নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরাবর,
মাননীয় বাড়িয়ালা,
৭১/২, শকন্তি ভিলা,
কাদেরাবাগ হাউজিং, কাটাসুর, মোহাম্মাদপুর,
ঢাকা-১২০৫
বিষয়ঃ ছাদের চাবি চাহিয়া আবেদন পত্র !
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার সুপ্রতিষ্ঠিত ছয় তলা বিল্ডিংয়ের ছয় নম্বর তলার বাঁ পাশের ফ্ল্যাটের একজন নিয়মিত বাসিন্দা । আমি গত তিন মাস যাবৎ আপনার বাড়িতে নিয়মিত ভাবে বাসা ভাড়া যথা সময়ে প্রদান করছি ! সাথে সাথেই আমি নিয়ম অনুযারী এবং পরিমিত ভাবে আপনার ফ্ল্যাটের পানি বিদ্যুৎ এবং গ্যাস ব্যবহার করি ! প্রতিদিন রাত দশটার আগেই বাসায় পৌছায় এবং কোন প্রকার ঝামেলা পূর্ণ বন্ধু বান্ধব এবং অতিথি আপনার বাড়িয়ে আনি না ! তারপর বহুদিন ধরে আপনার বাড়ির পাশের ডোবা দিয়ে যে মারাত্মক গন্ধ আছে সেই দুর্গন্ধও আমি হাসি মুখে সহ্য করে নিয়েছি ! এদিক দিয়ে বলতে পারেন আমি আপনার বাড়ির একজন আদর্শ ভাড়াটিয়া ! যাই হোক, আসল কথা হল গত কয়েক দিন ধরে আমি লক্ষ্য করতেছি আপনি আপনার বাড়ির ছাদের দরজায় তালা মেরে রাখেন ! এতে করে আমি আমার ছাদ ভ্রমন থেকে প্রায়ই বঞ্চিত হচ্ছি ! মুল ব্যাপার হল কয়েক দিন ধরেই পাশের বাড়ির বাড়িওয়ালার মেয়ে কুলসুম বেগমের সাথে আমার একটা প্রনয়ের ব্যাপার ঘটেছে এবং আমাদের নিয়মিত দেখা হওয়ার স্থান হল আপনার বাড়ির ছাদ ! এখন ছাদের দরজায় তালা মারা থাকায় আমি এবং কুলসুম বেগম সময় মত দেখা করতে পারছি না ! আমাদের ভালবাসায় এক বিরাট দেওয়াল হয়ে দাড়িয়েছে ঐ দরজার তালা !
সুতরাং আপনার কাছে আকুল আবেদন এই যে, নিজের জামাই তো আর বানাইলেন না অন্তত বাসের বাড়ির বাড়িওয়ালার জামাই হওয়ার সুযোগ আমাকে দেন ! এবং অতি সত্বর ছাদের তালা খোলার ব্যবস্থা করেন ! নয়তো জেনে রাখবেন চৌধুরী সাহেব কোন তালাই ভালবাসা কে আটকিয়ে রাখতে পারবে না !
নিবেদক,
আপনার অতি বাধ্যগত ব্যাচেলর ভাড়াটিয়া
অপু তানভীর
(আইডিয়া: চেয়ারম্যান০০৭)
ফেবু লিংক
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৮
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:১১
স্বাধীন শোয়েব বলেছেন: skyp use koren...
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৮
অপু তানভীর বলেছেন: হুম ! করি তো !! কেন ?
৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: হাহা ! চাবি পাইছেন? কুলসুম বেগমের সাথে আমাদের পরিচয় করায়ে দেবেন না?
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৯
অপু তানভীর বলেছেন: না এখনো পাই নাই !!
আর মিয়া কন কি, খাল কেটা আমি কুমির আনতে চাই না !
৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৯
কাজের কথা বলেছেন: হাসতে হাসতে পাগল হইতে অল্প বাকি !!!
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭
অপু তানভীর বলেছেন:
৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
বটবৃক্ষ~ বলেছেন: এপ্লিকেশনে যে পরিমান বানান ভুল! জীবনেও গ্রান্ট হওয়ার সম্ভাবিলিটি নাই!!
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭
অপু তানভীর বলেছেন: সম্ভাবিলিটি ??
ঐ মহিলা মিয়া, বানান ভুল পাইলেন কই ??
৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৯
তারছেড়া লিমন বলেছেন: চেয়ারম্যান০০৭ দেখি কামডা ভালই করচে................একজন পত্রলেখক কে তো পাওয়া গেলু..........
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৮
অপু তানভীর বলেছেন:
৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
বটবৃক্ষ~ বলেছেন: বানান ভুলের পোস্টমর্টেম রিপোর্ট>>
বাড়িয়ালা
ভুদিন ধরে
মারাত্বক
দুর্ঘন্ধ
মুল ব্যাপার
দেওয়াল
অতি সত্তর ছেদের তালা!!
খালি খালি আমারে খাটাইলেন!!
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৪
অপু তানভীর বলেছেন: সব ঠিক করে দিয়েছি !!
৮| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: সুপারিশ করলাম।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৪
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১৩
আশিক মাসুম বলেছেন: মজা তো।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৪
অপু তানভীর বলেছেন: দাড়ান আরো আসতাছে !!
১০| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২৪
অনীনদিতা বলেছেন: নেন তালা চাবি দুইটাই দিয়ে গেলাম
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৫
অপু তানভীর বলেছেন: এতো পুরানো তালা নিতাম না !!
১১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:০৭
রুদ্র মানব বলেছেন: আপনার কাছে আকুল আবেদন এই যে, নিজের জামাই তো আর বানাইলেন না অন্তত বাসের বাড়ির বাড়িয়ালার জামাই হওয়ার সুযোগ আমাকে দেন!
চিঠির এই অংশ শুইনাই তো মালিক আবেগে আপ্লুত হইয়া চাবি দিয়ে দেওয়ার কথা
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৫
অপু তানভীর বলেছেন:
১২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:২৬
পেন্সিল স্কেচ বলেছেন: বাড়িওয়ালা ভয়ঙ্কর
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৭
হ্যাজাক বলেছেন: বিষয়টি বিশেষ বিবেচনার জন্য সুপারিশ করা হলো।