নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

এই মেয়ে ! ব্লগারের সাথে প্রেম করবে না ! :D :D

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

-এই শুনো । তোমার সাথে আজকের পরে আমি আর কোন যোগাযোগ রাখবো না ! দেখি টওমার মোবাইলটা দেখি ! আমার নাম্বারটা মুছে দেই !



আমি সবে মাত্র চকবারটাতে একটা কামড় বসিয়েছি তখনই নিশি এই কথা বলল !

আমি ওর দিকে তাকিয়ে দেখি ও নিশ্চিন্ত মনে আইসক্রিমে কামড় বসিয়ে চলেছে ! একটু আগে কি বলল তা সে সিরিয়াসলি বলল কি কিনা বুঝতে পারছি না !

নাহ মনে হয় ! খুব বেশি সিরিয়াস তো মনে হচ্ছে না ! আমি একটু ক্ষীন গলায় বললাম

-কি বললে ?

নিশি বলল

-আমি তোমার সাথে আর কোন প্রকার রিলেশন রাখবো না !

-সেই কেন ? আমি কি করলাম ?

-তুমি ব্লগ লিখো ! তুমি ব্লগার তাই !

আমার মনে হল আমি মনে হল ভুল শুনলাম ! আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে যেতে চাইছে কারন আমি ব্লগার !

না ! না ! এটা হতেই পারে না !

আমি নিশ্চই ভুল শুনছি !

আমি নিশিকে বললাম

-সরি ঠিক বুঝতে পারি নাই ! কি কারনটা বললা ?

-আমি তো মান্দারিন ভাষায় বলি নাই যে তুমি বুঝতে পারবা না ? আমি সঠিক বাংলা ভাষায় বলেছি ! তুমি ব্লগার তাই তোমার সাথে আমি কোন রিলেশন রাখবো না !

-মানে কি ?

-আরে মর জ্বালা ! মানে ফানে বুঝি না ! আব্বা কইছে তুমি নাস্তিক ! তুমি ব্লগার ! তুমি শাহবাগে যাও ! তোমার সাথে মেয়ে বিয়ে দিবে না !

-তাই ? আমি নাস্তিক ?

-হুম !

-কোন হিসাবে বললা ?

-তুমি ব্লগার ! তুমি শাহবাগে যাও !

-তারমানে আমি ব্লগ লিখিই বলেই আমি নাস্তিক ? আমি শাহবাগে যাই বলেই আমি নাস্তিক !

-হুম ! আব্বা তাই বলছে !

-তাইলে তো তুমিও নাস্তিক ! তুমিও তো দুইদিন আমার সাথে শাহবাগে গেছ ! আমি ব্লগ লিখি আর তুমি আমার ব্লগ পড় ! একই তো কথা ! ইনফ্যাক্ট তুমি তো আমার ব্লগ পড়েই আমার প্রেমে পড়েছ ! তাইলে কি দাড়ালো !

-শুনো ফাইল কথা বলবা না ! আমি শাহবাগে গিয়ে কোন খারাপ কাজ করি নাই ! রাজাকারদের ফাসি চাইছি !

-আর আমি ? আমি কি করেছি ? বসে বসে কইছি আমি নাস্তিক ? আমি নাস্তিক ?

নিশি আমার এই কথার কোন জবাব দিল না ! কেবল চুপ করে রইলো !



আমি বললাম

-ঠিক আছে তোমার ইচ্ছা ! তোমার বাবা তো আমাকে এমনিতেই পছন্দ করেই না ! করবে কেমনে সে তো জামাত করে !

-এই খবরদার বললাম ! আমার বাবা জামাত করে না ! আমার বাবা জামাত করে না !

আমি একটু চুপ করে রইলাম । তারপর বললাম

-এখন থেকে যখন আমাদের মাঝে আর কোন রিলেশন নাই ই তখন আমি তোমাকে বলি তোমার বাবা হল জামাত করে ! কোন জামাতীর মাইয়ারে আমি বিয়া করতাম না ! বুঝছো !

নিশির মুখটা দেখলাম কেমন লাল হয়ে গেল ! অন্য সময় হলে আমি নিশিকে শান্ত করার চেষ্টা করতাম কিন্তু এখন হু কেয়ারস ম্যান !!

আমি বললাম

-তোমার আব্বা হল খাস জামাতি ! দেখো না কেমন রাজাকার দের মত পোষাক পড়ে !

এবার দেখলাম নিশি আমর দিকে একভাবে তাকিয়েই রইলো ! ওর এই লক্ষনটা আমার কাছে পরিচিত ! নিশি কিছুক্ষনের ভিতরেই কেঁদে ফেলবে ! একটু পরেই ওর চোখ দিয়ে বের হয়ে এল !চোখে পানি বলল

-তুমি এই কথাটা কেন বললা ? আমর বাবা নিয়মিত নামাজ পড়ে ! এই জন্য তুমি তাকে রাজাকার বলবা ?

-এই তো এইবার লাইনে এসেছ ? ব্লগ লিখলেই যেমন নাস্তিক তেমনি তোমার বাবাও রাজাকার ! তুমি তো একই কাজ করতেছ !

-আমি একই কাজ কেমনে করলাম ?

-আশ্চার্য ! আমাকে তুমি তুমি কোন হিসাবে বলতেছ ? তুমি কিভাবে বল যে আমি ব্লগ লিখি বলে আমি নাস্তিক ! তুমি নিজেও তো শাহবাগে গেছ ? তোমার কি মনে হয়েছে যে সেখানে ধর্ম বিরুদ্ধ কিছু বলা হয়েছে ? মহানবী (স) কে নিয়ে কিছু বলা হয়েছে ? দেখাতে পারবে ?

নিশি চুপ করে রইলো !

আমি আবার বললাম

-নামাজ আর দাড়ি রাখলেই যেমন একজন জামাতী/রাজাকার হয়ে যায় না তেমনি ব্লগ লিখলেই মানুষ নাস্তিক হয়ে যায় না ! এটা বুঝতে হবে ! তোমরা ঢালাও ভাবে সব ব্লগার কে নাস্তিক বলবা এটা উচিৎ না ! ঠিক আছে একজন নাস্তিক ধর্ম নিয়ে যা তা লেখে ! সেটা তার দায় ! সেটা তার দোষ ! তার একান্ত দোষ ! এখন সে শাহবাগে গেল বলেই পুরা শাহবাগ নাস্তিক হয়ে গেল ? এটা কেমন যুক্তি হল !

-কিন্তু সবাই যে বলতেছে !

শুনো ! সবাই যদি বেকুব হয় তুমিও কি বেকুব হবা ? তোমাকে বললাম চিলে তোমাদের সবাই কান নিয়ে গেছে এই শুনে কয়েকজন চিলের পেছনে দৌড় শুরু করলো । তুমি কি করবা ? ঐ লোক গুলোর দৌড় দেখে তারপর পিছন পিছন দৌড়াবা না আগে নিজের কান চেক করবা ? কোথাকার কোন টিস্যু পেপারে কি না কি লিখছে মানুষ বেকুবের মত সেইটা কোন যাচাই বাছাই না করেই দৌড়াদৌড়ি শুরু করেছে !



কিছুক্ষন চুপ করে রইলাম দুজনেই ! অন্য সময় হলে আমি নিশির সাথেই আগে কথা বলতাম ! কিন্তু আজকে কিছু বললাম না ! চুপ করে বসে রইলাম !

দেখলাম নিশিও বসে রইলো !

-আচ্ছা আমি সরি !

-কি ?

-সরি ! আমি এমনি তোমার সাথে ইয়ার্কি মারছিলাম । আব্বা এমন কিছু বলে নাই ! উনি তোমার চাকরীর ব্যাপারে খোজ নিচ্ছিল ! বলছিল কোন সুপারিশ লাগবে কি না ?

-তাই না ?

-সত্যি ! আমি ভাবতে পারি নি তুমি এতো সিরিয়াস হয়ে যাবে ! সরি !



আমি আর কিছু বলি না ! চুপ করে থাকি ! দেখলাম নিশি নিজেই আমার কাছে এসে বসলো ! আমার হাতটা ধরে বসে রইলো ! এতো মন খারাপের ভিতরও একটু ভাল লাগলো !



ফেবু লিংক

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬

মারুফ মুকতাদীর বলেছেন: ১ম

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯

অপু তানভীর বলেছেন: :):)

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

হারানো ওয়াছিম বলেছেন: রাজাকারদের ব্যঙ্গ করে একটা কবিতা লিখেছিলাম, তা অনেক দিন আগে, সেই থেকে আমি ব্যন খাইয়া বসে আছি, আজ ওপেন করে দেখি আমাকে কমেন্ট করার অনুমতি দিছে, বাট আমার পেজ ওপেন করা যায় না। ভালোই হলো নাই মামার চেয়ে কানা মামা ভালো। আপনার লেখা ভালো লাগলো।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :):)

আপনার পেজ তো এখনও ব্যান দেখাচ্ছে !!

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭

কাজের কথা বলেছেন: প্রচন্ড ভাল লাগল। যদি ক্যাচাল শেষে তালাক হইত তবে মনে বড় ব্যাথা পাইতাম।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩

অপু তানভীর বলেছেন: হুম !! কোন চিন্তা নাই ! আমার প্রেমিকারে আমি কোন দিন যাইতে দিমু না ! :P :P

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭

রিমন রনবীর বলেছেন: দারুন :)
++

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪

অপু তানভীর বলেছেন: :):):):)

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

এম.ডি জামান বলেছেন: সকল ব্লগার নাস্তিক এমন কথাতো হেফাজতে ইসলামকে বলতে শুনিনি। খালেদা জিয়া বলেছে শাহবাগে যারা নেতৃত্বে আছে তারা নাস্তিক।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

অপু তানভীর বলেছেন: ভাইজান এখানে "হেফাজতে ইসলাম" আর "খালেদা জিয়ার" কথা কেন আসলো ??

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

সৌভিক ঘোষাল বলেছেন: যে ইসলাম এত প্রগতিশীল ছিল, তা কালের ব্যবধানে এত প্রতিক্রিয়াশীলকে কি করে নিজের আচ্ছাদন ব্যবহার করার সুযোগ দিয়ে যাচ্ছে, এটা ভেবেই অবাক লাগে।
হিন্দু ধর্ম বিশ্বাসী পরিবারে সংস্কৃতিতে বড় হয়েছি। ইতিহাস ঘাটলে দেখা যায় জাতপাত, অস্পৃশ্যতা, সতীদাহর মত ভয়ঙ্কর প্রথা দীর্ঘ দীর্গ দিন হিন্দু সংস্কৃতিকে পাকে পাকে জড়িয়ে ছিল। ইসলাম সে সময় তুলনায় অনেক অনেক প্রগতিশীল। কিন্তু আজ ইসলাম এমত অবস্থানে কেন? দুনিয়ার সাম্রাজ্যবাদীদের বেশীরভাগ খ্রীষ্টান, কিন্তু তারা খ্রীষ্টান পরিচয়ে সাম্রাজ্যবাদী নয়। কিন্তু প্রতিক্রিয়াশীল মৌলবাদীরা 'ইসলাম'কে ব্যবহার করার জায়গায় থেকে যাচ্ছে, এটা দুঃখদায়ক।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

অপু তানভীর বলেছেন: আসলেই এটা দুঃখদায়ক :(:(

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

অহন_৮০ বলেছেন: ভাল লাগল

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

অপু তানভীর বলেছেন: :):)

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:২০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল লাগলো। :)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

অপু তানভীর বলেছেন: :):)

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮

গৃহ বন্দিনী বলেছেন: এই ধরনের ন্যাকা শ্রেনীর মেয়ের সাথে প্রেম করতে আপনের বিরক্ত লাগে না ? ( মাইন্ড খাইয়েন না আবার জাস্ট কিয়ুরিসিটি থেকে জানতে চাইলাম =p~ =p~ )

বেশ কিছুদিন যাবত আপনার ব্লগ পড়ছি ,ঘুরে ফিরে ওই একই নিশি কাহিনী বা ওই জাতীয় কিছু । (জানি না হয়ত আমার চোখে এই টাইপের পোস্ট গুলাই পরেছে খালি)

যাইহোক সাবলীল লেখনির জন্য পোষ্টে ভাল লাগা থাকলো ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫

অপু তানভীর বলেছেন: কথা সত্য ! আমি কেবল এই টাইপের গল্পই লিখি !

তবে একটা কথা বলে রাখি আমার গল্পের অধিকাংশ সময়ে নিশির নামটা ব্যবহার করা হলেও এই সব নিশি কিন্তু এক না । কেবল তাদের নাম এক ! আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন ন্যাকা শ্রেনীর নিশি যেমন আছে তেমনি খুব বাস্তব বাদী নিশিও কিন্তু আছে !

ধন্যবাদ !! :):):)

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

গৃহ বন্দিনী বলেছেন: আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন ন্যাকা শ্রেনীর নিশি যেমন আছে তেমনি খুব বাস্তব বাদী নিশিও কিন্তু আছে !

এখনও চোখে পড়ে নাই। চোখে পড়লে জানাব , ইনশাল্লাহ।

=p~ =p~ =p~

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৯

অপু তানভীর বলেছেন: ওকে জানাবেন ! :):)

১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

শাকিল ১৭০৫ বলেছেন: :( :( :(

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২০

অপু তানভীর বলেছেন: কি হইলো ??

১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২

মিজভী বাপ্পা বলেছেন: + B-))

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪২

অপু তানভীর বলেছেন: ;) ;)

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

নিশি কথক বলেছেন: রাজাকার দের মত পোষাক আবার কি?

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

অপু তানভীর বলেছেন: কোনা মানে নাই ! কোন মানে নাই !!

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭

দানবিক রাক্ষস বলেছেন: নিশি তুমি আর কেঁদো না, অভিমান করো না, দূরে দূরে থেকো না, অপু ভাইয়ের কাছে চলে আসো না ... ও নিশি ... ও নিশি ... লুল।

আপনি পারেনও ভাই সব কিছুর মধ্যে প্রেম আনতে।

+

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩

অপু তানভীর বলেছেন: :):):) আমার আর কোন কাজ নাই !!

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮

বটবৃক্ষ~ বলেছেন: হুম....+

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১০

অপু তানভীর বলেছেন: হুম !! :) :)

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৯

রোড সাইড হিরো বলেছেন: জটিল হয়েছে...+

আমার এক ফ্রেন্ড এর এক সময় এর রিলেশন ব্রেকআপ (চিরদিনের জন্য) হয়ে যায়, যার কারণটা হল মেয়েটার ফ্যামিলি শিবির করতো আর ওর কাছে শিবির দু'চোখের বিষ। বন্ধুটা ও তার ফ্যামিলি অবশ্য বি.এন.পি. করে...

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০১

অপু তানভীর বলেছেন: হাহাহাহা !! :):)

১৭| ০৮ ই মে, ২০১৩ রাত ২:০২

সানফ্লাওয়ার বলেছেন: একটু ভিন্ন টাইপের কিছু লিখুন। ভাল লেগেছে লেখাটা

২১ শে মে, ২০১৩ রাত ২:০৯

অপু তানভীর বলেছেন: আমার লেখা সব সময় একই টাইপের ! অন্য কিছু লিখতে পারি না যে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.