নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-ভাইয়া, আমার গালিটা একতু থিক কলে দিবে ?
এই গরমে নিজেই সিদ্ধ হয়ে যাচ্ছি নিজের কাজ নিয়ে আবার এই আইছে নতুন বাহনা নিয়ে ! তার ভিতেই এই কথা ! পিচ্চি ছেলেটার কথা শুনতে বেশ ভালই লাগলো !
আমি পিচ্চি টার দিকে তাকলাম ! লাল রংয়ের একটা হাফপয়ান্ট পরে ! গায়ে একটা কালো গেঞ্জি ! এই গমরে একে কালো গেঞ্জি কে পড়াইছে !
আমি পিচ্চি ছেলেটার মুখের দিকে তাকালাম ! একটা মিষ্টি মিষ্টি ভাব ! কথা গুলো যেমন সুইট তেমনি চেহারাটাও ! আমি বললাম
-তোমার গাড়ি কই ?
ছেলেটা হাত দিয়ে সিড়ি ঘরের দরজার দিকে দেখলো ! আমি বললাম
-গাড়ি নিয়ে এসো ! দেখি !
ছেলেটা চলে গেল !
আমি আবার নিজের কাজে মন দিলাম ! গত সপ্তাহে আমার কম্পিউটার টেবিলের কাবজা খুলে গেছে ! সেইটাই এখন ঠিক করতেছি ! ঘরের ভিতর করার উপাই নাই কারন আমার ঘরের নিচের বাড়িয়ালার বাসা ! হাটুরির আওয়াজ যদি একবার কানে যায় ছুটে চলে আসবেন ! তাই ছাদে এসে কাজ করতেছি ! তখনই এই পিচ্চি এসে হাজির !
কিছুক্ষন পরেই পিচ্চি গাড়ি নিয়ে হাজির ! তবে সব চেয়ে আনন্দের কথা হল পিচ্চি একা আসে নাই ! পিচ্চির সাথে একটা মেয়ে হাজির !
চেহারা দেখেতো মনে হল পিচ্চির বড় বোন হবে !
মনে মনে বললাম এই মেয়ে এই ফ্ল্যাটে থাকে ! আসলে ঠিক ফ্ল্যাট বলা যাবে না এটা কে ! চিলেকোঠা আর কি ! একটু বড় চিলেকোঠা !
এই মেয়ের সাথে আমার প্রায়ই দেখা হয় ! বিশেষ করে নিচে নামার সময়ে সিড়িতে !
একটু লক্ষ্য রাখছিলাম যে মেয়েটা কোন ফ্ল্যাটে থাকে এটা বের করার কিন্তু আজকে সুন্দরী নিজেই ধরা দিল !
মেয়েটি বলল
-আপনাকে একটু ঝামেলায় ফেললাম ! আসলে গাড়িটার কয়েক জায়গার পেরেক খুলে গেছে ! এই জন্য ...
-আচ্ছা সমস্যা নাই !
আমি গাড়িটার সব পেরেক গুলো ঠিক মত আটকে দিলাম ! পিচ্চিটা চলে গেল । একবার মনে হল একটু বেশি সময় নিয়ে যদি ঠিক করতাম তাহলে মেয়েটা আরো কিছুক্ষন থাকতো !
আমি আবার আমার কাজে মন দিলাম !
ঠিক তখনই মেয়েটা আবার হাজির ! আমাকে বলল
-আপনি এই রোদের ভিতর না থেকে এই ছায়াটায় আসেন না কেন ?
-নাহ ! এই উপাই নাই ! আমি ঐ ছায়ায় গেলে নিচ থেকে বাড়িয়ালা এসে যাবে !
-ও ! আপনার জন্য কি পানি নিয়ে আসবো ? আপনি বেশ ঘামছেন !
আহা !!
কি মিষ্টি কথা !!
যদিও আমার পানিতে খুব বেশি ইন্টারেষ্ট নাই তবুও বললাম
-জি নিয়ে আসুন !
এই পর থেকেই শুরু ! যেই আমি কোন দিন নিজের পিসি ছেড়ে এক পাও নড়ি নাই সেই আমি এখন ছাদের সময় কাটাতে লাগলাম ! মোটামুটি কয়েক দিনের ভিতরেই বুঝে গেলাম যে মেয়েটা কেবল সন্ধ্যার দিকেই ছাদে আসে ! সাথে পিচ্চি টা থাকে ! আর ছুটির দিন গুলোতেই এরা থাকে বাড়িতে ! আর বাদ বাকী সময়ে রুমের দরজা সবসয় বন্ধ থাকে !
এবার থেকে মেয়েটি সাথে দেখা হলেই মেয়েটি একটু হাসতো ! টুকটাক কথাও বলতো ! আমার ভালই লাগলো ! তবে কেন জানি মন ভরতো না ! মনে হত মেয়েটা আর একটু কথা বলতো আমার সাথে ! ভাল হত তাহলে !
তবুও আমি ছাদেই থাকতে লাগলাম !
সন্ধ্যার সময়ে যখন মেয়েটা আসতোও কথা বলতাম মেয়েটার সাথে ! কিন্তু একদিন আমার টনক নড়লো !
যেদিন আমি ঠিক করলাম যে মেয়েটাকে আমার মনের কথা জানাবো সেদিনই আমার কাছে আসল কথাটা ধরা পড়লো ! যথারীতি আমি সন্ধ্যার সময়ে ! ঐ দিন ছুটির দিন ছিল ! সন্ধ্যার একটু পরেই মেয়েটা আসলো ! আমি কথা বলতে যাবো ঠিক তখনই মেয়েটার পিছনে একটা যুবক ছেলে আসলো ! যুবক ছেলেটার কোলে মেয়েটির ছোট্ট ভাই টি !
হঠাৎ যুবক ছেলেটি বলল
-এই বাবুকে একটু নাও !
মেয়েটি বলল
-দাও !! তুমি আবার এলে কেন ? তোমার না শরীর ভাল লাগছে না ! শুয়ে থাকো গিয়ে !
-আহা ! মাসের ভিতর একবার আসি ! তুমি একা একা থাকো ! আমি চাই এই সময়টা সব সময় তোমার সাথে থাকি !!
আমার মুখ হা হেয় গেল !
আমি এতো দিন বুঝতে পারি নাই ! এই মেয়ে বিবাহিত !! যেই পিচ্চিটাকে আমি মেয়েটার ভাই মনে করেছি আসলে সেইটা মেয়েটার পোলা !!
ও মাই গড !!
ও মাই গড !!
এই ভাবে ধরা খাইলাম আমি !! এই ভাবে মানুষ ধরা খায় !!
ফেবু লিংক
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:০০
অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা !!
না না !! সত্যি না !!
২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৮
বটবৃক্ষ~ বলেছেন: হাহাহাহ!! আবারো ধরা খাওয়ার গল্প!!
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৭
অপু তানভীর বলেছেন: hহাহাহাহহা !!!
৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:২০
নিয়ামুল ইসলাম বলেছেন:
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:১০
অপু তানভীর বলেছেন:
৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৯
আমাবর্ষার চাঁদ বলেছেন:
হে হে হে, ধরা খাইছে
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫
অপু তানভীর বলেছেন:
৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৮
বিশ্ব প্রেমিক বলেছেন: তুমি দেখি আমার চেয়েও বড় লুল
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৪
অপু তানভীর বলেছেন: লুল !!
৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৬
স্বাধীন জামিল বলেছেন: কস্কিকিরে মোমিন :-o
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫২
অপু তানভীর বলেছেন:
৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৮
নাহিদ সৈকত বলেছেন: পুরাই রবির নেটওয়ার্কের মতো ধরা খাইলেন.... !!
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৪
অপু তানভীর বলেছেন:
৮| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০
শ্রাবণ জল বলেছেন:
২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫২
অপু তানভীর বলেছেন:
৯| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩
অপু তানভীর বলেছেন:
১০| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৭
একজন আরমান বলেছেন:
হা হা হা
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৭
ShusthoChinta বলেছেন: ঘটনার ঘনঘটা দেইখা মনে হৈতেছে জীবন থেকে নেওয়া,সত্যি নাকি?