নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

বান্দরবানে নয়া বান্দর !! ;) ;) (ছবি ব্লগ ০১)

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৭

কদিন আগে বান্দরবানে বেড়াতে গেছিলাম ! জীবনের অন্যতম সেরা একটা অভিজ্ঞতা ! যদিও বেশ খানিক কষ্ট হয়েছে তবুও এই অভিজ্ঞতার কোন তুলনা নাই !

আমাদের ট্যুরটা ছিল বান্দরবান থেকে প্রথমে রুমাতে এবং সেখান থেকে বগা লেক ! ওখান থেকে কেওক্রাডং ! তারপর জাদিপাই ঝর্ণা ! তারপর বাকলাই থেকে তাজিংডং তারপর সেখান থেকে শেড়কর পাড়া হয়ে থানছি ! থানচি থেকে আবার বান্দরবান ! এই ছিল ট্যুরের রুট !

কিছু ছবি তুলেছি ! আজকে কিছু দিলাম এই পোষ্টে !







রুমা যাওয়ার পথে বাস কিছুক্ষনের জন্য থেমেছিল এই খানে ! কি যেন নামটা জায়গাটার ! মনে নেই ! বড় ভাই এই দাদীর সাথে একটু ভাব করার চেষ্টা চালাচ্ছে !









বাস এই ব্রীজ পার হয়ে এসে থেমেছে ! এর পর আমরা ট্রলারে করে যাবো রুমাতে ! সেখান থেকে আমাদের আসল যাত্র শুরু হবে !







বগা লেকে যাওয়ার পথে চাঁন্দের গাড়ি নষ্ট হয়ে গেছিলো ! না । আমাদের গাড়ি না ! আমাদের সামনে যে গাড়িটা ছিল সেইটা ! আমাদের ড্রাইভার তখন ইঞ্জিনিয়ার হয়ে ঐ গাড়ি ঠিক করতেছে ! আমরা বসে আছি তার পথ চেয়ে !







আমাদের প্রথম হাটা শুরু ! বগা লেকে যাওরার পথে !





যাওয়ার পথে আরো একটা দৃশ্য !





আরো একটা





আরো একটা !





আমার বন্ধু বগা লেকের দিকে তাকিয়ে আছে ! এই সৌন্দর্য নিজ চোখে না দেখলে আসল সৌন্দর্য বোঝা যাবে না !









আরো একটা







বগা লেকে আমি একটু ভাব নেওয়ার চেষ্টা করেছি !!







কেওক্রাডং এ যাবার পথে আমরা এখানে বসে বিশ্রাম নিচ্ছিলাম ! তখনই একটা মাত্র মহিলা অভিযাত্রী দেখলাম ! বলতে গেলে মাত্র একজন মহিলা অভিযাত্রী !







আমাদের গাইড ! নাম স্যাংবাই !







কেওক্রাডং এর উঠার আগে আমরা আমরা পাঁচ অভিযাত্রী !







কেওক্রাডং উঠার সিড়িতে !







কেওক্রাডং এর চুড়া থেকে তোলা কিছু ছবি !







আরেকটা !





সাথে আরও একটা ! দুরে দেখা যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে রাস্তা !!







জাদিপাই ঝর্না !!





আরেকটা







সন্ধ্যাবেলা দুর পাহাড়ের ছবি !





ভোরের পাহাড় !







আমরা আবার পাঁচ অভিযাত্রী ! বৃষ্টির ভিতর !







আজকে আপাতত এখানেই থাক ! আরো কিছু ছবি আছে, পরে আবার দিবো !

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৫

বটবৃক্ষ~ বলেছেন: :) :) :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৮

অপু তানভীর বলেছেন: :) :)

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৩

খুশবু বলেছেন: কত্ত সুন্দর,একবার অন্তত দেখতে চাই

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৬

অপু তানভীর বলেছেন: অবশ্যই একবার হলেও দেখতে যাওয়া উচিৎ সবার !! :)

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। আমি এখন পর্যন্ত এই রুটে ৩ বার গিয়েছি, কেওকারাডং হয়ে জাদিপাই পর্যন্ত ৭ বার। আপনার ছবি দেখে বুঝলাম গত দুই বছরে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। প্রথম আমরা যাই ২০০২ সালে। তখন মাত্র একটা বাংলো ছিল। একদম বগা লেকের পাড়েই। আর ঘর এবং খাবার হোটেল বলতে সিয়াম দিদির রান্না ঘর।

অনেক ভালো লাগল অপু। আপনার সাথে কিছু পুরানো বগার কিছু ছবি শেয়ার করলাম।

এখন তো সিড়ি করে দিয়েছে, উপরে তো কেওকারাডং এর মালিক একটা রেস্টুরেন্টও দিয়েছে। সেটার খাবার অমৃত। আগে এই সব কিছুই ছিল না। মোটামুটি জংগল কেটে উপরে উঠতে হত। :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

অপু তানভীর বলেছেন: তিনবার কেমনে গেলেন ? মাই গড ! আমার যে পরিমান কষ্ট হয়েছে আমি তো আর যেতে সাহসই পাচ্ছি না ! তবে সামনে থানচি হয়ে নাফাকুমে যাওয়ার ইচ্ছা আছে !

হুম ! এখন অনেক পরিবর্তন এসেছে । জাদিপাই পর্যন্ত পথ ঘাটও অনেক ভাল হয়েছে ! আর বগা লেকে এখন বেশ কিছু ঘর বাড়ি হয়েছে ।
আপনার ছবি গুলো চমচৎকার । কিন্তু আপনি মনে হয়মেঘ মুক্ত আবাহাওয়ায় গিয়ে ছিলেন ! এই জন্য বগা লেকের উপর আকাশটা এতো পরিস্কার !!

ধন্যবাদ ছবি গুলোর জন্য !

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৯

ভিটামিন সি বলেছেন: পোষ্ট তো ভালা হৈ চে রে পাগলা। কিন্তু বগা লেকে তো একটাও বগা দেখলাম না। গেলো কৈ হেরা? না অপু পাগলা আইতাছে শুইন্যা পলাইছে, কারণ অপুর যদি কোন বগারে পছন্দ হয়ে যায় তাহলে তো আবার বগার প্রেম নিয়ে আরেক পোষ্ট চলে আসবে।।।

মজা করলাম পোষ্ট সত্যিই খুব ভালো হয়েছে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

অপু তানভীর বলেছেন: বগা সব ভাগছে ! আসলেই থাকলে পোষ্ট চলে আসতো ! তবুও চিন্তা নেই ! পাহাড়ে গেলাম আর পাহাড়ি মাইয়ার লগে প্রেম নিয়ে পোষ্ট দিমু না এমন টা কি হয় ?
ওয়েট করেন ! ;) ;) ;)

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

হৃদয় রিয়াজ বলেছেন: বাহ্ִ কি চমৎকার! ঘুরে যাওয়ার আকাংখা টা আরও তীব্র করে দিলেন দাদা :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

অপু তানভীর বলেছেন: আর দেরি না আজই রওনা দিয়ে দিন !! :):):)

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

সেলিম আনোয়ার বলেছেন: পাহাড়ের উপর বগা লেক। বগা লেক এনেকের কাছেই খুব প্রিয়্ ।ওগুলো সৃষ্টি নিয়ে রহস্যজনক লৌকিক কাহিনী পাওয়া যায়। তবে বিজ্ঞানের দৃষ্টি ভঙ্গি থেকে সাধার ফল্ট বা চ্যুতির অন্যতম এক্সপোস্ড ক্রাইটেরিয়া হলে স্যাগ পন্ড। বগা লেক সেই রকম স্যাগ পন্ড হওয়ার সম্ভাবনা আছে। বগা লেকটা ভাল ভাবে পর্যবেক্ষণ করলে অনেক মজার তথ্যই পেয়ে যাবেন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

অপু তানভীর বলেছেন: দেখা যাক ! এই নিয়ে কিছু লেখার ইচ্ছা আছে !!

ধন্যবাদ !!

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

খাটাস বলেছেন: যাওয়ার আকাঙ্খা টা এক ডোজ বাড়িয়ে দিলেন। সুন্দর পোস্ট। ++

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬

অপু তানভীর বলেছেন: জলদি ঘুরে আসে ! একটুও দেরী করবেন না ! :) :)

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

সায়েম মুন বলেছেন: আপনের অবস্থা তো দেখি হ্যাঙ্গারের মত। পাহাড়ের চূড়ায় উঠলে বাতাসে উড়ে যাওয়ার কথা। :P

ছবি পোস্ট ভালা লাগছে। বান্দরবান আমার খুব প্রিয় একটা জায়গা। বেশ কয়েকবার ঘুরতে গেছিলাম। একবার মাস খানেকের জন্য কাজেও গেছিলাম। একটা উপজেলা বাদে সব উপজেলায় ঘুরঘুর করেছি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

অপু তানভীর বলেছেন: কি কন এইসব ? আমি কিন্তু সবার আগে আগে পাহাড়ে উঠছি জানেন তো ?? :P :P :P


মাস খানেক ? তাইলে তো সব কিছুই দেখে ফেলেছেন !! কোন উপজেলা দেখেন নাই ??

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: একবারো যাই নাই এখনো..............ভার্সিটি উইঠা সিউর যামু।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

অপু তানভীর বলেছেন: কি করছো মিয়া ? জলদি জলদি যাও !! জলদি !!

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর ফটো!!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

অপু তানভীর বলেছেন: :):):):)

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :( আফসোস বাড়ায়া দেওয়ায় প্লাস দিতাম না। /:) /:)

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

অপু তানভীর বলেছেন: /:) /:) /:) :P :P

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

শ্যাডো ডেভিল বলেছেন: দেখবার পারেন এই লিংকে গুতা দিয়া, খারাপ লাগবো না :)

Click This Link

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

অপু তানভীর বলেছেন: আপনার ছবি গুলো দেখলাম ! সত্যিই অসাধারন !! :)

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

এম ই জাভেদ বলেছেন: নীল গিরি কত দূর ?

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

অপু তানভীর বলেছেন: নীল গিরি অনেক দুর এখনও !! তাজিংডং পার হয়ে নেই আগে !!

১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

এম মশিউর বলেছেন: খুব শীঘ্রই যাবো ভাবছি। আপনার রুট অনুসরন করাই বেটার। ভাই, যাওয়ার রুট টা যদি আবারো ক্লিয়ার করতেন।

ছবিগুলো খুব সুন্দর হয়েছে। প্রিয়তে রাখলাম। যাওয়ার আগে এইটা আরেকবার চোখ বুলিয়ে যাবো।।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৬

অপু তানভীর বলেছেন: দুইটা রুট আছে ! চাইলে আপনি বান্দরবান- থানচি- তাজিংডং- কেওক্রাডাং- বগালেগ- রুমা হয়ে বাদরবান
অথবা আমার রুট টাও ব্যবহার করতে পারেন !
কিন্তু একটা কথা আপনাকে বলি ভাই মারাত্বক পরিশ্রম হবে কিন্তু যেই রুটেই যান না কেন ! আমাদের একটা পজেটিভ দিক ছিল যে বৃষ্টি হচ্ছিল ! রাস্তা ঘাট খানিকটা বিপদ জনক হলেও আমরা খুব বেশি ক্লান্ত হয় নি বৃষ্টির কারনে । কিন্তু যদি রোদ থাকে তাহলে কিন্তু খুব বেশি পরিশ্রম হবে ! এটা মাথায় রাইখেন !!

১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

সায়েম মুন বলেছেন: nice to hear it!

শুধু থানচিতে যাওয়া হয়নি। কিছুটা দুর্গম হওয়ায় যাওয়া হয়নি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৯

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮

তাসজিদ বলেছেন: কবে যে যাব???????????????????

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩০

অপু তানভীর বলেছেন: জলদি করেন !! একটুও দেরী করবেন না !!

১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২২

প্রিন্স হেক্টর বলেছেন: পাহাড়ি টিয়া??? /:)



ছবি ভাল লাগলো। :)


@কাল্পনিক ভাই, পাহাড়ের মালিক মানে? ব্যাপারটা বুঝলাম না, পাহাড়ের আবার মালিক থাকে কিভাবে? B:-)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

অপু তানভীর বলেছেন: পাহাড়ি টিয়ার গল্প লিখতাছি ! একটু ওয়েট করেন !!

B-)) B-)) B-)) B-))

১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: পাহাড়.......... আর কিছু বলার নেই... তবে আপনি ভাগ্যবান,....!!!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

অপু তানভীর বলেছেন: আসলেই আর কিছু বলার নাই !!

১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৫

তাসজিদ বলেছেন: অপু মিয়ার নেক্সট গল্প।

পাহাড়ি মেয়ে যেভাবে আমাকে সেঁকা দিল

just kidding

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

অপু তানভীর বলেছেন: নো কিডিং ! আসলেই কিন্তু পাহাড়ি এক মেয়ে নিয়ে গল্প লেখা শুরু করে দিয়েছি !! কাল পরশুর ভিতর দিয়ে দিবো !! ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.