নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

সেই কাঙ্খিত লাইন টা আর শোনা হয় না !

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১

-ভাবী ?

-বল !

-দেখো তো মা কোথায় ??

-আশে পাশে নাই ! কেন ? ডাকবো ?

-না । একটু দরজার কাছে দাড়াও না !!

এই কথা টা বলেই মিলি অন্য দিকে তাকালো । মিলির ভাবি অন্তু বলল

-সুমন কে ফোন দিবি ?

-হুম !!

-আচ্ছা ফোন দে ! আমি দাড়াচ্ছি !!

অন্তু দরজার কাছেই দাড়ায় । মিলি মোবাইল ফোনটা হাতে নিয়ে সুমনের নাম্বারে ফোন দেয় !

একবার রিং হতেই সুমন ফোন কেটে দেয় ! মিলি জানতো এমনই হবে । একবার রিং হবার সাথে সাথেই সুমন ফোন কেটে দেবে ! মাঝে মাঝে মিলির ভাবতে অবাক লাগে সুমন এই কাজটা কিভাবে করে । ফোন করার সাথে সাথেই ফোন কেটে দেয় । সারাক্ষন কি মোবাইল হাতে নিয়ে বসে থাকে ?

একদিন এই কথাটা সুমন কে জিজ্ঞেসও করেছিল । সুমন কেবল হেসে বলেছিল

পাখি তুমি যখনই আমার কাছে ফোন দাও আমি টের পাই !! আগে থেকেই টের পাই !

কে জানে পায় কি না !!

মিলি বুঝতে পারে না !

এই সুমনের ফোন এসে হাজির !

-হ্যালো !!

-মন ভাল ?

-আছি কোন রকম !

-তার মানে ভাল না ?

মিলি কোন কথা বলে না ।

সুমন আবার জানতে চায়

-শরীর খারাপ নাকি ?

-নাহ । শরীর ঠিক আছে !

-তাহলে ? কি হয়েছে ? প্লিজ বল না কি হয়েছে ?

-দেখ !! এতো কথা বলতে ভাল লাগছে না । একবার বললাম না কিছু হয় নি !!

একটু যেন কড়া শোনালো নিজের কাছেই । মিলি নিজেকে সামলে নিল ।

প্রতিবার নিজের কাছে ওয়াদা করে যে সুমনের সাথে কিছুতেই খারাপ ব্যবহার করবে না তবুও হয়ে যায় । এখন নিশ্চই বেচারা মন খারাপ করবে !

সুমন বলল

-আচ্ছা ! আচ্ছা ! রাগ কর না ! আমি আর জিজ্ঞেস করছি না ! সারা দিনে একবার মাত্র ফোন কর । একটু হাসি মুখে কথা বল প্লিজ ! আসলে বার বার জানতে চাই কেন জানো ?

-কেন ?

-সারাদিনে তোমার কথা ছাড়া তো আর কিছু ভাবি না, তাই তোমার কিছু হলে নিজের কাছে, নিজের মনের কাছে কিছুতেই শান্তি লাগে না । তাই !!

-আমি সব সময় তোমার উপর খুব রাগ করি না তাই না ?

-না ! না ! ঠিক আছে !! আমার উপর রাগ কবে না তো আর কার উপর রাগ করবে বল ??

-আর রাগ করবো না তোমার উপর ! আমার যখন বিয়ে হয়ে যাবে তখন তো আর তোমার রাগ করতে পারবো না !

-মানে ??

মিলি চুপ করে রইলো ! কি বলবে ঠিক বুঝতে পারছে না । একবার মনে হল বলে যখন ফেলেছে পুরো টুকু বলেই ফেলে । তখনই চোখ গেল অন্তুর উপর । অন্তুর কানেও গেছে কথাটা ! নিরবে মাথা নাড়াচ্ছে । মিলি যেমন জানে অন্তুও খুব ভাল করে জানে এই সত্যটা জানার পর সুমন কিছুতেই ঠিক থাকতে পারবে না !

মিলি তবুও বলল

-হুম ! যদি আমার বিয়ে হয়ে যায় হুট করে তখন আমিতো পরের বউ হয়ে যাবো !!

-দেখ পাখি ! সারাটা দিনে তুমি একটা বার ফোন দাও ! তারপরেও যদি এমন কথা বল তাহলে কিন্তু মনটা সত্যি খারাপ হয়ে যায় !

মিলি বলল

-সত্যি বলছি ! আমার বিয়ে হয়ে গেছে । গত শুক্রবার !

-তাই না ? আমাকে দাওয়াত দিলে না ?

মিলি একটু হতাশ হয় ! সুমন ওর কথা বিশ্বাস করে নি । ওর কথা শুনে বুঝা যাচ্ছে যে ও বিশ্বাস করে নি ।

আজ অনেক সাহস করেই মিলি বলেছিল কথাটা । মিলি আবার বলল

-আমি সত্যি বলছি !

-ভাল কথা ! শুনো তোমার বিয়ে হয়ে গেলে সবার আগে আমি জানতে পারবো বুঝতে পেরেছো ?

-কিভাবে ?

-সেটা আমি তোমাকে বলব না । এখন এসব কথা বাদ দাও .......

সুমন আরো কিছু বলতে গেল কিন্তু মিলি বলতে দিল না । অন্তু হাতের ইশারা করছে তার মানে মা চলে এসেছে ! মিলি বলল

-আচ্ছা মা আসছে ! আমি রাখি !

-কেন রাখবা ? তোমার না বিয়ে হয়ে গেছে ! তোমার মাকে বল যে তুমি তোমার হাসবেন্ডের সাথে কথা বলছো !!

মিলি চুপ করেই রইলো ! মিলি এই কথাটা বলতে পারবে না । মিলি জানে যে ওর নতুন স্বামী এখন ছাদের উপর বসে চা খাচ্ছে ! একটু আগে ও নিজই তাকে চা দিয়ে এসেছে ।

চা দিয়ে নিচে এসেছে !!

মিলি আবার বলল

-আচ্ছা আমি রাখি !!

-যেও না ! প্লিজ !!

-রাখি !!

ওপাশ থেকে খানিক নিরবতা !! সুমন বলল

-আচ্ছা ! রাতে ফোন দিও !! কেমন ?

-নাহ পারবো না !

-কেন ?

-দেখ ! এই কেনর উত্তর আমার কাছে নাই !!

মিলি জানে এই কথা শুনে সুমনের মন খারাপ হবে ! কিন্তু মিলির কিছুই করার নাই ।

সুমন বলল

-আচ্ছা !! আই লাভ ইউ !

-এই কথাটা বলতে পারছি না !!

-কেন ?

-আমি রাখি !!

মিলি আর কোন কথা বলল না । ফোন রেখে দিল !

ফোন রেকেহই দেখলো ওর চোখ দিয়ে পানি পরছে । অন্তু কাছে এসে বলল

-কি বলল ?

-বিশ্বাস করলো না । আজ অনেক কষ্ট করে বলেছিলাম । আসলে ও ঠিক মত বিশ্বাস করতে পারবে না আমি ওকে রেখে অন্য কাউকে বিয়ে করতে পারি !! আর যেদিন ও কথাটা জানতে পারবে সে দিন কি করবে কে জানে ?

অন্তু কিছু বলল না !!

মিলি আবার বলল

-ভাবী ও যদি সত্যি কিছু উল্টা পাল্টা করে ফেলে তাহলে আমি নিজেকে কোন দিন ক্ষমা করতে পারবো না ।

-কিন্তু তোর তো কিছু করার ছিল না । এটা কি ও বুঝবে না !!

মিলি চুপ করে রইলো !!

-দেখ মিলি ভাগ্যে যা ছিল তাই হয়েছে !! এখানে কারো কিছুই করার নাই !!

মিলি আরো কিছু বলটে যাচ্ছিল তখনই মিলির মা এসে হাজির !! মিলির দিকে তাকিয়ে বলল

-কি রে তুই এখানে কেন ? জামাই না ছাদে রয়েছে !! যা যা জলদি যা !!

মিলি আর কিছু না বলে হাটা দিল ।

মিলির মনটা আরো বেশি খারাপ হয়ে রইলো । সুমনে রআই লাভ ইউ এর প্রতিউত্তরে আই লাভ ইউ টু বলাটা উচিৎ ছিল । বেচারা এখন নিশ্চই মন খারাপ করে রইবে !!

মিলি ভাবলো রাতে আর একবার ফোন দেওয়ার চেষ্টা করতে হবে !!

আর একবার কথাটা বলতে হবে !!





এদিকে সুমন রাতের বেলায় ফোনের অপেক্ষায় বসেই রইলো !! কিন্তু সেই কাঙ্খিত ফোন আর এল না !!









আসলেই ফোনের জন্য বসেই থাকি সারাটা সময় ! মনের ভিতর প্রতি মুহুর্তেই মনে হয় এই বুঝি সেই কাঙ্খিত ফোন টা বেজে উঠবে !! কিন্তু সেই ফোন আর বেজে উঠে না !! সেই কাঙ্খিত লাইন টা আর শোনা হয় না !

মন্তব্য ৫৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

গুরুমিয়াঁ বলেছেন: ভাল লাগলো,+++++++++

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগা রইলো।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

মাক্স বলেছেন: কাঙ্খিত লাইন টা বোধহয় আর শুনতে পাব না :( :( :(

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

অপু তানভীর বলেছেন: :(:(:(

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

চে সিমান্ত বলেছেন: ++++++++

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন: ভালোলাগা।
সুমনের জন্য সমবেদনা। :(


লেখাতে কিছু শব্দ এলোমেলো হয়ে গেছে .... মিলিয়ে পড়ে নিলাম। এডিট করে দিয়েন ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

অপু তানভীর বলেছেন: ঠিক করে দিয়েছি !!

ধন্যবাদ !!

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

হুমায়ুন তোরাব বলেছেন: vai apnare unusorone rakhc.apnar lekha kenw daily porte asi janen?
apnar lekha porle mon vlo hbe ei ashai..r apni ??
swapno vangle jemn kstw hy temni prottasha vangleo kstw lage..
minus dilam...

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

অপু তানভীর বলেছেন: :(:(:(

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১

নিরপেক্ষ মানুষ বলেছেন: তারপরেও আপনার তো তেমন কথা বলার একজন হলেও আছে কিন্তু আমাদের তো তাও নেই

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

অপু তানভীর বলেছেন: এই টা আরো বেশি কষ্টের !! :(:(:(

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১

মোঃ মাহ্ফুজুর রহমান বলেছেন: সেই কাঙ্খিত লাইন টা আর শোনা হয় না !..............
ভালো লাগা রইলো।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

শান্তা273 বলেছেন: ভালো লাগলো।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

শ্রাবণ জল বলেছেন: সুমনের গল্পের লাস্টে হঠাৎ "আমি" কেন??

নিজের গল্প??

যাই হোক , লেখায় ভাল লাগা।

মেয়েটার বিয়েতে রাজি হওয়ার কারণটাও গল্পে উল্লেখ থাকলে আরেকটু পূর্ণতা পেত কাহিনি টা।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪

অপু তানভীর বলেছেন: কি জানি নিজের গল্প কি না !!
আপনাকে একদিন বলেছিলাম না আপনার নামটা খুব পরিচিত !! এই গল্পটা যাকে নিয়ে লেখা তার নাম আর আপনার নামের ভিতর আশ্চার্য মিল !!

আর গল্পের সেই পূর্ণতার অংশ টুকুর কথা আমি নিজেই জানি না ! জানলেও মনে করতে চাই না !!

ভাল থাকবেন !!

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১২

আশিক আহমেদ বাপ্পী বলেছেন: তার কি আসলে বিয়ে হয়ে গেছে নাকি ?
বৃহস্পতিবারে একটা পোষ্ট দিছিলেন কষ্টের...
কাহিনি কি ভাইয়া ??????

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

অপু তানভীর বলেছেন: :(:(:(

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১২

লোনলিফাইটার বলেছেন: ভালো লাগা রইলো অপু :)

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ভাই !!

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১০

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: :(

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

অপু তানভীর বলেছেন: :(:(

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১১

তুহিন সরকার বলেছেন: অপেক্ষার কি আর শেষ আছে ভাই?
শুভকামনা রইল।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

অপু তানভীর বলেছেন: হুম !!! :(:(:(

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

জাকারিয়া মুবিন বলেছেন: ভাল লাগলো। +++

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

লাবনী আক্তার বলেছেন: মনের ভিতর প্রতি মুহুর্তেই মনে হয় এই বুঝি সেই কাঙ্খিত ফোন টা বেজে উঠবে !! কিন্তু সেই ফোন আর বেজে উঠে না !! সেই কাঙ্খিত লাইন টা আর শোনা হয় না

:( :(

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

অপু তানভীর বলেছেন: :(:(:(:(

১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

বিকেল বলেছেন: অপেক্ষা করতে করতে ক্লান্ত সুমন নিজেও তো ফোন করতে পারে ।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

অপু তানভীর বলেছেন: বিকেল ভাইরে সেই সুযোগ যদি থাকতো তাহলে সুমন সারা দিনই ফোন দিতো !!
কিন্তু ......................... :(:(:(

১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

শায়মা বলেছেন: :(

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

অপু তানভীর বলেছেন: :(:(:(:(

১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

অনীনদিতা বলেছেন: হুম:(

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

অপু তানভীর বলেছেন: :(:(:(

২০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

সপ্নাতুর আহসান বলেছেন: ভাল পোস্ট।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

২১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

নূরূল ইমরান বলেছেন: মন কি বেশি খারাপ, ব্রাদার?

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

অপু তানভীর বলেছেন: :(:(

২২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

রীতিমত লিয়া বলেছেন: ১১ নং ভাললাগা। গল্প দুঃখজনক :(

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
:(:(:(

২৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

শীলা শিপা বলেছেন: খুবই দূঃখজনক :(

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

অপু তানভীর বলেছেন: :(:(:(

২৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২

আমি তুমি আমরা বলেছেন: :( :( :(

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

অপু তানভীর বলেছেন: :( :( :(

২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫০

একজন আরমান বলেছেন:












৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

অপু তানভীর বলেছেন: :| :| :|

২৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

একজন আরমান বলেছেন:
তুমি জানো আমি কখনো এই রকম ফাঁকা কমেন্ট করি নাই এর আগে।
কিন্তু রাতে পড়ে মন এতো খারাপ হয়ে গিয়েছিল যে আর কিছু লিখতে ইচ্ছা করে নাই।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

অপু তানভীর বলেছেন: :(:(:(

২৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

বটবৃক্ষ~ বলেছেন:
এমন অবুঝ সুমনদের জন্য কিছু বলে সান্তনা দেবার সাধ্য জগতের কারো নেই...... :( :( :(

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

অপু তানভীর বলেছেন: কারো নাই !! আসলেই কারো নাই !!

২৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

শাহজাহান মুনির বলেছেন: আসলেই ফোনের জন্য বসেই থাকি সারাটা সময় ! মনের ভিতর প্রতি মুহুর্তেই মনে হয় এই বুঝি সেই কাঙ্খিত ফোন টা বেজে উঠবে !! কিন্তু সেই ফোন আর বেজে উঠে না !! সেই কাঙ্খিত লাইন টা আর শোনা হয় না ! জটিল। +++++++

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.