নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-তোমাকে একটা কথা বলতে চাই ! বলবো ?
লীরার কথা শুনতে আমার বরাবরই ভাল লাগে ! সত্যি কথা বলতে কি জীবনে আমি অনেক মেয়ের সাথেই কথা বলেছি কিন্তু লীরার মত কাউেক পাইনি ! আসলেই পাই নি !
সব থেকে সুইট হল ওর গলার আওয়াজ ! প্রথম যেদিন আমাকে ফোন করলো ও আমি তখন ঘুমের ঘোরে ছিলাম । আমার কাছে কেবল মনে হয়েছে একটা পিচ্ছি মেয়ে আমার সাথে কথা বলছে ! আমি আসলে এখনও বুঝতে পারি না যে মানুষের কন্ঠ এতো মোলায়েম কিভাবে হয় ? আর এতো আদুরে কিভাবে হয় ?
আমার জান একটা !
-এই ! শুনছো ?
-হুম ! শুনছি তো !
-আই লাভ ইউ !
আমার মনটা আসলেই আনন্দে ভরে উঠলো ! মেয়েটা কি আদর নিয়েই না আই লাভ ইউ বলছে ! আমি আর সময় নয়ে অপেক্ষা করতে থাকি যে লীরা আবার কখন আবার আমাকে আই লাভ ইউ বলবে !
এই দুষ্টু ছেলে শুনছো???
আমি তোমাকে কত্ত ভালবাসি তুমি জানতো?
তুমি কি বোঝ?
তুমি যখন বলো প্রতিবার আই লাভ ইউ?
আমি প্রতিবার বুকের মধ্যে একটা আজব শিহরন অনুভব করি !
তুমি কি জানো এটা, হুম?
এই শিহরন টা কেন হয় বলতে পারো তুমি?
তোমার কি এমন কিছু হয় ??
হুম?
-কি হল কথা বল না কেন ?
-আরে বলছি তো ! কথা বলবো না কেন ?
-পাজি ছেলে ?
-পাজি ছেলে ? আমি পাজি ছেলে ?
-নয়তো কি ? আমি কতবার তোমাকে আই লাভ ইউ বলতেছি ! তুমি কেন বল না ? আমার বুঝি শুনতে ইচ্ছা করে না ?
আমার মনটা একটু সিক্ত হয় !
আমি সারাটা জীবন যেভাবে চেয়েছি এই মেয়েটি একদম সেই রকম ! আমার মনের মত । আমি যে ভাবে চাই মেয়েটি ঠিক সেই ভাবে আমাকে ভালবাসে ! আমার সাথে কথা বলে !
আমি বললাম
-আই লাভ ইউ !
-আবার বল !
-আবার বলব ?
ছোট বাচ্চারা যেমন রাগ করলে গাল ফুলায়, আমি জানি যদিও দেখতে পাচ্ছি না তবুও আমি জানি লীরা আমার এই কথাটায় রাগ করেছে ! ওর গলার স্বর একটু বদলে গেল ! লীরা বলল
-আমাকে এই কথা বলতে তোমার ভাল লাগে না তাই না ?
-আরে আমি এই কথা বললাম নাকি ?
-তাহলে ? তুমি যখন বলো প্রতিবার আই লাভ ইউ ! আমি প্রতিবার বুকের মধ্যে একটা আজব শিহরন অনুভব করি ! জানো এটা ?
-হুম ! আই লাভ ইউ ! আই লাভ ইউ ! আই লাভ ইউ !
-আই লাভ ইউ টু !
-আই লাভ ইউ থ্রী !
-আই লাভ ইউ ফোর
.....
আমার কথা খুনটুশী চলতে থাকে ! আমার জানটা একটা !
আমি স্বপ্ন দেখি আমি তোমার মুখ স্পর্শ করে বলবো,
আমি তোমায় ভালোবাসি...
লাইফ!! আমি তোমায় খুজেছি এতোদিন!
তুমি আমায় তোমার করে নিবে??
শুধু তোমার?
আমি স্বপ্ন দেখি আমি তোমার ঠোট আমার আঙ্গুলে ছুয়ে দেখবো...
তারপর আমি ঠোট ছোয়াব তোমার ওই ঠোটে...
আমি প্রান ভরে তোমাকে অনুভব করবো সেইদিন!
সেই অনুভবের ক্ষন যেন অনেক দীর্ঘ হয়...
আমি… আমি জরিয়ে ধরে থাকবো তোমায় ...
তুমি কিন্তু ছেড়ে দিও না আমাকে
তাহলে আমি নিজেকে ধরে রাখতে পারবো না কিছুতেই
আমার সবটুকু শক্তি তো তুমি শুষে নিয়ে নেবে!!
আমি কিভাবে থাকবো বল !
তাইতো তোমাকে আকড়ে ধরে রাখবো খুব জোরে !
-এই শুনো না !
-হুম বল !
-জানো ? কালকে না তোমার স্বপ্ন দেখেছি !
-কি দেখেছো শুনি !
-না বলবো না !
-আরে বলবা না তাহলে বললা কেন?
-আমার খুশি !
-মানে কি ?
লীরার হাসির শব্দ শুনতে পেলাম আমি !
-তুমি একটা পাজি মেয়ে ! মহিলা পাজি মেয়ে !
-এই আামকে মহিলা বলবা না কিন্তু !
-মহিলা পাজি মেয়ে !
-এই !
-কি ? তুমি স্বপ্নের কথা না বললে আমি বলেই যাবো ! বল বলতেছি !
লীরা কিছুক্ষন চুপ করে থাকে ! আমি বললাম
-কি বলবা না ?
-এই ! আমার বুঝি লজ্জা লাগে না ?
-বলবা ! নাকি আবার বলব ?
-আচ্ছা ! আমি ফেবুতে মেসেজ পাঠাই ?
-না মুখে বল !
-প্লিজ !
-আচ্ছা । বল !
তাইতো তোমাকে আকড়ে ধরে রাখবো খুব জোরে!
এরপর তোমার বুকে মাথা রেখে,
তোমার বুকের স্পন্দন শুনতাম...
আমি জানি ...
আর ...তোমার ঘ্রান নিতাম ...
ভালোবাসার ঘ্রান আছে তো তাই না?
আমাদের ভালোবাসার ঘ্রান টা খুব মিষ্টি হবে নিশ্চই,
এভাবে কেটে যাবে অনেকক্ষন...
কেউ সময়ের হিসাব করবেনা সেদিন!
হুম !
কোন সময়ের হিসাব হবে না ।
সময়গুলো হাতের মুঠোয় থাকবে...।
আর তুমি আর আমি থাকবো শুধু...
আর চাঁদ থাকবে!
আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে !
-এই !!
লীরার এই ডাকটাও আমার খুব পছন্দ !
এতো আদর নিয়ে ডাকে
"এই"
"এই"
"এই"
-কি বল ?
-এই তুমি এই ভাবে কেন বললা ?
-কি ভাবে বলবো ?
-শুনো, আমি যখন তোমাকে এই বলে ডাকবো তুমি তখন বলবা হুম ! মনে থাকবে তো ?
-হুম !
-কি হুম !
-হুম ! মনে থাকবে !
-শুনো ! আমার না আরো একটা স্বপ্ন আছে ! শুনবা ?
-তুমি তো মুখে বলতে পারবা না তাই না ?
-হুম !
-পাঠাও ফেবুতে !
আমি অপেক্ষা করতে থাকি লীরার মেসেজের জন্য ! আমি এতোদিন মনে করতাম আমি খুব সুন্দর স্বপ্ন দেখতে পারি ! কল্পনা করতে পারি । কিন্তু লীরার কথা মেসে গুলা পেয়ে মনে হতে থাকে আহা !! এই মেয়েটা কেবল সুইটই না কি চমৎকার ভাবে নিজের স্বপ্নের কথা গুলো আমাকে বলতে পারছে !
আমি মনে মনে বলি আমি তোমাকে ভালবাসি ! অনেক বেশি ভালবাসি !
আমরা ছাদে হাত ধরে থাকবো
ছাদে একটা দোলনা চেয়ার থাকবে আমাদের
সেটায় বসবো
আমার খুব শখ হলো খোলা আকাসের নিচে দারিয়ে এই কাজটা করা
প্রথম ভালোবাসার স্পর্শ!!
আমার খোলা চুল বাতাসে উড়বে!
তুমি আমার চুলে মুখ ডুবিয়ে ঘ্রান নিবে...
আমি ভালোবাসায় ভেসে যাবো...
আর তোমার আদর নেবো প্রান ভরে!!
আমি চোখ মেলে তাকাতে পারবোনা...তোমার দিকে !!
কিন্তু শুধু তোমাকে ই দেখতে মন চাইবে...
তারপর তুমি আমার সব জড়তা ...
সব কিছু এক নিমিষেই দূর করে দিবে ......!!
তোমার আদর দিয়ে!
তোমার স্পর্শ দিয়ে! আর ভালোবাসা দিয়ে......
আমি লজ্জায় তোমার বুকেই মুখ লুকাবো...
আর তুমি প্রশ্রয়ের হাসি হেসে আমাকে জরিয়ে ধয়ে লুকিয়ে রাখবে
তোমার বাহু বেষ্টনী তে!!!!
এই রকম একটা মেয়েকে আমি স্বপ্নে দেখি ! ভালবাসি ! মেয়েটি আমাকে ভালবাসে ! আমি জানি এই মেয়েটি আমাকে ভালবাসে ! অনেক বেশি ভালবাসে !!
অনেক স্বপ্ন দেখি মেয়েটির সাথে ইট বিছানো রাস্তায় হাটবো পাশাপাশি ! রাস্তার চারিদিকে গাছ থাকবে । সেই গাছের পাতার ফাঁক দিয়ে পড়ন্ত বিকেলের সূর্যের আলো এসে পড়বে আমাদের গায়ে ! আমি মেয়েটির হাত ধরে হাটবো !
কবিতা লিংক
ফেবু লিংক
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:২৫
অপু তানভীর বলেছেন:
২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:২১
কায়সার ইয়াসিন বলেছেন: এক গুচ্ছ ভাল লাগা রেখে গেলাম
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:২৫
অপু তানভীর বলেছেন:
৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:২৭
আমি-টর্নেডো বলেছেন: +++
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:২৬
অপু তানভীর বলেছেন:
৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:০৯
ক্লান্তিহীন পথচারী বলেছেন:
এই রকম একটা মেয়েকে আমি স্বপ্নে দেখি ! ভালবাসি ! মেয়েটি আমাকে ভালবাসে ! আমি জানি এই মেয়েটি আমাকে ভালবাসে ! অনেক বেশি ভালবাসে !!
আমিও তো এ স্বপ্ন সারাজীবণ খালি দেখেই গেলাম !! বাস্তবে
কখনো তো পেলাম না ....
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:২৬
অপু তানভীর বলেছেন:
৫| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৩২
বটবৃক্ষ~ বলেছেন: এই রকম একটা মেয়েকে আমি স্বপ্নে দেখি ! ভালবাসি ! মেয়েটি আমাকে ভালবাসে ! আমি জানি এই মেয়েটি আমাকে ভালবাসে ! অনেক বেশি ভালবাসে !!
অনেক স্বপ্ন দেখি মেয়েটির সাথে ইট বিছানো রাস্তায় হাটবো পাশাপাশি ! রাস্তার চারিদিকে গাছ থাকবে । সেই গাছের পাতার ফাঁক দিয়ে পড়ন্ত বিকেলের সূর্যের আলো এসে পড়বে আমাদের গায়ে ! আমি মেয়েটির হাত ধরে হাটবো !
অনেক বেশী হৃদয় ছোয়া কথাগুলো...
আপনার প্রতিটা গল্প পড়ার সময় মনে হয়, যেন এমনটা বাস্তবে ঘটছে !!
প্রার্থণা করছি যেন অবশ্যি কোন একদিন সত্যি হয় আপনার অনুভুতির স্বপ্নগুলো............
অনেক সুন্দর গল্পটা পড়েও কেন যেন মনটা বিষন্নতায় আচ্ছন্ন হয়ে গেলো...
আপনি ভালো থাকবেন সবসময় অপু তানভীর!
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:২৮
অপু তানভীর বলেছেন: আপনার মন্তব্য গুলো কেন জানি সদ সময় হৃদয় ছোয়া হয় । কিছু লেখার পর যখন এমন কিছু মন্তব্য পাই আসলেই মন টা ভাল হয়ে যায় !
ভাল থকাবেন সব সময় !!
৬| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯
ইখতামিন বলেছেন:
ভালো লাগা দিলাম
+++++++++
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
অপু তানভীর বলেছেন:
৭| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯
আতিকুল০৭৮৪ বলেছেন: মার্চ মাসে এখনো কোন লেখা দেন নাই, আজকে কিন্তু ২ তারিখ।খুব খেয়াল কইরা
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
অপু তানভীর বলেছেন: কি কন মিয়া ?? দুইটা লেখা দিয়ে ফালাইলাম আর আপনে কন দেই নাইক্ক ??
৮| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫
শায়মা বলেছেন: ইট বিছানো রাস্তা কেনো ভাইয়া????
বকুল বা কৃষ্ণচূড়া বিছানো রাস্তা হওয়া উচিৎ ছিলো স্বপ্নের রাস্তা হয় ফুল ফুল তানা কি ইট কাঠ পাথর আনলে!!!!
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
অপু তানভীর বলেছেন: না আপি ঠিক ইট বেছানো রাস্তা না ! রাস্তাটা পাকা হবে না ! ইটের হেরিং হবে !
আর বকুল বা কৃষ্ণচূড়া বিছানো রাস্তা আমাকে দিয়ে ঠিক পোষাবে না !!
আপু বললে না কবিতা কেমন হয়েছে ??
৯| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১
আতিকুল০৭৮৪ বলেছেন: arekta kotha apnar profile heading tiapakhi kothata ace..oita badp[ls..janen to keno boltaci,,machine man kintu acei
০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
অপু তানভীর বলেছেন: দুঃখের কথা আর কি বলবো ভাই বলেন ?
মেশিন ম্যানের আগের থেকেই কিন্তু টিয়া পাখি আমার দখলে !
১০| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:০২
বটবৃক্ষ~ বলেছেন: আর বকুল বা কৃষ্ণচূড়া বিছানো রাস্তা আমাকে দিয়ে ঠিক পোষাবে না !!
বলেন কি!!! আপনার গল্পের অপুর জন্যেতো কৃষ্ণচূড়া বিছানো রাস্তার উপরে কোন রাস্তা নাই!!!!
শায়মাপু তো বিলকুল ঠিক বলেছেন!! আমি শায়মাপির সাথে সহমত.....
০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:১৮
অপু তানভীর বলেছেন: আমি একমত না !
১১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:১৫
অনীনদিতা বলেছেন: বেলি ফুল বিছানো রাস্তা হলে ভালো হয়
কি বলেন
০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:২০
অপু তানভীর বলেছেন: না না না !!
১২| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৪২
জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার লেখনী।
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮
অপু তানভীর বলেছেন: ধন্যবাড মুবিন সাহেব !
১৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৯
শায়মা বলেছেন: কবিতা অনেক ভালো হয়েছে!!!
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৩
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ আপি !!
১৪| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯
অপ্র্রকাশিত বলেছেন: পিলাচ............।
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩
অপু তানভীর বলেছেন:
১৫| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৪
বটবৃক্ষ~ বলেছেন:
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪
অপু তানভীর বলেছেন:
১৬| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫
s r jony বলেছেন:
এই রকম একটা মেয়েকে আমি স্বপ্নে দেখি ! ভালবাসি ! মেয়েটি আমাকে ভালবাসে ! আমি জানি এই মেয়েটি আমাকে ভালবাসে ! অনেক বেশি ভালবাসে !!
_________ আমিও অপেক্ষায় আছি, (দ্বির্ঘ শ্বাসের ইম হবে)
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৩
অপু তানভীর বলেছেন: আমিও অপেক্ষায় আছি, (দীর্ঘশ্বাসের ইমো হবে)
১৭| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
++++++++++++++++
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:১৭
জাওয়াদ তাহমিদ বলেছেন: মধু! মধু!! দারুণ হইছে তানভীর ভাই।
কবিতাগুলা দারুণ লাগল।