নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ব্লগার তানভীরের সাথে ব্লগার ইমরানের কথোপকথোন !!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

-তুমি কে ?

-আমি ব্লগার তানভীর !

আমার নামের সাথে ব্লগার কথাটা শুনে ইমরান সাহেব একটু যেন থতমত খেলে গেলেন ! আসলে এখন ব্লগারদের সবাই একটু অন্য চোখে দেখে ! শয়ং ব্লগাররাও দেখে !

ব্লগার বলে কথা ! যারা শাহবাগ আন্দোলনের সুচনা করেছিল !

ব্লগার ইমরান সাহেব আমার দিকে তাকিয়ে বলল

-ও আচ্ছা ! ব্লগার ! ভাল ! তা দুপুরে খেয়েছ কিছু ?

-জি না ! খাই নাই !

-আরে আগে কিছু খাওয়া দাওয়া কর ! শ্লোগান দিতে দিতে মুখ একদম সুকাইয়া গেছে !

তারপর কাকে যেন বলল

-এই কে আসিস ! একটা বিরানীর প্যাকেট নিয়ে আয় তো !

একজন ছুটে এল বিরানীর প্যাকেট নিয়ে ! ব্লগার সাহেব আমার দিকে বিরানীর প্যাকেট দিয়ে বলল

-কিছু বলবা নাকি ?

-আজকের কর্মসুচি কি ভাই ?

-কেন শুনো নাই ? আজকে শহীদ দের উদ্দেশ্য বেলুন উড়ানো হবে !

-তাতে কি লাভ !

আমার কথা মনে হয় কিছু বুঝতে পারলেন না ! তিনি বললেন

-আর তাতে শহীদ দের কাছে চিঠিত থাকবে !

-প্রেম প্রত্র ? নাকি উপরে কেমন আছে কিভাবে আছেন তারা এই কথা জানতে চেয়ে চিঠি ?

-আরে এসব কি বল ! শুন আমার আরো অনেক কাজ আছে ! আজ দুইটা টিভিতে আমার ইন্টারভিউ আছে ! একটা টকশো আছে ! দুই জায়গায় আবার ভাষন দিতে হবে ! সাথে আবার বেলুনও উড়াইতে হবে ! আমি অনেক কাজ ! আমি অনেক ব্যস্ত !!

-আর আসল কাজ টা ?

-আসল কাজ ? সেইটা আবার কি ?

-কাদের মোল্লার ফাঁসি !

-হবে ! সরকার তো বলেছে আগামী সপ্তাহে আপিল করা হবে ?

-আগামী সপ্তাহ ? আগামী কাল কেন নয় ? এই সপ্তাহে আরো তিনটা কর্ম দিবস রয়েছে এই তিনটা দিন কেন নষ্ট করবে !

-দেখো এইটা সরকারে হাতে ! আমাদের কি করার আছে ?

-আমাদের কি করার আছে !! আমাদের কি করার আছে ? আসলেই তো আমাদের করার আছে ? আমাদের করার আছে কেবল দিনের পর দিন এই খানে বইসা বইসা শ্লোগান দেওয়া ! রোদ বৃষ্টি মাথায় নিয়েও রাজপথ না ছাড়া ! আমাদের করার আছে মোমবাতি জ্বালানো আর সেই মোমবাতির ছবি ফেসবুকে আপলোড করা ! আমারদের করার আছে চুপচাপ দাড়িয়ে থাকা ! সেই ছবিও আপলোড করা ফেসবুকে ! আমাদের করার আছে বইসা বইসা বিরানী খাওয়া ! এতো গুলো মাননুষ কত দুরদুরান্ত থেকে এসেছে তাদের দিকে একটুই না তাকিয়ে কেবল নিজের কথা ভেবে সমানে নিজে রাজনৈতিক ক্যারিয়ার দিকে তাকায়ে চুপচাপ নেতা দের ভ্যাড়ামী করা ! আমাদের করার আছে টিভিতে টিভিতে ইন্টার ভিউ দেওয়া, টক শো তে জ্বালামী কথা বলা ! আমাদের করার আছে বেলুন উৎসব করা ! কদিন পরে আর কি করবেন ? পিঠা উৎসব ! ছোটদের চিত্রাংকন প্রতিযোগিতা, বিস্কুট দৌড় প্রতিযোগিতা রাখলে কেমন হয় ? আমার কি মনে হয়, জানেন সব থেকে ভাল হয় কে রাজাকার আর কে রাজাকার না এই থিম নিয়ে একটা আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা রাখলে কেমন হয় ? মেয়েদের বালিশ খেলাও রাখলেও কিন্ত মন্দ হয় না ? কি বলেন ভাই ?

-আরে তুমি তো ভাল ভাল আইডিয়া দিয়েছো ? দাড়াও একটু চিন্তা করি ! এখন আমি একটু যাই ! আমাকে আবার টিভিতে টশোতে যেতে হবে ! ভাল থেকো কেমন ? আর তোমার কথা আমার মাথায় মাথা আছে ঠিক আছে !

টাটা !!



ব্লগার সাহেব চলে গেলেন !! আমি দাড়িয়ে রইলাম ! আমার মত হাজারও মানুষ দাড়িয়ে রইলো ! একটা কেবল দাবি নিয়ে দাড়িয়ে ছিলাম ! জানি না তা পূরন হবে কি না !! :(:(:(



বিঃদ্রঃ উপরের কথোপকথোন সম্পুর্ন কাল্পনিক ! জীবিত মৃত কিংবা অর্ধমৃত কারো সাথে কোন প্রকার মিল নাই !!

মন্তব্য ৯৪ টি রেটিং +৩০/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

একরামুল হায়দার বলেছেন: সরকার আপিল এর সব প্রস্তুতিতে ৩ দিন সময় নিবে | ধরুন আপনাকে আমি জুতাপেটা করলাম, সেই মামলা দিতেও আপনার কয়েক ঘন্টা সময় লাগবে আর ওই তা তো কাদের মোল্লা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

অপু তানভীর বলেছেন: প্রস্তুতির নিতে নিতেই সব দিন চলে গেল ! এই দেশে এমনটাই হয় !
এই ভাবে ই হবে !! কাজের কাজ কিছু হবে না !! :(:(

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

রিয়াদ হাকিম বলেছেন: +

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

অপু তানভীর বলেছেন: :(:(:(

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

আমি তুমি আমরা বলেছেন: সহমত

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

অপু তানভীর বলেছেন: :(:(:(

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

মারুফ মুকতাদীর বলেছেন: যত দিন যাচ্ছে, আন্দোলনটা একটা হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে…………… :(

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

অপু তানভীর বলেছেন: :(:(:(:(

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

ShusthoChinta বলেছেন: আরে দারুন লিখছেন তো! প্রেম ছাড়াও আরো অনেক কিছু যে আপনার মাথায় ভালোই খেলে তা বুঝা গেল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

সাত সাগেরর মাঝি বলেছেন: মারুফ মুকতাদীর বলেছেন: যত দিন
যাচ্ছে, আন্দোলনটা একটা হাস্যকর
পর্যায়ে চলে যাচ্ছে…………… :(

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

অপু তানভীর বলেছেন: :(:(:(

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

আহমেদ সাব্বির পল্লব বলেছেন:

সেইটাই.......

কই যে গেল সেই প্রথম দাবীটা: "সকল চিন্হিত রাজাকারদের সর্ব্বোচ্চ শাস্তি"........কত কিছু নিয়েই এখন কথা হয় কিন্তু এই দাবীটা মনে হ্য় মাটি চাপা পরে গেল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

অপু তানভীর বলেছেন: হুম !! :(:(:(:(

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

আমিনুর রহমান বলেছেন: অসাধারণ হয়েছে ভ্রাতা।

পোষ্টে ভালো লাগা আসে না তাই পড়ে দিবো নে :)


১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

অপু তানভীর বলেছেন: আচ্ছা !! ধন্যবাদ !!

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

আমিতপু বলেছেন: সহমত। কেউ কি এখন আর আসল কাজের খোঁজ রাখছে?

নিজেদেরকে মুমিন বলে দাবিকারিরা আদা-জল খেয়ে ধর্ম রক্ষার জন্য একজন মৃত ব্যক্তির নামে গীবত আর মিথ্যাচার করতে নেমে গেছে।

অন্য দিকে জয় বাংলা শ্লোগান দিয়ে সরকারের ছত্রছায়ায় থেকেই প্রজন্ম চত্বর কিছু সুপারস্টার নাকি সোশ্যাল আইকন (???) ক্রিয়েট করা হচ্ছে। সেসব সুপার স্টাররা জামাত-শিবির নিষিদ্ধ চাওয়ার বদলে দাবী করছে- ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে (আমি বুঝি না জামাত কোন দিক থেকে ধর্মভিত্তিক হয়?? )।

হয়ত দেখা যাবে নেক্সট ভোটে কাজে লাগানোর জন্য প্রজন্ম চত্বরকে অনেকদিন (সম্ভবত ডিসেম্বর পর্যন্ত)- অকারনে টিকিয়ে রাখা হবে। আমার ভয় হচ্ছে, যারা শাহবাগ আন্দোলনকে বিভাজিত করতে চায়, তারা হয়ত সফল হতে যাচ্ছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

অপু তানভীর বলেছেন: :(:(:(:(

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

s r jony বলেছেন: আমি ব্লগার, আমার comments করার সময় নাই,

দুইটা টিভিতে আমার ইন্টারভিউ আছে !
একটা টকশো আছে !
সাথে আবার বেলুনও উড়াইতে হবে ।


অট্র হাসির ইম হবে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

ধ্রুব মহাকাল বলেছেন: চরম অপ্রিয় মনের কথাগুলান বললেন ভাই

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

অপু তানভীর বলেছেন: :(:(:(
দুঃখিত !!

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

আমিভূত বলেছেন: আমাদের করার আছে বেলুন উৎসব করা ! কদিন পরে আর কি করবেন ? পিঠা উৎসব ! ছোটদের চিত্রাংকন প্রতিযোগিতা, বিস্কুট দৌড় প্রতিযোগিতা রাখলে কেমন হয় ? আমার কি মনে হয়, জানেন সব থেকে ভাল হয় কে রাজাকার আর কে রাজাকার না এই থিম নিয়ে একটা আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা রাখলে কেমন হয় ? মেয়েদের বালিশ খেলাও রাখলেও কিন্ত মন্দ হয় না ? কি বলেন ভাই ?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

অপু তানভীর বলেছেন: এমন টা বাস্তবে হলে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না !!

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

শের শায়রী বলেছেন: এই বলে রাখলাম ভাই আজকে ব্লগারদের অনেকেই সন্মান করে, কিন্তু সে দিন আর বেশী দূরে নাই ওই সামান্য কয়জন সিল মারা ক্ষমতালোভী ব্লগারদের জন্য অন্য ব্লগারদের লজ্জায় মুখ লুকাতে হবে। পুরা ব্যাপারটা হাস্যকর করে তুলছে। অনেক অপ্রিয় সত্য কথা তুলে আনছেন। অনেক কিছু বলার ছিল। না বলি। নোংরা মানসিকতার আরো কিছু দেখার অপেক্ষায়। ভাল থাকুন ব্রো

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

অপু তানভীর বলেছেন: বড় কষ্ট নিয়ে অপেক্ষায় আছি । না জানি শেষ পর্যন্ত কি হয় ??

ধন্যবাদ !!

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

সাউন্ডবক্স বলেছেন: :-* :-* :-* :-* :-* কতাডা কিন্তু অক্করে কাহডি ও বাই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

অপু তানভীর বলেছেন: :(:(:(

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:
অমন করে বলোনাগো তুমি
বুকে আগুন জ্বালীয়ো না তুমি
রেখো আড়াল করে (আতাত)
থেকো আড়াল হয়ে-(সরকারের দালালী)

তারা যা করে করুক ব্লগার নামে
ধন্য হইও তুমি!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

অপু তানভীর বলেছেন: নারে ভাই ধন্য হইতে চাই না !
বড় আশা নিয়ে শাহবাগে যাই ! কিন্তু মন টা বড় খারাপ হয় !:(:(:(

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

জাকারিয়া মুবিন বলেছেন: এখন এটা আর আন্দোলন নেই, উৎসবে পরিনত হয়ে গেছে, অথবা বানানো হচ্ছে।


একেবারে মনের কথাগুলো বলেছেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

অপু তানভীর বলেছেন: :(:(:(:(

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

টয় বয় বলেছেন:

-

বুজার চেস্টা করেন, বুবু বলেছেন, ওরে আমি-ইমরাম, তোরা আন্দোলনটা টাইনা টুইনা ইলেকশন পর্যন্ত নিয়া যা, আমি একদলীয় নির্বাচনটা সাইরা ফালাইয়া বলদ পাবলিকের সমানে শাহ বাগী মুলা ঝুইলাইয়া :);)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

অপু তানভীর বলেছেন: :(:(:(:(

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

মদন বলেছেন: +

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
:(:(

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

নিঃসংগ যোদ্ধা বলেছেন: আগে জানলে বিখ্যাত হবার জন্য নাস্তিকের খাতায় নাম লিখাইতাম :((

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

অপু তানভীর বলেছেন: এই খানে নাস্তিকতার কথা আইলো কেমনে ??

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: কথাটা কাল্পনিক কিন্তু বাস্তবতা বিবর্জিত নয়। আজ কোন নির্দলীয় মুক্তিযোদ্ধা থাকলে আমি নিশ্চিত ইমরান কে জুতা দিয়া পিডাইতো। খুব জানতে ইচ্ছা করে ইমরানের ব্লগ নিক কি। সে কোন ব্লগে ব্লগিং করে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

অপু তানভীর বলেছেন: :(:(:(:(

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

শিপু ভাই বলেছেন:
দারুন লিখেছেন ভ্রাতা!!! মুগ্ধ পাঠ!!!
+++++++++++++++++++++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ শিপু ভাই !!

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

বাংলার হাসান বলেছেন: দারুন হয়েছে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

স্বপনবাজ বলেছেন: কাল্পনিক কিন্তু অতি বাস্তব !

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

অপু তানভীর বলেছেন: কল্পনায় হলে ভাল হত !! :(:(:(

২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

আলাপচারী বলেছেন: তুমি হালায় একটা বেয়াদব।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

অপু তানভীর বলেছেন: :(:(:(:(

২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

সুইট টর্চার বলেছেন: এই কথাটা বুঝিতে কিঞ্চিত দেরী হয়ে গেছে ভ্রাতা :( আশা করি আরো কিছু বুঝিতে পারিবেন যতই দিন যাবে B-)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

অপু তানভীর বলেছেন: :(:(:(:(

২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

মৌন ভাষা বলেছেন: কল্পনা আসলে বাস্তবতা থেকেই আসে। সবাই এখন শাহবাগে নিজে স্টার হওয়ার স্বপ্নে বিভোর।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

অপু তানভীর বলেছেন: :(:(:(

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

ইখতামিন বলেছেন:

+++ প্রিয়তে
কাল পড়বো. যদি বেঁচে থাকি.

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

অপু তানভীর বলেছেন: থাকবেন ! ইনশাল্লাহ !!

২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

হাবিব০৪২০০২ বলেছেন: চেয়ার খেলাও যোগ করা যেতে পারে! সাথে শুধু জাগরনের গান এ্যাড করলেই হয়ে যাবে রাজাকারের ফাঁসির দাবিতে স্বাধীনতার চেতনায় চেয়ার খেলা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

অপু তানভীর বলেছেন: হুম ! :(:(:(

২৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

নুর ফ্য়জুর রেজা বলেছেন: অতি সত্য কথা। শাহবাগের বাইরে বের হলে মাঝে মাঝে মানুষের বিরক্তির কথা কানে আসে। শাহবাগ মোড় একটা গুরুত্বপূর্ণ মোড়। এটা বন্ধ থাকলে পুরা রাজধানী জ্যামে পড়ে প্রায় অচল হয়ে যায়। বিচারের দাবিতে এই কষ্টটুকু না হয় মানা গেল। কিন্তু এইরকম হাস্যকর কর্মসূচী থাকলে শুধু শুধু রাস্তা বন্ধের কোন মানে হয় না। আমার মতে আন্দোলনের এখন ফলাফল চাওয়ার সময় এসেছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

অপু তানভীর বলেছেন: সব সহ্য হয়ে যেত !!! কিন্তু ...........
এখন কেবলই অপেক্ষা ................. সামনে কি হয় দেখার জন্য !!!!! :(:(:(

৩০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

রকসটারডিমটিবি বলেছেন: We all shouting every day for the highest death penalties for few bastards but We don't shout at all for the death penalties of War criminals, Pakistani military forces who killed and raped more Bengali's than these little bastards। THIS IS THE GOLDEN CHANCE>>>> We need to gather more and more crowd to force these Pakistanis to say SORRY for their sins and all alive Pakistanis(Military and Civil who were actively involved with genocide) need to be punished for their crimes.

If you can say Yes with me than spread the word 'We Want All to be hanged'.


PS Any good bengali writer can re-post it in bengali

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

অপু তানভীর বলেছেন: We Want All to be hanged !!!

৩১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩

নাজির বলেছেন: ভাই কিছু বলার নাই :( :( :( ইমো দেখে মনের ভাব বুঝে নিয়েন

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২

অপু তানভীর বলেছেন: :(:(:(:(

৩২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০

*কুনোব্যাঙ* বলেছেন: ঐখানে আন্দোলন হইতেছে নাকি বসন্ত মেলা হইতেছে মাঝে মাঝে কনফিউজ হইয়া যাই!! :|

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৩

অপু তানভীর বলেছেন: :(:(:(:(

৩৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

পাগলা আজিজ বলেছেন: বিশ্বের বুকে এমন শান্তিপূর্ণ আন্দোলন আর কোথায় দেখেছেন? শুধু ভাঙচুর আর আগুন জ্বালালেই বুঝি আন্দোলন হয়?

আপনাদের মত ব্লগারের লেখার উদ্দেশ্যও জনগণ বুঝে। অফ যান। নিজের গুপ্ত পরিচয়টা প্রকাশ করতে হবে না।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৪

অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা !!
কোথা থেকে বলছেন আপনি !!

নিজে গেছেন সেখানে ??
নিজ চোখে দেখেছেন ??
কয় দিন গেছেন শাহবাগ ? হুদায় প্যাঁচায়েন না ! আমি জানি আমি কি লিখছি !!
আসলে আপনি ঠিক মত বুঝতে পারেন নি আমি কি বোঝাতে চেয়েছি ! আপনার বোঝার কথাও না !!

আর আমার গুপ্ত পরিচয় নিয়ে আপনার না ভাবলেও চলবে !!

৩৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯

আব্দুল হালিম মিয়া বলেছেন: you raised some bitter but valid points. Liked it.

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৮

অপু তানভীর বলেছেন: আন্দোলন নিয়ে কথা নাই কোন ! যত যাই বলি প্রতিদিনই যাই শাহবাগে ! কিন্তু আন্দোলনের যারা এখন নেতৃত্ব দিচ্ছে তাদের কাছ থেকে আরো দায়িত্বশীল কিছু আশা করি !!

৩৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯

একজন আরমান বলেছেন:
গল্পের মাধ্যমে ক্ষোভের প্রকাশ। দারুন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

অপু তানভীর বলেছেন: ক্ষোভ না রে ভাই , হতাশা !! :(:(:(

৩৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মনের কথাগুলো অবলীলায় বলে গেছেন দেখে খুব ভাল লাগল, এই রকম কথা এখন সবার মনেই, তথাকথিত নেতা সাজছে হঠাত যারা, তাদের বাদে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

অপু তানভীর বলেছেন: :(:(:(:(

৩৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০০

বটতলার টারজান বলেছেন: এই বিরানি কি দিয়া বানায় জানেন? বাঙালিরে রোদে দাঁড়া করায় বৃষ্টিতে ভিজায় শরীরের সব তেল বাইর করে তারপর ওইটা দিয়ে ভাইজ্জা ........!! X( X(

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

অপু তানভীর বলেছেন: :(:(:(:(

৩৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৭

বিডি ফুল বলেছেন: সামুকে তো দেখি এখন বন্ধের নোটিশ দেবে সরকার, সাবধান সব ভাইয়েরা। আজকে আমার দেশ, নয়া দিগন্তে সামু কে নিয়ে বড় বড় রিপোর্ট ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

অপু তানভীর বলেছেন: না ভয় নাই । মামু বন্ধ হইবো না ;);)

৩৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

chokhayrpani বলেছেন: Ekta bhalo kaj korsen apni, just to say that what u wrote is a true scenario........hat's off to u again. Dua roilo....

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৪০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

শাকিল ১৭০৫ বলেছেন: ব্লগার সাহেব চলে গেলেন !! আমি দাড়িয়ে রইলাম ! আমার মত হাজারও মানুষ দাড়িয়ে রইলো ! একটা কেবল দাবি নিয়ে দাড়িয়ে ছিলাম ! জানি না তা পূরন হবে কি না !! :(:(:(

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

অপু তানভীর বলেছেন: :(:(:(

৪১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

পূরান পাগল বলেছেন: ধুর ভাই, আপনি তো পুরাই ঠোঁটকাটা। :#) খালি হাঁচা কতা কন কেন? :D :D উনারা ইস্টার হইলেতো আমাদেরই লাভ "বাংলাদেশ ব্লগার পার্টি" নামে নতুন রাজনৈতিক দল হবে আমরা দলে দলে ভোট দিয়া বিজয়ী করবো কত শান্তি।তয় খালি একটা জিনিস নিয়া ইট্টু টেনশনে আচি।না জানি "ব্লগ লিগ" বা "সমাজতান্ত্রিক ব্লগ ফ্রন্ট" নামের কোন অঙ্গ সংগঠন না হয়। :( :(

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

অপু তানভীর বলেছেন: বাংলাদেশ ব্লগার পার্টি
ব্লগ লিগ
সমাজতান্ত্রিক ব্লগ ফ্রন্ট
=p~ =p~ =p~ =p~ =p~

৪২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

আতাউর রহমান তারেক বলেছেন: দারুন লিখছেন

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

অপু তানভীর বলেছেন: :):):):)

৪৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

মাক্স বলেছেন: +

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

অপু তানভীর বলেছেন: :):)
ধন্যবাদ !!

৪৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

মাহির কাবির বলেছেন: apu 2i ekta chagu.....
2i kto taka paisos jamayat thaika..
lenja is very difficult to hide..
2i ekta khati chagu..
2i premer golpo lekh,2i andolon ki bujhos..amra andolon krtasi amra jani..
ja 2i pakistane ja...




vai,kotha gula ami koek bar sunsi,tai aj apnar upor jhaira dilam...
shalar imraner pasar lungi khuila agun dibar mone chai......
shalar ghus khor imran

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

অপু তানভীর বলেছেন: নো কমান্টস !

৪৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

আশফাক সুমন বলেছেন: অপু ভাঈ,
লিখেছেন দারুণ ।


+++++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৪৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

ইখতামিন বলেছেন:

নিখাদ মনের কথা :(
পোস্টে ++++++++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

অপু তানভীর বলেছেন: :(:(:(

৪৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

জাওয়াদ তাহমিদ বলেছেন: শাহবাগ আন্দোলন এখন একটা ফান স্টোরি হয়ে গেছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

অপু তানভীর বলেছেন: :(:(:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.