালে এস, এস, সি তে পাশ করা শিক্ষার্থীরাই তো
এইচ, এস, সি ভর্তি হয়েছিল।
তাহলে ১০০% পাশ করার কথা।
২৫% ফেল করল।
এই ২৫% ছাত্র তো এস, এস, সি তে ৫৯% পাশ করা ছাত্রদের মধ্যে থেকে ফেল করল।

১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৩

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: গত বছরে যারা ফেল করেছে তাদের মধ্যে কিছু আমার এই বছর পাশ করেছে ...
২০০৬ সালে এস, এস, সি তে ৫৯% পাশ করেছিল ...এটা নিশ্চিত ...আমি আবার ভেরিফাই করেছি ...

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৭

নাঈম বলেছেন: সুন্দর বিশ্লেষণধর্মী পোষ্ট

+++++

১২ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৬

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ...
অনেক আগে উন্মাদ পড়তাম ...
খুব ভালো লাগত ...

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৯

ভালোকথা... বলেছেন: আপনি তাদের খাটো করছেন কেন ?

১২ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৯

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আমি কাউকে খাটো করছি না ...

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১০

জলের লজ্জা... বলেছেন: আমিও একমত।
আপনাকে ধন্যবাদ।

১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪২

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আপনাকেও ধন্যবাদ ...

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১১

কঁাকন বলেছেন: আমার ভাই আগামি বছর দিব দোয়া কইরেন যেন ঈর্ষনিয় সাফল্য বজায় থাকে
পোস্ট ভালো হইছে
ভালো থাকেন

১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৩

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: বুঝলাম না কিছু ...
আপনি আগামী বছর পরীক্ষা দিবেন ...?
তাই নাকি? তাই নাকি?

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৮

কঁাকন বলেছেন: আমি না আমি পুরান আমলে মানে ২৯৯১ এ দিছি
এখন দিলো ষহিউর এ+ পাইতাম ;)

আমার ভাই দিবে
বিশাল বেকুব এস এস সি তে দুনিয়ার সবাই এ+ পাইছে সে পায়নাই
দোয়া কইরেন এইচ এস সি তে যেন পায়

১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৭

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: নিজের ভাইরে বেকুব কইতে নাই ...

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৮

কঁাকন বলেছেন: ২৯৯১==২০০১

১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২১

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ২৯৯১ দেইখা ভয় পাইয়া গেসিলাম ...
ভাবতেসিলাম মঙ্গল গ্রহে চইলা আইসি নাকি ...

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৩

নিহন বলেছেন: এ +,দিলাম ।।

১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৭

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আপনাকে গোল্ডেন এ+ দিলাম ...

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৩

কখগঘ বলেছেন: হ!!!! তরে কইছে, তুই বেশি জানস....

১১ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৪

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: হে হে হে হে
আপনি কম জানেন বইলা আমি বেশী জানুম না এইতা কই লেখা আছে...?

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৬

জেরী বলেছেন: [img|http://media.somewhereinblog.net/images/thumbs/Jerry008_1221122631_1-ATT00013.jpg

আপনার সাথে একমত তাই++++++++কিন্তু হিংসা করা ভালো না।যাইহোক,আপনার জন্য গিফ্‌ট(গার্ল ফ্রেন্ড) পাঠালাম।

১১ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৪

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আহারে ... নিয়তি ও চায় না আমার একটা গার্লফ্রেন্ড হোক ...
আহাহা ...

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০১

জেরী বলেছেন: সরি ভাই,ছবিটা আসলোনা

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩০

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: কি ছবি ছিলো অইটা ...?

১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৮

কঁাকন বলেছেন: we have deleted your recent post. if you have any questions/seggesions/opinion/request, please write us to "kono somoshsha", not on the glog page. also note that what you may see as fun could be harrassment/personal attack/painful to others and it may encourage some bloggers to start harassment aga

১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৯

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: খিক খি ক খিক খিক খিক
"কোন সমস্যা ...?"

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬

কঁাকন বলেছেন: সাঝু, রাতমজুর, বিবর্তনবাদী, আউলা, সবাক
এদের কার সাথে মডুদের সরাসরি কানেকশন আছে?
X((

১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আমার সাথে নাই ...ঃ)
বিশ্বাস করেন ...
আপনার কাছে মিথ্যা কথা কমু না ...

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫

কঁাকন বলেছেন: আফনে বিশ্বাস করতে কন আপনের গার্লফ্রেন্ড নাই???

১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৮

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আমার মেয়েবন্ধু আছে ...
কিন্তু প্রেমিকা নেই...
:(

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮

নির্বাক সুশীল বলেছেন: আমার গার্লফ্রেন্ড নাই।
আমার হলুদ দাঁত দেইখা কেউ আসে না।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৮

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আহারে ...
আহারে ...
কষ্টই কষ্ট ...

২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩২

আবু সালেহ বলেছেন:

হ , আমিও তাই কই.....


রেজাল্ট দিনে দিনে ভাল হইতাছে....সব ভালা স্টুডেন্ট হইতাছে মনে হয়...

১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৯

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আর বইলেন না ...
নিজেরে খুব ছুডু লাগে অগর কাচে ...

২৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৮

কঁাকন বলেছেন: সাঁঝু কেমন আছেন?
মেইল পাইছেন?

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৮

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আপনি আমাকে মেইল করসেন?
পাইনাই তো?
কাহিনী কি?
আচ্ছা , আবার করেন
[email protected]
[email protected]

২৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪

~টক্স~ বলেছেন: আমি এইচ,এস,সি পাস করেছি ৪ বছর হয়, তখনো মানুষ এত এ প্লাস পেতোনা, যেমনটা এখন দেখতে পাই। আর আপনার ধারনাই ঠিক আছে। দ্বিতীয় কারনটাই আমার কাছে সত্য মনেহয়।

১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৯

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আমারো তাই মনে হয় ...
এবং এদের জন্যে মায়া হয় ...

২৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৬

মুনতাসীর মারুফ বলেছেন: কি দরকার ছুডু বাইবইনদের মনে কষ্ট দেওনের। আমরা আমদের মতোন বালা আছিলাম , তারা তাদর মতোন থাউক না। তাদরকে আরো বালা করণের জইন্য উৎসাহিত করণই উচিত কর্ম। টেস্ট ফেল করা পুলাপাইনরে আসল পরীক্ষাত বসতে না দিলে পাশের হার বাইড়া যাওনেরই কতা। তয় এইডাই হয়, না পিছে 'বড়কর্তা'দের কোন খেইলতামশা আছে, তা এই ক্ষুদ্র মস্তিষ্কে ধরবার পারল না।

১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: কিন্তু ভাইজান , উৎসাহ দিতে যায়া তাদের ভবিষ্যত যে নষ্ট হয়া যাচ্ছে ...
এইজন্যেই আমার কষ্ট লাগে ...
যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ ...

২৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৬

ভাঙ্গা পেন্সিল বলেছেন: সহমত

যদিও আমি এ+ বন্যায় ভেসে আসা একজন:D

২১ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৯

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ...

২৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৩

মৈথুনানন্দ বলেছেন: ইসকা মতলব হ্যায় তু হামসে করিব করিব চার সালকা ছোটা হ্যায়।

০৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:০৯

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আপ বিলকুল ঠিক হ্যায় ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.