নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

লুল গল্পঃ বয়ফ্রেন্ড যখন কুরিয়ার ম্যান !!

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:২২

দারোয়ান আমার দিকে তাকিয়ে রইলো কিছুক্ষন । চোখ জুড়ে খানিকটা বিশ্ময় ! আসলে বেচারা ঠিক মেলাতে পারতেছে না । আমি আবার বললাম

-এটা তো ২৭৫/সি তাই না ?

-জি !

-দুই তলায় জামান সাহেব থাকেন ?

-জি !

-উনার নামে পার্সেল এসেছে !

-উনি তো এখন বাসায় নাই !

দারোয়ান এখনও আমার দিকে সন্দের দৃষ্টিতে তাকিয়ে আছে ! আমার পোষাকের দিকে তাকিয়ে বিশ্বাস করতে পারছে না যে আমি কুরিয়ারের লোক হতে পারি !

আমি বললাম

-আসলে উনার নামে না ঠিক । পার্সেল এসেছে উনার মেয়ের নামে । উনার মেয়ের নাম তো নিশি ? তাই না ?

-হু !

-উনি আছেন ?

দারোয়ান কিছু যেন ভাবলো কিছুক্ষন । সন্দেহ এখনও যাচ্ছে না ।

আমি বললাম

-কি আছেন উনি ? দেখুন আমার আরো কাজ আছে । আরো কয়েক জায়গায় যেতে হবে । এই দেখুন কত পার্সেল দিতে হবে ।

এই বলে আমার পিছনে থাকা ব্যাগটার দিকে ইঙ্গিত করলাম । আবার বললাম

-দয়া করে মিস নিশিকে একটু ডাক দেন ।

-নিশি আফা আছে কি না তো এখনও জানি না । তয় উনার মায়ে আছে ।

-উহু । মা থাকলে হবে না । পার্সেল উনার নামে আছে । উনাকেই সেটা নিতে হবে ।

-আফা তো পড়া শুনা করে । ক্লাসে যাইতে পারে ।

-আরে না । আজকে তার ক্লা........।

কথাটা বলতে গিয়ে আটকে গেলাম । দারোয়ানের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলাম ।

নাহ ! বেটা ঠিক মত লক্ষ্য করে নাই আমি কি বলতে গেছি ।

নিজেকে একটু সাবধান করলাম ।

নিশির ক্লাস আছে কি না সেটা আমার জানার কথা না কিছুতেই ।

অপু মিয়া চুপচাপ বসে থাকো । এবং অপেক্ষা কর !

কথাবার্তা বল সাবধানে !

দারোয়ান আমাকে কিছুক্ষন দাড় করিয়ে রেখে বলল

-আচ্ছা আপনে খাড়ান । আমি ডাইক্যা আনি ।

আমার মনটা খুশি হয়ে উঠলো ।

এই তো নিশি এখনই আসবে ! আমি এইবার জিতে যাবো ।



আয় নিশি আয় !

আয় নিশি ডাক পারি !

আমার নিশি কোন বাড়ি !



কিন্তু কয়েক মিনিট পরে দেখি নিশি না দারোয়ানের সাথে এক মহিলা নেমে আসছে ! একটু ভাল করে লক্ষ্য করতে বুঝতে পারলাম তিনি হয়তো নিশির মা হতে পারে । চেহারায় তো খানিকটা মিল আছে !

দারোয়ান আমার কাছে এসে বলল

-আফায় ঘুমাইতাছে । আপনে উনার মার কাছে দেন !

আমি একটু লক্ষ্য করে দেখলাম নিশির মাও আমাকে খানিকটা সন্দের চোখে দেখতেছে ।

নাহ !

এই শার্ট টা পরে আসা মোটেই উচিৎ হয় নাই । যে কারো সন্দেহ হতে পারে । নিশির মা আমার দিকে তাকিয়ে বলল

-তুমি কুরিয়ারের লোক ?

-জি ?

-কোন কুরিয়ার ?

-জি ! আমাজানবন !

-আমাজান বন ? এটা আবার কোন কম্পানি ? সুন্দরবন কুরিয়ার শুনেছি ! আমাজান বন তো শুনি নাই !

আমি খানিকটা অবাক হওয়ার ভাব করে বললাম

-কি বলেন আন্টি ? নাম শুনেন নাই ? সুন্দরবন তো বাংলাদেশে আর আমাজান বন হল পুরা বিশ্বের । আন্তর্জাতিক মানের কুরিয়ার কোম্পানি । বিশ্বের সব গুলো মহাদেশে আমাদের শাখা আছে ।

-আচ্ছা । ঠিক আছে । ঠিক আছে । আমাকে দাও ।

-জি না আন্টি ! এটা হবে না । আমাদের কোম্পানি আন্তর্জাতিক মানের ! এখানকার নিয়মও আন্তর্জাতিক মানের । যার নামে পার্সেল তাকেই দিতে হবে ! তা না হলে আমার চাকরী থাকবে না ।

-আরে তোমার কোম্পানী কি জানে নাকি কে নিলো বা না নিলো ! আমিই যদি নিশি হয়ে নেই তাহলে তো সমস্যা নাই !



কসমি মমিন ?

আপনে নিশি হইলে তো কামই হইতো !!

আমি অতি বিনীত স্বরে বললাম

-আন্টি এটা সম্ভব না কিছু তেই ! হয়তো আমি ধরা পড়বো না কিন্তু নিজের কাছে অপরাধী হয়ে থাকো .....।

আমর কিছু নীতি কথা শুনিয়ে দিলাম ।

এতে দেখলাম আন্টির মানে নিশির মায়ের সন্দেহ আরো গাঢ় হল ! আমার দিকে তাকিয়ে বলল

-তুমি আসলেই কুরিয়ারের লোক তো ?

-জি আন্টি ! আইডি কার্ড দেখাবো ?

আমি খানিটা সঙ্কিত হলাম । কারন এখন যদি আন্টি আমার আইডি কার্ড দেখতে চায় আমি দেখাতে পারবো না । আসলে আমার নিজেরই খানিকটা সন্দেহ হচ্ছিল হয়তো আন্টি এখনই আমার আইডি কার্ড দেখতে চাইবে তাই নিজে থেকেই দেখাতে চাইলাম ।

এখান আল্লাহ ভরশা !

আমি তাকিয়ে আছি আন্টির দিকে । মুখটা স্বাভাবিক রাখার চেষ্টা করতেছি ।

আসলে সব দোষ ঐ ফাজিল মেয়েটার । ঐ দিন রাতে বলা নাই কওয়া নাই আমাকে বলল

-তুমি আমাকে ভালবাসো না ?

-হুম বাসি তো !

-তাই ?

-হুম তো !

-আচ্ছা । তোমাকে আমি তিন দিন সময় দিলাম । এই তিন দিনের ভিতরে আমার সাথে তোমার দেখা করতে হবে !

-আরে আবার কেমন কথা হল ? চল কালকেই দেখা করি ।

-না ! আমি করবো না ! তুমি দেখা করবা । আমি বলবো না আমি কোথায় যাচ্ছি বা না যাচ্ছি । তুমি নিজে আমাকে খুজে বের করবা ! ঠিক আছে ?

-দেখ ! এটা কিভাবে হবে ? তুমি যদি নাই বল যে কোথায় আছো তুমি তাহলে আমি কিভাবে দেখা করবো ?

-এটাই তো ! যদি পারো ! ভাল ! দেখা যাক !

আমি কত ভাবে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু কোন লাভ হল না !

তিন দিন সময় দিয়েছিল । বাকি দুই দিনে আমি সম্ভাব্য সব জায়গায়ই ঘুরে বেরিয়েছি কিন্তু ওর দেখা পাই নাই ! আজকে শেষ দিন ছিল । বাধ্য হয়ে এই পথে আসতে হয়েছে !



নিশির মা আমার দিকে তাকিয়ে রইলো ! কিন্তু আইডি কার্ড দেখতে চাইলো না । আমার যখন মনে হল তিনি দেখতে চাইে না তখন আমি নিজেই আইডি কার্ড বের করার ভাব করলাম ।

আন্টি বলল

-আচ্ছা ঠিক আছে । তুমি দাড়াও ! আমি নিশিকে পাঠাচ্ছি !!



আমি অকেক্ষা করতে থাকি । কিছুক্ষনের ভিতরেই নিশি হাজির । আমাকে দেখে খানিকটা অবাক আর বিশ্ময় ভাব নিয়ে তাকিয়ে রইলো আমার দিকে । কিছু বলতে যাবে আমি চোখের ইশারায় আমি ওকে মানা করলাম ।

বেশ কিছুক্ষন সময় লাগলো আসলে কি হচ্ছে সেটা বুঝার জন্য ! যখন সব কিছু বুঝতে পারলো তখন ওর সারা মুখে একটা মিষ্টি হাসি ছড়িয়ে পরলো !

ওকে বললাম

-ম্যাম আপনার নামে পার্সেল এসেছে !

-তাই ! কোথা থেকে ?

-একজন অতি আগ্রহে আপনার কাছে পাঠিয়েছে !

-কিভাবে বুঝলেন যে সে অতি আগ্রহে পাঠিয়েছে !

-না মানে আমাদের কুরিয়ারের এটা একটা রুলস । যে পার্সেল পাঠায় সাথে সাথে তার খানিকটা আবেগও দিয়ে দেয় ! এটাতে আমরা বুঝতে পারি কারটা কত জরুরী !

নিশি কিছু বলল না আর । কেবল মিসমিস করে হাসতে লাগলো ! আমি ওর কাছে একটা সিগনেচার বই এগিয়ে দিলাম ।

-এই খানে সই করেন ম্যাম !

নিশি সই করলো !

কিন্তু তাকিয়ে দেখি সেখানে সে নিজের নাম লিখে নাই । লিখছে "আই লাভ ইউ" !

আমি বললাম

-বাহ ! আপনি তো অনেক সুন্দর নাম সই করতে পারেন !

নিশি কেবল হাসলো ।



আমি হাটা দিলাম । আমার কাজ শেষ । এখানে থেকে আর নাভ নাই । আর আজ বিকালে তো দেখা হচ্ছেই !!

আমি যতবার পিছন ফিরে তাকালাম ততবারই দেখলাম নিশি আমার দিকে তাকিয়ে আছে !

মুখে সেই মিষ্টি হাসিটা লেগেই আছে !







Click This Link

মন্তব্য ৪০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৩০

আক্তার হোসেন বলেছেন: হে হে ভালো হইসে ...... এতোদিন খালি আপনার লেখা পড়েই গেছি। প্রথম কমেন্ট করতে পারিনাই। আজ কিন্তু আমি ফাস্ট ... :-B :-B :-B :-B

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৩২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! :):):)

২| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৫৩

আব্দুল মোমেন বলেছেন: আপনার লেখা পড়ে অনেক আনন্দ পাইলাম। ধন্যবাদ।

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:১১

অপু তানভীর বলেছেন: আপনি আনন্দ পেয়েছেন দেখে নিজেও আনন্ড পেলাম !! :):)

৩| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:২২

প্রোফেসর শঙ্কু বলেছেন: নন্দ যখন খুশিতে আঃ করে ওঠেন, তখনি আনন্দ হয়।

আনন্দ! আনন্দ!!

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৪৯

অপু তানভীর বলেছেন: হুম !!
আনন্দ !!
আর আনন্দ !!

৪| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৩৬

ইশতিয়াক হোছাইন বলেছেন: আইডিয়া টা চমৎকার ।

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৪৯

অপু তানভীর বলেছেন: অবশ্যই চমৎকার !! :)

৫| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৪১

নিয়ামুল ইসলাম বলেছেন: :| :|

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৪৯

অপু তানভীর বলেছেন: চুপ কেন ?
কিছু বলেন ???

৬| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:০৯

লাবনী আক্তার বলেছেন: আহা কি মিষ্টি প্রেম!

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:৪৫

অপু তানভীর বলেছেন: আহা !!
আহা !!
প্রেম সব সময়ই মিষ্টি !! :):)

৭| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:১৭

অহন_৮০ বলেছেন: আইডিয়াটা খারাপ না কিন্তু ধরা খাইলে তো খবর আছে.... ভালো হয়েছে

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:৪৭

অপু তানভীর বলেছেন: নাহ !! খবোর কেন থাকবে ??
কেবল ঝেড়ে একটু দৌড় দিতে হবে এই যা !! ;)

৮| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:০১

ইকরাম বাপ্পী বলেছেন: দারুন দরুন

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:১৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!! :):)

৯| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪২

হ্যাজাক বলেছেন: ভাইডি ... কুরিয়ার সার্ভিসেই চাকরি নিতে হবে দেখছি।

০৫ ই জুন, ২০১৩ রাত ১২:৫০

অপু তানভীর বলেছেন: দাড়ান বসের সাথে কথা বলে দেখি !! ;);)

১০| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪৩

আহমেদ নিশো বলেছেন: আমাজানবন !

০৫ ই জুন, ২০১৩ রাত ১২:৫১

অপু তানভীর বলেছেন: সুন্দরবন হইতে পারে আমাজান বন কেন হইবো না ? :P :P

১১| ০৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪

ডিএন বলেছেন: অনেক দিন পরে আসলাম অপু ভাই কেমন আসেন আমি ভাল আছি , B-)) B-)) মন্তা কিছুটা ভাল হয়েছে । মধ্যে খানে একটা প্রেম আসেছিল জীবনে । কাইত কইরা থুইয়া গেসে ভাই :(( :(( :(( /:) /:)

আর প্রেম করুম না ভাই শিক্ষা হইসে :( :(


ভাল থাকবেন

০৫ ই জুন, ২০১৩ রাত ১২:৫৪

অপু তানভীর বলেছেন: পুারনো কিছু পোষ্টে আজকে গিয়ে ছিলাম । সেখানে প্রায় সব গুলোতে আপনার মন্তব্য ছিল । কিন্তু হঠাৎ করেই দেখলাম আপনি আমার পোষ্টে মন্তব্য করা বাদ দিয়েছেন ! :(
বিষরটা ঠিক বুহতে পারছি না । আমার ব্লগে যারা আগে নিয়মিত আসতো তারা কেন জানি আর আসে না !
কারন টা ঠিক বুঝতে পারছি না । কারো সাথে খারাপ ব্যবহার করেছি আমার তো ঠিক মনে পড়ছে না । নাকি আমার লেখার হাত খারাপ হয়ে গেছে দেখে তারা আর আসছে না ।

যাক ! ব হুদিন পরে আপনাকে দেখে ভাল লাগছে ! :)

কাহিনী কি আমারে কন !! কেডায় সেইটা ??

১২| ০৫ ই জুন, ২০১৩ রাত ১:০৮

মদন বলেছেন: আইডিয়া ভালো...

০৫ ই জুন, ২০১৩ রাত ১:১৫

অপু তানভীর বলেছেন: খুব ভালো !! :):):)

১৩| ০৫ ই জুন, ২০১৩ রাত ১:৫৮

আমি তুমি আমরা বলেছেন: আহা... আহা ... :P

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:২৪

অপু তানভীর বলেছেন: হুম !!
আহা !!
আহা !! :)

১৪| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৭:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: একখান বিশাল পিলাচ লন নিচের লাইন কয়ডার লেইগা '' এই খানে সই করেন ম্যাম !
নিশি সই করলো !
কিন্তু তাকিয়ে দেখি সেখানে সে নিজের নাম লিখে নাই । লিখছে "আই লাভ ইউ" !
আমি বললাম
-বাহ ! আপনি তো অনেক সুন্দর নাম সই করতে পারেন !
নিশি কেবল হাসলো । ''


শুভ সকাল :)

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:২৭

অপু তানভীর বলেছেন: আমার পুরানো স হ ব্লগার গুলো যারা আমালেখা পড়তো নিয়মিত তারা যেন কোথায় হারেয়ে গেছে !
আপনাকে আবার দেখে ভাল লাগছে !!

কোথায় ছিলেন এতো দিন ??

আপনাকে শুভ বিকাল ! :):)

১৫| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২২

রুচি বলেছেন: এইরকম একজন কুরিয়ার পারসন কে দেখেছি, আমার অফিসে আসতে তবে সে অপুর মত দেখা করার কোন ফন্দি ফিকির করেনি বরং সবসময় দেখা না করেই চলে গেছে। :( :(

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

অপু তানভীর বলেছেন: সে ভালা কুরিয়ারওয়ালা তাই করে নাই !! ;););)

১৬| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:০০

নিষ্‌কর্মা বলেছেন: আইডিয়াটা চমৎকার। খুব ভালো লাগল। আর সবচেয়ে ভালো লেগেছে আপনার কুরিয়ারের নামটা! :)

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা !!
সুন্দরবন হতে পারলে আমাজান কেন নয় !!
:):):

ভাল থাকবেন !!

১৭| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:০০

নিষ্‌কর্মা বলেছেন: আইডিয়াটা চমৎকার। খুব ভালো লাগল। আর সবচেয়ে ভালো লেগেছে আপনার কুরিয়ারের নামটা! :)

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

অপু তানভীর বলেছেন: :):):):)

১৮| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

বটবৃক্ষ~ বলেছেন: প্রোফেসর শঙ্কু বলেছেন: নন্দ যখন খুশিতে আঃ করে ওঠেন, তখনি আনন্দ হয়।

আনন্দ! আনন্দ!!
=p~ =p~ ভাই, এইটা কুন বিধানের সংগা!! জানিয়া ব্যাপক মজা পাইলাম!! হাহা

গল্প সুন্দর হয়েছে...
ভালোলাগা...:)

০৫ ই জুন, ২০১৩ রাত ৮:২৭

অপু তানভীর বলেছেন: নিরন্তর ভাললাগা ??
আপনি নিশ্চিত ? শব্দটা ভাল লাগাই ??

১৯| ০৫ ই জুন, ২০১৩ রাত ১১:৫৫

বটবৃক্ষ~ বলেছেন: মানে কি!! B:-)

আমি আপনার মতো টাইপিং মিস্টেক করিনা!হুহ!! :-P /:) :#)

০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৩৬

অপু তানভীর বলেছেন: হুম বুঝলাম !!

আপনে কি পাশ দিছেন ? জানতে মন চাইতাছে !!

২০| ০৫ ই জুন, ২০১৩ রাত ১১:৫৯

বটবৃক্ষ~ বলেছেন: ওহ আরেকটা কথা,
এত সুইট গল্পকে লুল ট্যাগ দেয়ার আমি তেব্র প্রতিবাদ জানাচ্ছি!
আপনি ইদানিং অনেক গল্পেই এটা করেন!! X(( X((

লুল ট্যাগ অপসারন করে কেন সুইট গল্প ট্যাগ দেয়া হবেনা এই বিষয়ে রুল জারি করা হোক অবিলম্বে!!

০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৪৪

অপু তানভীর বলেছেন: রুল জাড়ি কইরা লাভ নাই !
আমি ট্যাগ দিবোই !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.