নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসায় আসতে গিয়েই বিয়ে বাড়িটা চোখে পড়লো আবার ! একেবারে সাজ সাজ রব রব অবস্থা ! কয়েকদিন থেকেই লক্ষ্য করতেছি এই বাড়িটা এমন লাইটিং করা !
আচ্ছা একদিনের বিয়ের জন্য এতোদিন লাইটিং করার কি কোন মানে আছে ? কি জানি ?
নিশিকে এই কথা বললে ও দুম করে আমার উপর রেগে উঠত ! বলত
-তোমার এতো দরকার কেন ? ওরা বিয়ে করছে ওরা বুঝবে !
-না মানে একটা মানুষের স্বাধীনতা হরনের জন্য এমন উৎসব করা ঠিক ?
-মানে ?
-না কিছু না !
-না কি বললা আবার বল ?
-না না ! কিছু বলি নাই তো !
-কিছু বলি নাই তো ! আমি বললাম যে আমাদের বিয়ের সময়ও আমাদের বাড়ি এমন করে লাইটিং করবো কেমন !
নিশি আমার কথায় একটু শান্ত হত ! আমি আবার বলতাম
-শোন আমরা এক মাস ধরে লাইটিং করে রাখবো ! ওরা তো কেবল বাড়ির বাইরে লাইটিং করেছে আমরা বাড়ির ভিতরেও লাইটিং করবো ! এমন কি বাধরুমের ভিতরেও লাইটিংকরবো ! কেমন ?
-ফাজলামো করতেছো ?
-আরে না ! ফাজলামো কেন করবো ! সত্যি বলতেছি !
এই ভাবেই নিশির সাথে কথা চলতো অবিরাম ! ওর সব থেকে পছন্দের বিষয় ছিল এই বিয়ে নিয়ে কথা বলা ! যখন ওকে নিয়ে কোথাও ঘুরতে যেতাম ওর চোখে কেবল কাজী অফিস বাধতো ! একদিন আমি ওকে বলেই ফেললাম
-চল বিয়ে করে ফেলি !
আমি আর নিশি ঐ দিন ঘুরতে বেরিয়েছিলাম ! আমাদের স্বাধারনত খুব একটা দেখা হত না ! কথা হতও কম ! ওর বাসা থেকে একটু কড়াকড়ি ছিল ! তবুও সবার চোখ ফাকি দিয়ে ও চলেই আসতো !
আমার কথা শুনে নিশি বলল
-কি বললা?
-বললাম চল বিয়ে করে ফেলি ! তোমার সাথে বাইরে বের হলেই তো তোমার কেবল কাজী অফিস চোখে পড়ে তাই তো বললাম !
-শুনেন মিষ্টার ! আমি এই ভাবে আপনাকে কোন দিন বিয়ে করবো না ! আমাকে বিয়ে করতে হলে আপনাকে ঠিক মত জামাই সেজে আসতে হবে ?
-কি রকম ?
নিশি কিছুক্ষন চুপ করে ভাবলো তারপর বলল
-শুনো তুমি একটা লাল শেরওয়ানী পরবা ! আর মাথায় লাল টোপড় ! আর আমি পড়বো লালা লেহেঙ্গা !
-লাল ? তুমিও লাল আমিও লাল ! ব্যপারটা কেমন হাস্যকর হয়ে যাবে না ? মানুষ বলবে দুই লাল মিলে লুলামী করতেছে !
-শুনো ! বলছি না ফাজলামী করবা না !
-না শুনো না ! শেরওয়ানীর দাম কত জানো ? সেদিন রাসেলের মামার জন্য কিনতে গেছেছিলাম ! দাম নিছে ১৮ হাজার টাকা ! আমি বাপের জমনে ১০০০ টাকার প্যান্ট পর্যন্ত পরি নাই ! একদনের জন্য ১৮ হাজার টাকা খরচ করি কেমনে ?
নিশি আমার দিকে তাকিয়ে রইলো কিছুক্ষন শীতল দৃষ্টিতে ! তারপর বলল
-জীবনে কয়টা বিয়ে করতে চাও ?
-একটা !
-একটা বিয়ের জন্য ১৮ হাজার বেশি হয়ে গেল ?
-না তা না ! আসলে আমার কাছে ঐ পোষাকটা কেমন যেন হাস্যকর লাগে !
-হাস্যকর লাগলেও কিছু করার নাই ! আমাকে বিয়ে করতে হলে ঐ শেরওয়ানী পরেই তোমাকে আসতে হবে ?
-যদি না আসি ?
-তাহলে হবে না বিয়ে !
আমি হাসতে হাসতে বললাম
-মনে কর তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে । বিয়ের দিন আমি হাজির হলাম ! কিন্তু শেরওয়ানী পরি নি তখন ?
নিশি আবারও আমার দিকে কিছুক্ষন তাকিয়ে রইলো ! তারপর বলল
-তারপর কি হবে জানো ?
-বাসর রাতে যখন লাইট জ্বালবা তখন আমার বদলে আমাদের বাড়ির কাজের মেয়েকে পাবে বউ হিসাবে !
আমি নিশির কথায় হাসতে থাকি ! এই মেয়ে কি পাগল নাকি !
নিশি বলল
-আর শুনো ! রুমাল দিয়ে মুখ ঢেকে আসবা কিন্তু !
-আরে এটা এখন কেউ করে নাকি ? আর আমি মুখ কেন ঢাকবো ?
-তুমি যে লুল পাবলিক ! আমাকে রেখে আর কটা প্রেম করেছ কে জানে ! দেখা যাবে আমার বিয়ের দিন অন্য মেয়েরা এসে তোমাকে নিয়ে টানা টানি শুরু করে দিয়েছে ! তখন ?
-মানে কি ? এই সব কি কথা ?
-এই সব কি কথা ! যা বলছি শুনবা !
এইভাবেই কথা সাজাতো নিশি আপন মনে ! কত কথা বলতো ! আমার শুনতে শুনতে ভালই লাগতো ! এমন কি আমি নিজেও নিশির এই কথা গুলো নিয়েই কল্পনা করতাম ! লাল শেরওয়ানী পরে লাল একটা পাখি বিয়ে করে নিয়ে আসছি !
আমি ঠিক করেই রেখেছিলাম বিয়ে পরানোর পরপরই যখন আমাদের প্রথম মুখোমুখি করা হবে তখনই ওকে একটা চুম খাবো সবার সামনে ! আমার বউ এটা সবাইকে জানাতে হবে না ?
আমার এই কথা শুনে নিশি যেন আকাশ থেকে পরলো !
-কি করবা তুমি ?
-কেন চুম খাবো !
-সবার সামনে ?
-হ্যা ! কোন সমস্যা আছে নাকি ? দেখো খ্রীষ্টানদের বিয়েতে কেমন ফাদার বলে "ইউ মে কিস দ্যা ব্রাইড"
-শুনো তুমি খ্রীষ্টান না ? ঠিক আছে ?
-আমি কিছু জানি না ! আমার যা ইচ্ছা তাই করবো ! আমার বউকে আমি যদি লুকিয়েই চুম খেতে হয় তাহলে সে আমার কেমন বউ ! আর আমিই বা কেমন বর !
-এমন কাজ যদি কর তাহলে ঐ দিনই আমার বাপ তোমাকে ত্যাজ্য করে দিবে !
-ত্যাজ্য পুত্রের মত ত্যাজ্য জামাই ?? হাহাহাহা !!
-এই হাসবা না !
-হা হা হা !
আরো কত কথা হত আমাদের ।
তারপর কয়েকদিন নিশির ফোন আসা বন্ধ ছিল ! জানি না কেন ! অবশ্য এমন ও প্রায়ই করতো ! এমনও আছে সাপ্তাহ পার হয়ে গেছে ওর কোন ফোন আসে নাই ! আমি এটা স্বাভাবিক ধরে নিতাম ! ও বলত যে ওর বাসায় নাকি খুব সমস্যা ! আমি মেনে নিয়েছিলাম ! যদিও মানতে একটু কষ্ট হত তবুও আমি সব মেনে নিয়েছিলাম !
দুদিন পরে যখন নিশি ফোন দিল কত কথা বলার ছিল ! কিন্তু আমি কোন কথাই বলতে পারলাম না নিশির কথা শুনে !
নিশি কেবল আমাকে বলল
-গতকাল আমার বিয়ে হয়ে গেছে ! ভাইয়ার পছন্দের ছেলে !
আমি প্রথমে ভাবলাম হয়তো ও ইয়ার্কী মারছে । কিন্তু যখন টের পেলাম যে ও ইয়ার্কি মারছে না তখন একেবারে স্তব্ধ হয়ে গেলাম !
আজকাল আর তাই আর বিয়ে বাড়ি দেখলে ভাল লাগে না ! বুকের ভিতর কেমন এটা কাঁটা বিঁধে থাকে ! আমি চোখ সরিয়ে নিলাম !
নাহ ! কাল থেকে আর এই পথে আসা যাবে না !
ফেবু লিংক
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৪
অপু তানভীর বলেছেন:
২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২২
নিয়ামুল ইসলাম বলেছেন: Ho re vai 3 number r namar bazar road e duita lighting kora beya bari dekhlam, apner konta deikha md off hoe gelo ?
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৫
অপু তানভীর বলেছেন:
৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩০
শায়মা বলেছেন:
থাক ভাইয়া আরও বড় হও।
তারপর বিয়ে করো।
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩২
অপু তানভীর বলেছেন: নাহ ! বিয়ে বুঝি আর করাই হবে না !!
৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:০১
নাজ_সাদাত বলেছেন: এমনটা প্রায়ই হয়। নারী ও পুরুষ উভয়ের সঙ্গে হয়।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:১১
অপু তানভীর বলেছেন: হুম !!
৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:০৪
অনীনদিতা বলেছেন: ভালো লিখেছেন
ভালো লাগা দিলাম
২২ শে মার্চ, ২০১৩ রাত ২:২৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৬
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: ভাই আমিও লাইটিং করবোনা। আপনি আইসসেন।
২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৯
অপু তানভীর বলেছেন: হুম !! আসবো !!
৭| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৭
বটবৃক্ষ~ বলেছেন: মানুষ বলবে দুই লাল মিলে লুলামী করতেছে !
লুলীয় গল্প ....।!!
++++
ডায়লগ গুলো মজার ছিলো !এ্যাজ ইউজোয়াল..
২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৮| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২২
সেলিম আনোয়ার বলেছেন: বেশি বয়স হয়ে গেলে
পাত্রী মেলে না(সময় গেলে সাধন হবে না?
২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫
অপু তানভীর বলেছেন: ভাইয়া কি অভিজ্ঞতা থেকে বলতাছেন ??
৯| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬
নিরপেক্ষ মানুষ বলেছেন: গল্প না সত্যি।মনে তো সত্যি
২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১২
অপু তানভীর বলেছেন: কি জানি !! সত্যি নাকি মিথ্যা !!
১০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪
একজন আরমান বলেছেন:
ও নিশি ও নিশি তুমি কুতায়?
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:৫৭
অপু তানভীর বলেছেন: আছে !! জায়গা মত আছে !!
১১| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অবশেষে আপনার হ্যাপি এন্ডিং ছাড়া একটা গল্প পাই্লাম। ভালোই লাগছে।
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২০
আশীষ কুমার বলেছেন: এই গল্প আপনি লিখছেন? এক্কেরে ফালতু। মানিজ্জত সব শেষ। আরেকটা গল্প লেখেন ভালা দেইখ্খা।