নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

তানজিনার স্বপ্ন পূরণের গল্প !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮



আজ তানজিনার মন খারাপ । খুব খারাপ !

মানুষ এমন করে কেন?

এমন কেউ করে ?

বছরে একটা মাত্র দিন আসে ? সেই দিনও কি কাজ করতে হয় ? একটু ছুটি নেওয়া যায় না ?

তানজিনা ঠিক করে রেখেছে ও এবার অপুর সাথে কোন কথা বলবে না ! ঐ ফাজিল ছোকরার সাথে কোন কথা নাই !

বলতে বলতে তানজিনার মোবাইলে মেসেস এসে হাজির !

-হেই পাখি ! কি খবর !

তানজিনা লিখলো

-পাখি মরে গেছে !

-ছিঃ এমন কথা কেন বল ?

-তাহলে তুমি আমাকে কেন কষ্ট দিচ্ছ ? আজকে কেন দেখা করছো না ? সবাই তার মনের মানুষদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি ঘরের ভিতর শুয়ে আছি !

-কি করবো পাখি ? কাজ করতে হয় তো ! বস তো ছুটি দিল না !

-যাও তুমি তোমার বসের কোলের ভিতর গিয়ে বসে থাক ! আমার সাথে আর কথা বলবা না ! তোমার সাথে আড়ি ! আড়ি ! আড়ি !



তানজিনা জানে অপু ওকে ভালবাসে ! কিন্তু ওর মত করে ভালবাসে না ! এইটা নিয়েই তানজিনার যত অভিযোগ ! কেন বাসে ওর নিজের মত করে !!

তানজিনা একটা ট্রিহাউজের খুব শখ ! ও সারা জীবন এই স্বপ্ন দেখেছে যে ওদের একটা ট্রিহাউজ থাকবে ! সেখানে বিয়ে পর ওরা হানিমুনে যাবে ! একসাথে সময় কাটাবে !



কিন্তু হায় ! অপু সেই সময় কোথায় ?

তানজিনা ওকে বলেছিল একটা ট্রিহাউজের কথা !

শুনে অপু এমন হাসি দিয়ে ছিল যেন তানজিনা খুব ভাল একটা জোকস বলেছে !

তারপর আর কিছু বলেনি কিন্তু মনের ভিতরে সেই ইচ্ছাটা রয়েই গেছে ! কিন্তু কিছু করার নাই মন খারাপ করা ছাড়া !

এমন কেন হয় ? ওকে কেউ বুঝতে চায় না কেন ?

খুব বেশি তো কখনই চাওয়ার নেই ! অবশ্য অপুও ওর কাছে থেকে খুব বেশি কিছু চায় নি কখনও ! ও যা বলেছে সব সময় তাই মেনে নিয়েছে ! কিন্তু চাকরী হওয়ার পর ওকে একদম দিতে পারছে না । তানজিনার মন খারাপ হয় কিন্তু এটা ও মেনে নিয়েছে ! অবশ্য ছুটির দিন গুলোতে অপু ওর সাথেই থাকে !

অপুর সব থেকে পছন্দ রিক্সায় কে করে ঘুর বেড়ানো ! শুক্রবার সকাল বেলায় ও হাজির হয়ে যায় !

সেই দিন তানজিনাকে ওর পছন্দ মত সব কিছু করতে হয় ! আগের দিন বেশ কয়েকবার ফোন করে বলে দেয় হাতে মেহেদি দিতে ! অপু মেহেদি রাঙা হাত খুব পছন্দ ! এই কাজটা তানজিনা খুব মন দিয়েই করে ! আজকেও ও হাতে মেহেদি দিয়েছে খুব যত্ন করে !



কিন্তু গতকাল অপু ফোন করে বলল যে ওর ছুটি নাই ! বস ছুটি দেয় নাই ! তানজিনার এতো কান্না আসছিল ! সব অভিমান গিয়ে পড়লো অপু উপর !

বাচ্চা মেয়ের মত করে বলল

-তুমি আমাকে আর ভালবাসো না !

-এসব কি বল ? বস ছুটি না দিলে আমি কি করবো ?

-যাও ! আমার চেয়ে তোমার কাছে তোমার বসই বড় হল ! বিয়ের আগেই এই ! বিয়ে হলে তো আমাকে আর চিনবাই না ! তোমরা সব ছেলেরা এক রকম !

এই কথা বলেই তানজিনার মনে হল ইস কি বলে ফেললাম !

অপু এখন নিশ্চই মন খারাপ করবে ! তানজিনার সব কথাই ও মেনে নেয় কিন্তু এই কথাটা ওকে কষ্ট দেয় এটা তানজিনা জানে ! এমটু নরম হয়ে বলল

-একটুও আসতে পারবা না ?

-চেষ্টা করবো !

ওর মনটা খারাপ হয়ে যায় অপুর কন্ঠস্বর শুনে ! বোঝাই যাচ্ছে অপুর মন খারাপ হয়েছে ! এমনিতে তো মন খারাপ ছিল আরো বেশি মন খারাপ হয়ে যায় !





-এই কোথায় তুমি ?

-এই তো বাসায় ! শুয়ে আছি !

-শুয়ে আছি ! নিজের বিয়ের দিন কেউ এভাবে শুয়ে থাকে ?

তানজিনা ঠিক বুঝতে পারলো না অপু কি বলতে চাইছে । সকাল থেকে ও শুয়েই ছিল ! কিছু ভাল লাগছিল না ! এখন এই দুপুর বেলা অপু ফোন দিয়ে বলছে এই কথা ?

ওর তো আজকে আসারই কথা ছিল না !

তানজিনা বলল

-কি বলছো তুমি ? আমি তো কিছুই বুঝতে পারছি না !

-কোন কিছু বুঝতে হবে না ! এখনই নিচে নামো ! আর শুনো হাতে মেয়েদি দিয়েছো তো ?

-হুম !

-গুড ! এখন চট করে নিচে নামো ! আর ঐ লাল রংয়ের চুড়িদার সেলোয়ার কামিজটা পরবা কেমন ! আমি আমার লাল টুকটুকে বউ দেখতে চাই !



তারপরের সব ঘটনা যেন একটা স্বপ্নের মত হয়ে গেল ! তানজিনা যেন একটা ঘোরের ভিতর ছিল । কাজি অফিসে যখন ও খাতার সই করছিল তখনও ওর বিশ্বাস হচ্ছিল না যে আসলেই আজকে বিয়ে হয়ে যাচ্ছে !





কাজী অফিস থেকে যখন ওরা বের হল তানজিনা বলল

-এখন ?

অপু একটু রহস্যময় হাসি দিয়ে বলল

-আছে সুন্দরী !! আরো অনেক কিছু কিছু বাকি আছে !

অপু আগে থেকেই গাড়ির ব্যবস্থা করে রেখেছিল ! ওরা দুজনেই গাড়িতে উঠে বসলো !

গাড়ি ছুটে চলল শহর থেকে দুরে !





-আমরা কোথায় যাচ্ছি ?

-যাচ্ছি ! স্বপ্নের দেশে !

আসলেই তানজিনার কাছে এই সব কিছুই যেন স্বপ্নের মত মনে হচ্ছে ! আসলেই কি একটা সম্ভব ? সকাল বেলাতেও ওর ধারনাও ছিল না যে এমন কিছু হবে ? কিন্তু এখন ?

অপু ওর সাথেই বসে আছে ?



তানজিনা লক্ষ্য করলো ওদের গাড়িটা গাজিপুরের শালবন ছাড়িয়েও বেশ ভিতরে ঢুকে পরেছে । দিনের আলো তখন প্রায় নিভু নিভু করছে ! তানজিনার চারিদিককার পরিবেশ দেখে একটু গা ছমছম করতে লাগলো ! আসেপাশে কোন মানুষ আছে বলে মনে হয় না !

-অপু কোথায় আসলাম আমরা ?

-কেন ভায় করছে ?

-না ! ভয় করছে না ! কিন্তু এই বনের ভিতরে ....

-সমস্যা কি ? আমরা দুজন আছি ! আর কারো দরকার কাই !

অপু গাড়ি থামালো ! নিজে নেমে চট জলদি ঘুরে এসে তানজিনার জন্য গাড়ির দরজা খুলে দিল ! বলল

-মাই প্রিন্সেস !

তানজিনার হাতট ধরে নামালো গাড়ি থেকে !

বলল

-কোলে নিবো ? নাকি হেটে যাবা ?

-কোলে নাও !!

অপু যেন এইটার জন্য অপেক্ষা করছিল ! তানজিনা কে কোলে নিয়ে হাটা দিল সামনে দিকে !





-আমরা কোথায় যাচ্ছি বল তো ?

অপু বলল

-আর একটু ! তারপর নিজে দেখতে পাবে !

অবশ্য তানজিনার ভালই লাগছিল অপু কোলে চড়তে ! অপু একজায়গা এসে থামলো ! বলল

-এবার নামো !

-না নামবো না !

অপু কেবল হাসলো ! বলল

-আচ্ছা নেমো না ! এবার সামনের দিকে তাকাও !

তানজিনা সামনের দিকে তাকালো কিন্তু সেখানে কেবল অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না !

-কই ? কিছুই তো নেই !

-এই তো ! এক দুই তিন...।

পুরো বনের ভিতরেই আলো জ্বলে উঠল ! তানজিনা কেবল অবাক হয়ে দেখল সামনে দৃশ্য টা ! কিছু বলতে পারলো না ! কেবল কয়েক ফোটা পানি বের হয়ে এল ওর চোখ দিয়ে !

এই পাগল ছেলেটা ওকে খুশি করার জন্য কি না করেছে !





ও ঠিক যেমন একটা স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা বাস্তবে রূপদান করেছে !

তানজিনা কেবল অপুকে আরো একটু জোরে জড়িয়ে ধরলো ! পৃথিবীর কোন কিছুতেই আর সে অপুকে ছাড়বে না !

কখনও ছেড়ে যাবে !!

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার। +++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

অপু তানভীর বলেছেন: :):):)

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: চমেতকার হইয়াছে ভ্রাতা :)

প্লাসায়িত করা হইল :)
++++++++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ভাই !! :):):)

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

আতিকুল০৭৮৪ বলেছেন: matha nosto man.pagol hoye jacci apnar golpo pore

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

অপু তানভীর বলেছেন: পাগল হইলে কিন্তু এর দায় ভার লেখক নিবে না ;);):P:P

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

জলঝিরি বলেছেন: বড্ড কাল্পনিক । বাস্তব এমন হতেই পারে না । কিন্তু কল্পনা করেই ভাল লাগল। ইস ! এমন যদি সত্যি হত , বাস্তবতাটা না-ই থাকতো ।
++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

অপু তানভীর বলেছেন: এমন যদি সত্যিই হত !!!!

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

maya111 বলেছেন: হোক মিথ্যা তাও ত স্বপ্ন দেখিয়ে সুখি করতে পেরেছেন । প্লাস দেয়ার পর মন্তব্য দিলাম । আপনার সব গল্পই পড়েছি । অফ্লাইনেই থাকি । এটাই প্রথম মন্তব্য ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য !!

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:

++++++++++++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

অপু তানভীর বলেছেন: :):):)

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

বটবৃক্ষ~ বলেছেন: maya111 বলেছেন: হোক মিথ্যা তাও ত স্বপ্ন দেখিয়ে সুখি করতে পেরেছেন ।
....হুম....

সুন্দর হয়েছে...গল্প

বাট, এক অপুকে কয়বার বিয়ে দিবেন???

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

অপু তানভীর বলেছেন: সত্যি কথা বলবো ?? :P :P :P

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: কল্পনার বাধ টা তেমন মজবুত ছিল না.....
তবু ও ভালো লেগেছে ...++ ;)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৯

একজন আরমান বলেছেন:
আফসোস !
গল্পের মতো বাস্তব সব সময় সত্যি হয় না ! :(

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

অপু তানভীর বলেছেন: বড়ই আফসুস !! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.